বসুন্ধরা কিংস

বাংলাদেশী ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, বাংলাদেশের একটি ফুটবল ক্লাব। ক্লাবটি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে।[] ক্লাবটি বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন।

দ্রুত তথ্য বসুন্ধরা কিংসের সক্রিয় বিভাগসমূহ, ফুটবল (পুরুষ) ...
বসুন্ধরা কিংসের সক্রিয় বিভাগসমূহ
ফুটবল (পুরুষ) ফুটবল (মহিলা)
বন্ধ
দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
বসুন্ধরা কিংস
Thumb
পূর্ণ নামবসুন্ধরা কিংস
ডাকনামদ্য কিংস
প্রতিষ্ঠিত২০১৩; ১২ বছর আগে (2013)
মাঠবসুন্ধরা কিংস এরিনা
ধারণক্ষমতা১৪,০০০[]
মালিকবসুন্ধরা গ্রুপ
প্রেসিডেন্ট ইমরুল হাসান
প্রধান কোচ ভালেরিউ তিতা
লিগবাংলাদেশ প্রিমিয়ার লিগ
২০২১চ্যাম্পিয়ন
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

ইতিহাস

সারাংশ
প্রসঙ্গ

সূচনালগ্ন

২০১৩ সালে ক্লাবটি গঠিত হলেও প্রথমদিকে খুব বেশি সক্রিয়তা ছিলো না। ২০১৬ সালে পাইওনিয়ার লিগ জয়ের পর দলটি তৃতীয় স্তরের লিগের জন্য উত্তীর্ণ হয়।তবে দলটি ২য় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার ইচ্ছা প্রকাশ করে এবং কিছু শর্ত পূরণ করার পর দলটি খেলার জন্য উত্তীর্ণ হয়।[] ২০১৭-১৮ মৌসুমের জন্য রোকোনুজ্জামান কাঞ্চনকে অধিনায়ক করা হয়[]

২০১৭-১৮ মৌসুম

৭ আগস্ট ২০১৭ তারিখে উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাবের সাথে দলটি নিজেদের প্রথম পেশাদার স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ খেলে। সে ম্যাচে রিপন বিশ্বাস ক্লাবের সর্বপ্রথম গোলটি করেন।[] ১৮ আগস্ট ২০১৭ তারিখে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নিজেদের সর্বপ্রথম জয় পায়।[] ২০১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবটি ২০১৮-১৯ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে।[] প্রতিযোগিতায় অধিনায়ক কাঞ্চন দ্বিতীয় সর্বোচ্চ ১১ টি গোল করেন। ১১ নভেম্বর ২০১৭ তারিখে তাদের প্রথম ঘরোয়া শিরোপাটি হস্তান্তর করা হয়।[][]

২০১৮-১৯ মৌসুম

৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে, স্পেনের ওস্কার ব্রুসোনকে নতুন ও ক্লাবের প্রথম বিদেশী প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়।[১০] ২০১৮-১৯ মৌসুমের জন্য ২০১৮ ফিফা বিশ্বকাপে কোস্টারিকার হয়ে খেলা ড্যানিয়েল কলিন্ড্রেসকে দলে অন্তর্ভুক্ত করে।[১১][১২] ২১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে। যেটিতে ৪-১ গোলের জয় পায়।

Thumb
২০১৮ ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচের বসুন্ধরা কিংস একাদশ

২০১৮ বাংলাদেশ ফেডারেশন কাপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালের জন্য উত্তীর্ণ হয়।কোয়ার্টার ফাইনাল বিজেএমসি দলকে ৫-১ গোলে হারায়।[১৩] সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।[১৪] তবে ফাইনালে ৩-১ গোলে ঢাকা আবাহনীর কাছে পরাজিত হয়।[১৫] ২০১৮–১৯ স্বাধীনতা কাপেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয়। সেখানে রহমতগঞ্জ এমএফএসকে ৩-২ গোলে পরাজিত করে।[১৬] সেমি ফাইনালে ঢাকা আবাহনীকে পেনাল্টিতে পরাজিত করে ফাইনালে খেলে।[১৭] ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম কাপ শিরোপা অর্জন করে।[১৮][১৯]

সমর্থকগোষ্ঠি

জার্সি স্পন্সর

আরও তথ্য সময়কাল, শার্ট স্পন্সর ...
সময়কাল শার্ট স্পন্সর
২০১৭- বর্তমান বসুন্ধরা গ্রুপ
বন্ধ

বর্তমান খেলোয়াড়

সারাংশ
প্রসঙ্গ
২৬ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

২০২২-২৩ মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের খেলোয়াড়গন।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

আরও তথ্য নং, অবস্থান ...
নং অবস্থান খেলোয়াড়
গো বাংলাদেশ আনিসুর রহমান জিকো (তৃতীয় অধিনায়ক)
বাংলাদেশ ইয়াসিন আরাফাত
ইরান রেজা খানজাদেহ
বাংলাদেশ তপু বর্মন (অধিনায়ক)
বাংলাদেশ টুটুল হোসেন বাদশা
বাংলাদেশ মাসুক মিয়া জনি
ব্রাজিল ডরিয়েল্টন
১০ ব্রাজিল রবিনহো (সহ-অধিনায়ক)
১১ বাংলাদেশ ফয়সাল আহমেদ ফাহিম
১২ বাংলাদেশ বিশ্বনাথ ঘোষ
১৩ বাংলাদেশ আতিকুর রহমান ফাহাদ
১৫ বাংলাদেশ বিপলু আহমেদ
১৭ বাংলাদেশ সোহেল রানা
২০ বাংলাদেশ রাকিব হোসেন
২২ বাংলাদেশ সাদ উদ্দিন
নং অবস্থান খেলোয়াড়
২৪ ব্রাজিল মিগুয়েল ফিগুয়েরা
২৫ গো বাংলাদেশ সুলতান শাকিল
২৭ গো বাংলাদেশ মেহদি হাসান
২৯ বাংলাদেশ মতিন মিয়া
৩৩ বাংলাদেশ শেখ মুরসালিন
৩৬ গো বাংলাদেশ হামিদুর রহমান রিমন
৪০ বাংলাদেশ তারিক কাজী
৫২ বাংলাদেশ মোঃ সাব্বির হোসেন
৫৫ বাংলাদেশ মুহাম্মদ আতিকুজ্জামান
৬৬ বাংলাদেশ মাহামুদুল হাসান কিরণ
৭১ বাংলাদেশ রিমন হোসাইন
৭২ বাংলাদেশ রবিউল ইসলাম
৭৭ উজবেকিস্তান আসরোর গফুরভ
৯৯ বাংলাদেশ সুমন রেজা
বন্ধ
ঋণের বাইরে

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

আরও তথ্য নং, অবস্থান ...
নং অবস্থান খেলোয়াড়
বাংলাদেশ পিয়াস আহমেদ নোভা (শেখ জামাল ধানমন্ডি ক্লাব-এ ঋণে)
বন্ধ

বসুন্ধরা কিংস এরিনা হলো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি ফুটবল স্টেডিয়াম, যেখানে বসুন্ধরা কিংস তাদের হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই স্টেডিয়ামে ১৪,০০০ জন দর্শক খেলা উপভোগ করতে পারে। বসুন্ধরা কিংস বনাম বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচের মধ্যদিয়ে এই স্টেডিয়ামে যাত্রাশুরু হয়। ২০২৩ সালে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়।

কোচিং কর্মকর্তা

জুলাই ২০২০ পর্যন্ত সঠিক

আরও তথ্য অবস্থান, নাম ...
অবস্থান নাম
প্রধান প্রশিক্ষক স্পেন অস্কার ব্রুজোন
সহকারী প্রশিক্ষক বাংলাদেশ মাহাবুব হোসেন রক্সি
বাংলাদেশ আবু আহমেদ ফয়সাল
বাংলাদেশ এস. এম. আসিফুজ্জামান
গোলকিপিং প্রশিক্ষক বাংলাদেশ এ.কে.এম. নুরুজ্জামান
বাংলাদেশ সেলিম মিয়া
ফিটনেস প্রশিক্ষক স্পেন হাভিয়ের সানচেজ ফ্লোরেজ
টেকনিকাল ডিরেক্টর বাংলাদেশ বায়েজিদ আলম নিপু
মিডিয়া ম্যানেজার বাংলাদেশ আহমেদ শায়েক
ফিজিও বাংলাদেশ আবু সুফিয়ান সরকার
বাংলাদেশ কৌশিক রায়
বন্ধ

দলের পরিসংখ্যান

প্রধান কোচের পরিসংখ্যান

১৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সঠিক

আরও তথ্য কোচ, শুরু ...
কোচ শুরু শেষ খেলা জয় ড্র হার পক্ষে গোল বিপক্ষে গোল জয় হার
বাংলাদেশ মোহাম্মদ আসিফুজ্জামান মে ২০১৭ নভেম্বর ২০১৭ ১৮১০২৩১৯৫৫.৫৬
স্পেন ওস্কার ব্রুসোন সেপ্টেম্বর ২০১৮
৯৫৭২১১১২২০১৭৪৭৫.৭৯
বন্ধ

অর্জন

লিগ

কাপ

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.