বসুন্ধরা আবাসিক এলাকা
ঢাকার শহরতলী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বসুন্ধরা আবাসিক এলাকা বাংলাদেশের ঢাকা জেলার ভাটারা এবং খিলক্ষেত থানার অন্তর্গত একটি বেসরকারি আবাসিক এলাকা।[১][২] বসুন্ধরা আবাসিক এলাকার মালিক ও পরিচালক বসুন্ধরা গ্রুপ। এই প্রকল্পটি প্রথম ১৯৮০-এর দশকে শুরু হয়।[৩] ঢাকার সম্ভাব্য বন্যাকবলিত অঞ্চলে হওয়ায় ২০১১ সালে প্রকল্পটির একটি অংশকে অবৈধ ঘোষণা করা হয়। ২০১৪ সালে মন্ত্রিপরিষদ সভায় ঢাকার বিস্তারিত পরিকল্পনায় সংশোধন এনে প্রকল্পটিকে পুনরায় বৈধ ঘোষণা করা হয়।[৪] নিম্ন জলাভূমি ও বন্যাকবলিত এলাকা ভরাট করে আবাসিক এলাকাটি তৈরি করা হয়েছে।[৫] ২০০৫ সালের হিসাব অনুযায়ী প্রকল্পটির প্রায় ১০,০০০ আবাসিক প্লট বিক্রি হয়েছে।[৬]
বসুন্ধরা আবাসিক এলাকা | |
---|---|
বেসরকারি এলাকা | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা |
জেলা | ঢাকা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+০৬:০০) |



বাণিজ্যিক প্রতিষ্ঠান
- ওয়ালটন গ্রুপ - বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্য নির্মাতা।
- গ্রামীণফোন - প্রতিষ্ঠানটির সদর দপ্তর এই এলাকায় অবস্থিত।[৭]
- বসুন্ধরা গ্রুপ - প্রতিষ্ঠানটির সদর দপ্তর ও কর্পোরেট দপ্তর এই আবাসিক এলাকায় অবস্থিত।[৮]
- বাংলাদেশ প্রতিদিন - বাংলাদেশের সর্বোচ্চ প্রকাশিত সংবাদপত্র।[৯]
- নিউজ টুয়েন্টি ফোর
- টি স্পোর্টস
শিক্ষা
- ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আইইউবি)[১০]
- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)[১১]
- ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ
- ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা[১২]
- ইবনেজার ইন্টারন্যাশনাল স্কুল[১৩]
- প্লেপেন স্কুল[১৪]
- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল
- ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
স্বাস্থ্যসেবা
- এভারকেয়ার হাসপাতাল[১৫]
- বসুন্ধরা চক্ষু হাসপাতাল[১৬]
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.