ডুমুরিয়া উপজেলা
খুলনা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
খুলনা জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ডুমুরিয়া উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা।
ডুমুরিয়া | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে ডুমুরিয়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°২৫′১৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
সরকার | |
আয়তন | |
• মোট | ৪৫৪.২৩ বর্গকিমি (১৭৫.৩৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,০৫,৬৭৫ |
• জনঘনত্ব | ৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনা। এই জেলার ৯টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া। নদীমাতৃক ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪.২৩ বর্গকিলোমিটার। অবস্থান: ২২°৩৯´ থেকে ২২°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৫´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তরে যশোর জেলার মণিরামপুর উপজেলা, অভয়নগর উপজেলা ও ফুলতলা উপজেলা, দক্ষিণে বটিয়াঘাটা উপজেলা ও পাইকগাছা উপজেলা, পূর্বে খানজাহান আলী থানা, খালিশপুর থানা এবং সোনাডাঙ্গা থানা ও বটিয়াঘাটা উপজেলা, পশ্চিমে সাতক্ষীরা জেলার তালা উপজেলা, যশোর জেলার অভয়নগর উপজেলা, মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলা। জলাশয় প্রধান নদী: শিবসা নদী ও সিংড়াইল। প্রধান বিল: বিল ডাকাতিয়া। প্রশাসন থানা গঠিত হয় ২৫ মার্চ ১৯১৮ এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
এই উপজেলার ইউনিয়নসমূহ হছে -
ডুমুরিয়ার ইতিহাস প্রাচীনতম। ধারণা করা হয় এ অঞ্চলটি পুন্ড্র এর অপভ্রংশ। পুন্ড্র সময়কালে এ অঞ্চলে বাগাদি ও বাছাড় নামে প্রধান দুটো জাতি বসবাস করতো। ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের মতে দশম শতকে এ অঞ্চল মূলত ভারত রাজার অধীনে ছিল। মধ্যযুগে আলাউদ্দিন শাহ এবং হযরত শেখ আফজাল এর মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৩,০৫,৬৭৫।
চিংড়ি চাষ জীবিকার প্রধান উৎস। গলদা, বাগদা, হরিণা চিংড়ি চাষ হয় ঘেরে। আর ঘেরের আইলে চাষ হয় শীতকালীন সবজী, টমেটো, আলু, মটর, শীম, কুমড়ো, লাউ, শষা, করোলা, পটল ইত্যাদি। ইরি মৌসুমে প্রচুর ধান উৎপাদিত হয়। কৃষি নির্ভর অর্থনীতি ছাড়াও এখানে কুটির শিল্প বিদ্যমান। কুমোরেরা মাটির হাড়ি পাতিল, ফুলের টব তৈরি করে। জেলেরা মাছ ধরে আর জাল বুনে।
ডুমুরিয়া উপজেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানকার নদীগুলো হচ্ছে
খুলনা জেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের তালিকা
ক্রঃনং | উপজেলার নাম | ইউনিয়নের নাম |
১. | রূপসা | আইচগাতী |
২. | শ্রীফলতলা | |
৩. | নৈহাটি | |
৪. | টিএসবি | |
৫. | ঘাটভোগ | |
৬. | তেরখাদা | তেরখাদ |
৭. | ছাগলাদহ | |
৮. | বারাসাত | |
৯. | সাচিয়াগত | |
১০. | মধুপুর | |
১১. | আজগড়া | |
১২. | দিঘলিয়া | দিঘলিয়া |
১৩. | সেনহাটি | |
১৪. | গাজীরহাট | |
১৫. | বারাকপুর | |
১৬. | আড়ংঘাটা | |
১৭. | যোগীপোল | |
১৮. | ফুলতলা | ফুলতলা |
১৯. | দামোদর | |
২০. | আটরা গিলাতলা | |
২১. | জামিরা | |
২২. | ডুমুরিয়া | ডুমুরিয়া |
২৩. | মাগুরাঘোনা | |
২৪. | ভান্ডারপাড়া | |
২৫. | সাহস | |
২৬. | রুদাঘরা | |
২৭. | গুটুদিয়া | |
২৮. | শোভনা | |
২৯. | খর্ণিয়া | |
৩০. | আটলিয়া | |
৩১. | ধামালিয়া | |
৩২. | মাগুরখালী | |
৩৩. | রঘুনাথপুর | |
৩৪. | রংপুর | |
৩৫. | শরাফপুর | |
৩৬. | বটিয়াঘাটা | বটিয়াঘাটা |
৩৭. | আমিরপুর | |
৩৮. | গঙ্গারামপুর | |
৩৯. | সুরখালী | |
৪০. | ভান্ডারকোট | |
৪১. | বলিয়াডাঙ্গা | |
৪২. | জলমা | |
৪৩. | দাকোপ | দাকোপ |
৪৫. | বাজুয়া | |
৪৫. | কামারখোলা | |
৪৬. | তিলডাঙ্গা | |
৪৭. | সুতারখালী | |
৪৮. | লাউডোব | |
৪৯. | পানখালী | |
৫০. | বানিশান্তা | |
৫১. | কৈলাশগঞ্জ | |
৫২. | পাইকগাছা | হরিঢালী |
৫৩. | গড়ইখালী | |
৫৪. | কপিলমুনি | |
৫৫. | লতা | |
৫৬. | দেলুটি | |
৫৭. | লস্কর | |
৫৮. | গদাইপুর | |
৫৯. | রাড়ুলী | |
৬০. | চাঁদখালী | |
৬১. | সোলাদানা | |
৬২. | কয়রা | কয়রা |
৬৩. | মহারাজপুর | |
৬৪. | মহেশ্বরীপুর | |
৬৫. | উত্তর বেদকাশী | |
৬৬. | দক্ষিণ বেদকাশী | |
৬৬. | আমাদি | |
৬৮. | বাগালী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.