এভারকেয়ার হাসপাতাল ঢাকা

বাংলাদেশের একটি হাসপাতাল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এভারকেয়ার হাসপাতাল ঢাকা

এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বনাম: অ্যাপোলো হাসপাতাল ঢাকা)[] বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতাল। হাসপাতালটি এভারকেয়ার স্বাস্থ্যসেবা গ্রুপ ও এসটিএস হোল্ডিংস লিমিটেডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।[][] বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকার পাশাপাশি বন্দরনগরী ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও এ হাসপাতালের শাখা রয়েছে।

দ্রুত তথ্য এভারকেয়ার হসপিটাল ঢাকা, ভৌগোলিক অবস্থান ...
এভারকেয়ার হসপিটাল ঢাকা
এভারকেয়ার গ্রুপ, এসটিএস গ্রুপ
Thumb
এভারকেয়ার হাসপাতালের মনোগ্রাম
Thumb
ভৌগোলিক অবস্থান
অবস্থানবসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, বাংলাদেশ
ইতিহাস
সাবেক নামঅ্যাপোলো হাসপাতাল ঢাকা
চালু২০০৫; ২০ বছর আগে (2005)
সংযোগ
ওয়েবসাইটএভারকেয়ার হাসপাতাল ঢাকা ওয়েবসাইট
বন্ধ

ইতিহাস

হাসপাতালটি ১৬ এপ্রিল ২০০৫ সালে স্বাস্থ্য সেবা প্রদান শুরু করে। চারজন শিল্পপতি বন্ধু দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে করপোরেট খাতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করেন। বন্ধুরা হলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার বর্তমান চেয়ারম্যান বব ডাব্লিউ কুন্দানমাল, ম্যানেজিং ডিরেক্টর খন্দকার মনির উদ্দিন ও মো. এ মঈন, টিপু মুনশি। এই চারজন মিলে হাসপাতালটি প্রতিষ্ঠা করেন।[]

পরিষেবা

Thumb
২০১৪ সালে হাসপাতালের ছবি

হাসপাতাল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। দেশের সেরা ২-৩টি বেসরকারী হাসপাতালগুলোর মধ্যে এ্যাপোলো হসপিটাল একটি।[তথ্যসূত্র প্রয়োজন] অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, উন্নত প্রযুক্তি, সার্বক্ষণিক জরুরি সেবা রয়েছে এই হাসপাতালটিতে। ১১ তলা বিশিষ্ট হাসপাতালটি সেন্ট্রাল এসি, লিফট এবং এলিভেটরযুক্ত।

হাসপাতালটির উন্নত চিকিৎসা কেন্দ্রগুলো হলো নিউরোসায়েন্স (নিউরোলজি ও নিউরোসার্জারি), কার্ডিয়াক সায়েন্স (ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিওভাসকুলার থোরাসিক সার্জারি), বোন অ্যান্ড জয়েন্ট সার্ভিসেস, কম্প্রিহেনসিভ ক্যানসার সার্ভিসেস (অস্থিমজ্জা প্রতিস্থাপন সুবিধাসহ), নেফ্রোলজি ও ইউরোলজি, গ্যাসট্রোএন্ট্রোলজি ও হেপাটোলজি, নারী-শিশু কেন্দ্র এবং ফার্টিলিটি সেন্টার। ক্রিটিক্যাল কেয়ার : মেডিকেল, সার্জিক্যাল, নিওনেটাল, পেডিয়াট্রিক, নিউরো, কার্ডিয়াক আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। হাসপাতালে মোট ২৬টি বিভাগ রয়েছে।[] এভারকেয়ার হসপিটাল ঢাকা পোস্ট-কোভিড রিকভারি ক্লিনিকের মাধ্যমে নিয়ে এলো আশার আলো।[]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.