খুলনা বিভাগ

বাংলাদেশের একটি প্রশাসনিক বিভাগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

খুলনা বিভাগmap

খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ১৯৬০ সালে বর্তমানের ১৬টি ( তৎকালীন ৫টি) জেলা নিয়ে খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে খুলনা বিভাগের আয়তন ২২,২৮৫ বর্গকিলোমিটার (৮,৬০৪ বর্গমাইল)। ২০২২ সালের আদমশুমারী অনুয়ায়ী খুলনা বিভাগের জনসংখ্যা ১,৭৪,১৫,৯২৪।[]

দ্রুত তথ্য খুলনা বিভাগ, দেশ ...
খুলনা বিভাগ
বিভাগ
ডাকনাম: সাদা সোনার দেশ, বৃহত্তম ব-দ্বীপ, সুন্দরবনের দেশ
Thumb
খুলনা বিভাগের মানচিত্র
স্থানাঙ্ক: ২২°৫৫′ উত্তর ৮৯°১৫′ পূর্ব
দেশ বাংলাদেশ
প্রতিষ্ঠা১৯৬০
বিভাগীয় সদরখুলনা
সরকার
  বিভাগীয় কমিশনারমোঃ হেলাল মাহমুদ শরীফ
আয়তন
  মোট২২,২৮৪.২২ বর্গকিমি (৮,৬০৩.৯৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০২২ জনশুমারি)
  মোট১,৭৪,১৬,৬৪৫
  জনঘনত্ব৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলবাংলাদেশ মান সময় (ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-D
বন্ধ

প্রতিষ্ঠাকাল এবং ইতিহাস

ব্রিটিশ ভারতে খুলনা বিভাগ ছিল প্রেসিডেন্সি বিভাগের একটি অংশ। ১৯৪৭ সালের আগে প্রেসিডেন্সি বিভাগের ছয়টি প্রধান জেলা ছিল, মুর্শিদাবাদ, কলকাতা, চব্বিশ পরগনা, খুলনা, যশোর এবং নদিয়া। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় প্রেসিডেন্সি বিভাগ দুইভাগে বিভক্ত হয়ে যায়। ১৯৪৮ সালে পূর্ববঙ্গের নদিয়া জেলার সিংহভাগ নিয়ে নতুন কুষ্টিয়া জেলা গঠন করে। পূর্ব-পাকিস্তান সরকার অবিভক্ত যশোর, খুলনা জেলাঅবিভক্ত কুষ্টিয়া জেলাকে রাজশাহী বিভাগে যুক্ত করে৷ ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সেই সময়ের রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোরখুলনা এবং ঢাকা বিভাগের বাকেরগঞ্জনিয়ে খুলনা বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে খুলনা বিভাগ থেকে আলাদা করে বরিশাল বিভাগ গঠিত হয়।

ভৌগোলিক অবস্থান

খুলনা বিভাগ এর পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রাজশাহী বিভাগ, পূর্বে বরিশাল বিভাগ এবং দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ নামে পরিচিত সুন্দরবন সহ বঙ্গোপসাগরেরগা ঘেষে রয়েছে নয়নাভিরাম সমুদ্র সৈকত এবং দ্বীপপুঞ্জ।দশটি জেলা সমৃদ্ধ এই বিভাগ পদ্মা নদী এর ব-দ্বীপ বা গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। অন্যান্য নদীর মধ্যে রয়েছে মধুমতি নদী, ভৈরব নদ, কপোতাক্ষ নদ, কুমার নদ, চিত্রা নদী, রুপসা নদী, পশুর নদী ইত্যাদি।

প্রশাসনিক জেলা

খুলনা বিভাগ ৫৯টি উপজেলা (উপবিভাজন) ও নিম্নলিখিত ১০টি জেলা (জিলা) নিয়ে গঠিত হয়েছে:[]

আরও তথ্য ক্রম, জেলা ...
ক্রমজেলাপ্রশাসনিক
কেন্দ্র
এলাকা
কিমিবর্গ.
জনসংখ্যা
১৯৯১ আদমশুমারী
জনসংখ্যা
২০০১ আদমশুমারী
জনসংখ্যা
২০১১ আদমশুমারী
জনসংখ্যা ২০২২ আদমশুমারি
কুষ্টিয়া জেলাকুষ্টিয়া১,৬০৮.৮০১,২০২,১২৬১,৭৪০,১৫৫১,৯৪৬,৮৩৮২,১৪৯,৬৯২
খুলনা জেলাখুলনা৪,৩৯৪.৪৫২,৩১০,৬৪৩২,৫৭৮,৯৭১৩,৯১৮,৫২৭২,৬১৩,৩৮৫
চুয়াডাঙ্গা জেলাচুয়াডাঙ্গা১,১৭৪.১০৮০৭,১৬৪১,০০৭,১৩০১,১২৯,০১৫১,২৩৪,০৬৬
ঝিনাইদহ জেলাঝিনাইদহ১,৯৬৪.৭৭১,৩৬১,২৮০১,৫৭৯,৪৯০১,৭৭১,৩০৪২,০০৫,৮৪৯
নড়াইল জেলানড়াইল৯৬৭.৯৯৬৫৫,৭২০৬৯৮,৪৪৭৭২১,৬৬৮৭৮৮,৬৭৩
বাগেরহাট জেলাবাগেরহাট৩,৯৫৯.১১১,৪৩১,৩২২১,৫৪৯,০৩১১,৪৭৬,০৯০১,৬১৩,০৭৯
মাগুরা জেলামাগুরা১,০৩৯.১০৭২৪,০২৭৮২৪,৩১১৯১৮,৪১৯১,০৩৩,১১৫
মেহেরপুর জেলামেহেরপুর৭৫১.৬২৪৯১,৯১৭৫৯১,৪৩০৬৫৫,৩৯২৭০৫,৩৫৫
যশোর জেলাযশোর২,৬০৬.৯৪২,১০৬,৯৯৬২,৪৭১,৫৫৪২,৭৬৪,৫৪৭৩,০৭৬,৮৪৯
১০সাতক্ষীরা জেলাসাতক্ষীরা৩,৮১৭.২৯১,৫৯৭,১৭৮১,৮৬৪,৭০৪১,৯৮৫,৯৫৯২,১৯৬,৫৮১
মোট১০১০২২,২৮৪.২২১২,৬৮৮,৩৮৩২১৪,৭০৫,২২৩১৫,৬৮৭,৭৫৯১৭,৪১৬৬৪৪
বন্ধ

শিক্ষাব্যবস্থা

শিল্প

খুলনা বিভাগ শিল্পে সমৃদ্ধ একটি বিভাগ।

খুলনা বিভাগের প্রধান সমৃদ্ধ জেলা হল:

খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলাতে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বাগেরহাট সহ বাকি জেলা গুলোতে কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে।

সংবাদপত্র ও পত্রিকা

খুলনা বিভাগ থেকে প্রকাশিত দৈনিক এবং সাপ্তাহিক খবরের কাগজ সমূহ:

  • গ্রামের কাগজ
  • দৈনিক কল্যাণ
  • স্পন্দন
  • দৈনিক পূর্বাঞ্চল
  • দৈনিক খুলনাঞ্চল
  • দৈনিক দৃষ্টিপাত
  • দৈনিক দক্ষিণের মশাল
  • খুলনা নিউজ
  • লোকসমাজ
  • দৈনিক মাথাভাঙ্গা
  • দৈনিক সাতক্ষীরা নিউজ
  • দৈনিক খেদমত
  • দৈনিক সময়ের খবর
  • দৈনিক আমার একুশ
  • ডেইলি ট্রিবিউন
  • দৈনিক জন্মভূমি
  • দৈনিক অনির্বাণ
  • দৈনিক প্রবাহ
  • দৈনিক তথ্য
  • পত্রদূত
  • খুলনা গেজেট
  • দৈনিক খুলনার জনগন ২৪
  • যুগের বার্তা
  • দৈনিক খুলনা
  • খুলনা অবজারভার
  • পহেলা নিউজ

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.