Loading AI tools
বাংলাদেশের ফুটবল স্টেডিয়াম উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বসুন্ধরা কিংস এরিনা হলো বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের একটি ফুটবল স্টেডিয়াম, যেখানে বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল তাদের হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই স্টেডিয়ামে ১৪,০০০ জন দর্শক খেলা উপভোগ করতে পারে।[৩][৪][৫][৬][৭][৮]
হোম অব হিরোজ | |
অবস্থান | বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, বাংলাদেশ |
---|---|
মালিক | বসুন্ধরা গ্রুপ |
পরিচালক | বসুন্ধরা কিংস |
নির্বাহী কর্মকর্তা | ৩ |
ধারণক্ষমতা | ৬,০০০[১]
১৪,০০০ (আপগ্রেডযোগ্য)[২] |
আয়তন | ১০৫ মি × ৬৮ মি (১১৫ গজ × ৭৪ গজ) |
উপরিভাগ | গ্রাসমাস্টার |
স্কোরবোর্ড | আছে |
নির্মাণ | |
চালু | ১৭ ফেব্রুয়ারি ২০২২ |
নির্মাণ ব্যয় | € ১৮ মিলিয়ন |
স্থপতি | মোহাম্মদ ফয়েজ উল্লাহ |
নির্মাতা | বসুন্ধরা গ্রুপ |
প্রকল্প ব্যবস্থাপক | মাকসুদ এইচ ভূঁইয়া |
মূল ঠিকাদার | ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাঃ) লিমিটেড |
ভাড়াটে | |
বসুন্ধরা কিংস (২০২২–বর্তমান) শেখ রাসেল (২০২২–বর্তমান) বাংলাদেশ (২০২৩–বর্তমান) |
২০১৯ সালের জুন মাসে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের অংশ হিসেবে প্রাথমিকভাবে কিংস অ্যারেনার নির্মাণ শুরু হয়।[৯] প্রথমত এটি অনুশীলন মাঠ হিসেবে প্রস্তুত করার পরিকল্পনা থাকলে পরবর্তিতে পূর্নাঙ্গ স্টেডিয়াম নির্মাণ শুরু হয়।[১০] ২০২২ সালে ৭০ শতাংশ নির্মাণ সম্পন্ন অবস্থায় স্টেডিয়ামের উদ্বোধন ঘটে।[১১] প্রথম ম্যাচ, বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশ এফসি-এর মধ্যে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একটি বিপিএল ম্যাচ , রবসন আজেভেদো দা সিলভা দ্বারা করা স্টেডিয়ামে প্রথমবারের মতো গোলে কিংস ৩–০ ব্যবধানে জিতেছিল।[১২]
২০২৪ সালের ৩রা ফেব্রুয়ারি তারিখে, মিনহাজুল আবেদিন বাল্লুর একমাত্র গোলটি করেন এবং ২০২৩–২৪ বিপিএলে মোহামেডান এসসি বসুন্ধরা কিংসকে ১–০ গোলে পরাজিত করে, যা তাদের ঘরের মাঠে কিংসকে পরাজিত করা প্রথম ক্লাব হিসাবে চিহ্নিত করে এবং ৩১ ম্যাচে অপরাজিত থাকার দৌড় শেষ করেন।[১৩][১৪]
মাঠের পরিবেশে আঘাত হানা প্রথম সমর্থক গোষ্ঠী বা আল্ট্রাস হল বসুন্ধরা কিংস আল্ট্রাস।[১৫]
২০২৩ সালের ৭ই সেপ্টেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দিয়ে এই ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।[১৬]
তারিখ | হোম | ফলাফল | বহিরাগত | টুর্নামেন্ট | দর্শক |
---|---|---|---|---|---|
৩ সেপ্টেম্বর ২০২৩ | বাংলাদেশ | ০–০ | আফগানিস্তান | আন্তর্জাতিক প্রীতি খেলা | |
৭ সেপ্টেম্বর ২০২৩ | বাংলাদেশ | ১–১ | আফগানিস্তান | আন্তর্জাতিক প্রীতি খেলা | |
১৭ অক্টোবর ২০২৩ | বাংলাদেশ | ২–১ | মালদ্বীপ | ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা – এএফসি প্রথম রাউন্ড | ৬,৭৮৯ |
২১ নভেম্বর ২০২৩ | বাংলাদেশ | ১–১ | লেবানন | ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা – এএফসি দ্বিতীয় রাউন্ড | ৬,২৯৭ |
২৬ মার্চ ২০২৪ | বাংলাদেশ | ০–১ | ফিলিস্তিন | ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা – এএফসি দ্বিতীয় রাউন্ড | ৫,১৯৫ |
২৬ মার্চ ২০২৪ | বাংলাদেশ | ০–২ | অস্ট্রেলিয়া | ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা – এএফসি দ্বিতীয় রাউন্ড | ৫,২২৭ |
১৩ নভেম্বর ২০২৪ | বাংলাদেশ | ০–১ | মালদ্বীপ | আন্তর্জাতিক প্রীতি খেলা | |
১৬ নভেম্বর ২০২৪ | বাংলাদেশ | – | মালদ্বীপ | আন্তর্জাতিক প্রীতি খেলা |
২০২৪ সালের ৩১শে মে বাংলাদেশ ও চীনা তাইপেইর মধ্যে দিয়ে এই ভেন্যুতে প্রথম মহিলা আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
তারিখ | হোম | ফলাফল | বহিরাগত | টুর্নামেন্ট | দর্শক |
---|---|---|---|---|---|
৩১ মে ২০২৪ | বাংলাদেশ | ০–৪ | চীনা তাইপেই | প্রীতি খেলা | |
৩ জুন ২০২৪ | বাংলাদেশ | ০–১ | চীনা তাইপেই | প্রীতি খেলা | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.