২০১৮ ফেডারেশন কাপ ফেডারেশন কাপের ত্রিশতম আসর। ওয়াল্টন গ্রুপের স্পন্সরশীপজনিত কারণে এটি ওয়াল্টন ২০১৮ ফেডারেশন কাপ হিসেবেও পরিচিত। এতে মোট ১৩ টি দল অংশগ্রগ্রহণ করে।প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ছিল ঢাকা আবাহনী। এই আসরের বিজয়ী দল ২০১৯ এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে।
ফেডারেশন কাপ ২০১৮ | |
---|---|
বিবরণ | |
দেশ | বাংলাদেশ |
তারিখ | ২৭ অক্টোবর - ২৪ নভেম্বর ২০১৮[১] |
দল | ১৩ |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ঢাকা আবাহনী (১১তম শিরোপা) |
রানার-আপ | বসুন্ধরা কিংস |
পরিসংখ্যান | |
গোল সংখ্যা | ৭৪ |
শীর্ষ গোলদাতা | ৬ টি গোল সানডে চিজোবা (ঢাকা আবাহনী) |
সেরা খেলোয়াড় | সানডে চিজোবা (ঢাকা আবাহনী) |
ভেন্যূ
ঢাকা |
---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৩৬,০০০ |
ড্র
প্রতিযোগিতার ড্র ২০ অক্টোবর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়।[২]
গ্রুপ পর্ব
১৩ টি দলকে মোট চারটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার-ফাইনালে খেলে।
- প্রত্যেকটি ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হয়।
- তালিকাভুক্ত সময় ইউটিসি+০৬:০০ অনুযায়ী।
টীকা | |
---|---|
গ্রুপ বিজয়ী ও রানার আপ কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয় |
গ্রুপ এ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | আরামবাগ ক্রীড়া সংঘ | ২ | ২ | ০ | ০ | ৫ | ৩ | +২ | ৬ | কোয়ার্টার ফাইনাল |
২ | চট্টগ্রাম আবাহনী | ২ | ১ | ০ | ১ | ৫ | ৩ | +২ | ৩ | |
৩ | রহমতগঞ্জ এমএফএস | ২ | ০ | ০ | ২ | ২ | ৬ | −৪ | ০ |
চট্টগ্রাম আবাহনী | ৩–১ | রহমতগঞ্জ এমএফএস |
---|---|---|
|
প্রতিবেদন |
|
রহমতগঞ্জ এমএফএস | ১–৩ | আরামবাগ ক্রীড়া সংঘ |
---|---|---|
|
প্রতিবেদন |
|
আরামবাগ ক্রীড়া সংঘ | ২ (৪)–(২) ২ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
|
|
গ্রুপ বি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | সাইফ স্পোর্টিং ক্লাব | ২ | ২ | ০ | ০ | ৮ | ১ | +৭ | ৬ | কোয়ার্টার ফাইনাল |
২ | বিজেএমসি দল | ২ | ১ | ০ | ১ | ৪ | ৫ | −১ | ৩ | |
৩ | ব্রাদার্স ইউনিয়ন | ২ | ০ | ০ | ২ | ২ | ৮ | −৬ | ০ |
সাইফ স্পোর্টিং ক্লাব | ৩–১ | বিজেএমসি দল |
---|---|---|
পার্ল সিউং-ইল ৫' (pen) জাফর ইকবাল ৬৬' দেনিস বলশাকভ ৮৯' (pen) |
প্রতিবেদন | আব্দুল্লাহ আল পারভেজ ১২' |
বিজেএমসি দল | ৩–২ | ব্রাদার্স ইউনিয়ন |
---|---|---|
ওতাবেক ভালিজনভ ৪৫+', ৫৪', ৫৮' | প্রতিবেদন | লিওনার্দো ভিয়েরা লিমা ২৬' এভারটন সৌজা সান্তোস ৫১' |
ব্রাদার্স ইউনিয়ন | ০–৫ | সাইফ স্পোর্টিং ক্লাব |
---|---|---|
দেনিস বোলশাকভ ৪০', ৯০+৫' রহমত মিয়া ১৩' জাবেদ খান ৩০' সাজ্জাদ হোসেন ৮৪' |
গ্রুপ সি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২ | ২ | ০ | ০ | ৩ | ০ | +৩ | ৬ | কোয়ার্টার ফাইনাল |
২ | ঢাকা আবাহনী | ২ | ১ | ০ | ১ | ১ | ১ | ০ | ৩ | |
৩ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ২ | ০ | ০ | ২ | ০ | ৩ | −৩ | ০ |
ঢাকা আবাহনী | ১–০ | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
---|---|---|
মামুনুল ইসলাম ৬৪' |
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ০–২ | শেখ রাসেল ক্রীড়া চক্র |
---|---|---|
রাফায়েল ওডোভিন ৭০' এলেক্স রাফায়েল ৯০+২' |
গ্রুপ ডি
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস | ৩ | ১ | ২ | ০ | ৭ | ৪ | +৩ | ৫ | কোয়ার্টার ফাইনাল |
২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ৩ | ১ | ২ | ০ | ৪ | ৩ | +১ | ৫ | |
৩ | ঢাকা মোহামেডান | ৩ | ১ | ১ | ১ | ৫ | ৬ | −১ | ৪ | |
৪ | নোফেল স্পোর্টিং ক্লাব | ৩ | ০ | ১ | ২ | ২ | ৫ | −৩ | ১ |
ঢাকা মোহামেডান | ২–৫ | বসুন্ধরা কিংস |
---|---|---|
ল্যান্ডিং ডারবোয়ে ১৬', ৬৮' (pen) | প্রতিবেদন | মার্কোস ভিনিসিউস ৯০+৩', ৯০+৪' ড্যানিয়েল কলিন্দ্রেস ২২' (pen) হোর্হে গোটর ৭১' মতিন মিয়া ৭৮' |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২–১ | নোফেল স্পোর্টিং ক্লাব |
---|---|---|
সলোমন কিং ৪৫+২' সাখাওয়াত হোসেন রণি ৬০' |
প্রতিবেদন | ইসমাইল বাঙ্গুরা ৪৫+৪' |
নোফেল স্পোর্টিং ক্লাব | ০–২ | ঢাকা মোহামেডান |
---|---|---|
এন'কোচা কিংস্লে ৬৯', ৭০' |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১–১ | বসুন্ধরা কিংস |
---|---|---|
সলোমন কিং ১২' | মার্কোস ভিনিসিউস ৮' |
বসুন্ধরা কিংস | ১–১ | নোফেল স্পোর্টিং ক্লাব |
---|---|---|
মাসুক মিয়া জনি ৩৭' | আশরাফুল ইসলাম ৬১' |
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১–১ | ঢাকা মোহামেডান |
---|---|---|
লুসিয়ানো আরায়া ৪৮' | ল্যান্ডিং ডারবোয়ে ৩৩' |
নক-আউট পর্যায়
ব্রাকেট
কোয়ার্টার ফাইনাল | সেমি ফাইনাল | ফাইনাল | ||||||||
৮ নভেম্বর | ||||||||||
আরামবাগ ক্রীড়া সংঘ | ২ | |||||||||
১৯ নভেম্বর | ||||||||||
ঢাকা আবাহনী | ৩ | |||||||||
ঢাকা আবাহনী | ৪ | |||||||||
৯ নভেম্বর | ||||||||||
শেখ জামাল | ২ | |||||||||
সাইফ | ১ | |||||||||
২৩ নভেম্বর | ||||||||||
শেখ জামাল | ২ | |||||||||
ঢাকা আবাহনী | ৩ | |||||||||
১০ নভেম্বর | ||||||||||
বসুন্ধরা | ১ | |||||||||
শেখ রাসেল | ১ | |||||||||
২০ নভেম্বর | ||||||||||
চট্টগ্রাম আবাহনী | ০ | |||||||||
শেখ রাসেল | ০ | |||||||||
১১ নভেম্বর | ||||||||||
বসুন্ধরা | ১ | |||||||||
বসুন্ধরা | ৫ | |||||||||
বিজেএমসি দল | ১ | |||||||||
কোয়ার্টার ফাইনাল
কোয়ার্টার ফাইনাল ১
আরামবাগ ক্রীড়া সংঘ | ২–৩ | ঢাকা আবাহনী |
---|---|---|
শাহরিয়ার বাপ্পী ৭' ইকবল বাবাখানোভ ৩৩' (পে.) |
প্রতিবেদন | চিজোবা ৩০' সোহেল রানা ৪৪' বেলফোর্ট ৯০+৫' |
কোয়ার্টার ফাইনাল ২
সাইফ স্পোর্টিং ক্লাব | ১–২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
---|---|---|
কর্ডোবা ৭১' | প্রতিবেদন | বোজাং ৩০', ৭৬' |
কোয়ার্টার-ফাইনাল ৩
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১–০ | চট্টগ্রাম আবাহনী |
---|---|---|
রাফায়েল ওডোভিন ৪৭' | প্রতিবেদন |
কোয়ার্টার ফাইনাল ৪
বসুন্ধরা কিংস | ৫–১ | বিজেএমসি দল |
---|---|---|
কলিন্ড্রেস ২', ৯', ১৫' তৌহিদুল আলম সবুজ ৭০' মতিন মিয়া ৭৯' |
প্রতিবেদন | স্যামসন ইলিয়াসু ৮৭' (পে.) |
সেমি ফাইনাল
সেমি ফাইনাল ১
ঢাকা আবাহনী | ৪–২ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব |
---|---|---|
মাসিহ সাইঘনি ৫৬' চিজোবা ৬৫' (পে.), ৮২', ৮৬' |
প্রতিবেদন | দিদারুল আলম ৭৯', ৮৪' |
সেমি ফাইনাল ২
ফাইনাল
ঢাকা আবাহনী | ৩-১ | বসুন্ধরা কিংস |
---|---|---|
চিজোবা ৫০', ৭৯' বেলফোর্ট ৮২' |
কলিন্ড্রেস ২১' |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.