কলকাতা মেট্রোর স্টেশনগুলির তালিকা এই পৃষ্ঠায় সন্নিবেশিত হল। কলকাতা মেট্রো কলকাতা ও তার পার্শ্ববর্তী হাওড়া, উত্তর চব্বিশ পরগনাদক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্রুত পরিবহন ব্যবস্থা। বর্তমানে কলকাতা মেট্রোয় মোট ৪০টি স্টেশন চালু রয়েছে এবং ৬০টিরও বেশি স্টেশনের নির্মাণকাজ চলছে।

কলকাতা মেট্রো ভারতের দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক (দিল্লি মেট্রোর পরে)। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর প্রথম অংশটি চালু হয়। বর্তমানে কলকাতার মেট্রোর দৈর্ঘ্য ৩১.৩৬ কিলোমিটার। উত্তর-দক্ষিণ করিডোর বা দক্ষিণেশ্বর - কবি সুভাষ মেট্রো লাইন-কবি সুভাষ লাইন (লাইন ১) দৈর্ঘ্য ৩১.৩৬ কিমি। পূর্ব-পশ্চিম মেট্রো করিডোর বা সল্ট লেক সেক্টর ৫-ফুলবাগান লাইন (লাইন ২) দৈর্ঘ্য ৭.২০ কিমি । এছাড়া পূর্ব-পশ্চিম মেট্রো (বাকি অংশ) , জোকা-বিবাদীবাগ (ভায়া বেহালা ও মাঝেরহাট) লাইন, বরানগর-ব্যারাকপুর লাইন, নোয়াপাড়া-বারাসত লাইন ও নিউ গড়িয়া -বিমানবন্দর লাইনের কাজ বর্তমানে নির্মাণাধীন।

কলকাতা মেট্রোর স্টেশনগুলি সাধারণত অঞ্চলের নামে চিহ্নিত হয়ে থাকে। কোনো কোনো স্টেশন নিকটবর্তী রাস্তা (মহাত্মা গান্ধী রোড), প্রাচীন নাম (শোভাবাজার-সুতানুটি) বা দ্রষ্টব্য স্থলগুলির (রবীন্দ্র সদন, নেতাজি ভবন) নামেও চিহ্নিত। আবার প্যারিস মেট্রোর ধাঁচে বিভিন্ন মণীষী, শিল্পী, বিপ্লবী ও উল্লেখযোগ্য সাহিত্যকর্মের নামেও স্টেশন উৎসর্গ করা হয়ে থাকে।

মেট্রো স্টেশন

দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইন

আরও তথ্য #, স্টেশনের নাম ...
# স্টেশনের নাম অঞ্চল সংযোগ উদ্বোধন অবস্থান উল্লেখযোগ্য তথ্য সূত্র
দক্ষিণেশ্বরদক্ষিণেশ্বর, উত্তর চব্বিশ পরগনা২২ ফেব্রুয়ারি, ২০২১উড়ালদক্ষিণেশ্বর কালীবাড়ির সন্নিকটে অবস্থিত।
বরানগরবরানগর, উত্তর চব্বিশ পরগনা২২ ফেব্রুয়ারি, ২০২১ উড়াল
[1]
নোয়াপাড়ানোয়াপাড়া, বরাহনগর, উত্তর চব্বিশ পরগনা১০ জুলাই, ২০১৩উড়ালকলকাতা মেট্রোর বৃহত্তম স্টেশন।[1][2]
দমদমদমদম, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতাদমদম জংশন স্টেশন, পূর্ব রেল১২ নভেম্বর, ১৯৮৪উড়াল১৯৮৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত দমদম ছিল কলকাতা মেট্রোর ১ নং লাইনের উত্তর দিকের টার্মিনাল।[3]
বেলগাছিয়াবেলগাছিয়া, কলকাতা
১২ নভেম্বর, ১৯৮৪ভূগর্ভস্থকলকাতা মেট্রোর লাইন ১-এর উত্তর দিকের সর্বশেষ ভূগর্ভস্থ স্টেশন।[3]
শ্যামবাজারশ্যামবাজার, কলকাতা
১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ভূগর্ভস্থ
[3]
শোভাবাজার সুতানুটিশোভাবাজার, কলকাতা
১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ভূগর্ভস্থস্টেশনটির পুরনো নাম "শোভাবাজার"। পরে কলকাতার তিনটি আদি বসতির অন্যতম সুতানুটি গ্রামের নাম স্টেশনের নামের সঙ্গে যুক্ত হয়।[3]
গিরিশ পার্কজোড়াসাঁকো, কলকাতা
১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ভূগর্ভস্থএই স্টেশনটি অতীতে জোড়াসাঁকো নামে পরিচিত ছিল। পরে বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামে উৎসর্গিত হয়।[3]
মহাত্মা গান্ধী রোডবড়বাজার, কলকাতা
২৭ সেপ্টেম্বর, ১৯৯৫ভূগর্ভস্থএই স্টেশনটি মহাত্মা গান্ধী রোডচিত্তরঞ্জন অ্যাভেনিউ-এর সংযোগস্থলে অবস্থিত[3]
১০সেন্ট্রালবউবাজার, কলকাতা
১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ভূগর্ভস্থ
[3]
১১চাঁদনি চকচাঁদনি চক, কলকাতা
১৫ ফেব্রুয়ারি, ১৯৯৫ভূগর্ভস্থএই স্টেশনটির প্রস্তাবিত নাম টিপু সুলতান[3]
১২এসপ্ল্যানেডএসপ্ল্যানেড, কলকাতা
নির্মীয়মাণ পূর্ব-পশ্চিম লাইন, জোকা-এসপ্ল্যানেড লাইন
২৪ অক্টোবর, ১৯৮৪ভূগর্ভস্থকলকাতা মেট্রোর প্রথম স্টেশন।[3]
১৩পার্ক স্ট্রিটমাদার টেরিজা সরণি, কলকাতা
নির্মীয়মাণ জোকা-এসপ্ল্যানেড লাইন
২৪ অক্টোবর, ১৯৮৪ভূগর্ভস্থএই স্টেশনটির প্রস্তাবিত নাম মাদার টেরিজা[3]
১৪ময়দানময়দান, কলকাতা
২৪ অক্টোবর, ১৯৮৪ভূগর্ভস্থএই স্টেশনটির প্রস্তাবিত নাম গোষ্ঠ পাল[3]
১৫রবীন্দ্র সদনরবীন্দ্র সদন-নন্দন চত্বর, কলকাতা
২৪ অক্টোবর, ১৯৮৪ভূগর্ভস্থ
[3]
১৬নেতাজি ভবনভবানীপুর, কলকাতা
২৪ অক্টোবর, ১৯৮৪ভূগর্ভস্থএই স্টেশনটির পূর্বনাম ভবানীপুর। পরবর্তীকালে এই অঞ্চলে অবস্থিত নেতাজি সুভাষচন্দ বসুর পৈত্রিক বাসভবনের নামে চিহ্নিত।[3]
১৭যতীন দাস পার্কহাজরা, কলকাতা
২৯ এপ্রিল, ১৯৮৬ভূগর্ভস্থএই স্টেশনটি মেট্রো স্টেশনের পাশে অবস্থিত বিপ্লবী যতীন্দ্রনাথ দাসের স্মৃতিচিহ্নিত উদ্যানের নামে নামাঙ্কিত।[3]
১৮কালীঘাটকালীঘাট, কলকাতা
২৯ এপ্রিল, ১৯৮৬ভূগর্ভস্থ
[3]
১৯রবীন্দ্র সরোবররবীন্দ্র সরোবর অঞ্চল, কলকাতাটালিগঞ্জ স্টেশন, পূর্ব রেল২৯ এপ্রিল, ১৯৮৬ভূগর্ভস্থ
[3]
২০মহানায়ক উত্তমকুমারটালিগঞ্জ, কলকাতা
২৯ এপ্রিল, ১৯৮৬ভূতলস্থএই স্টেশনটি অতীতে টালিগঞ্জ নামে পরিচিত ছিল। ২০০৯ সালে স্টেশনটিকে কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের নামে উৎসর্গ করা হয়।[3][4]
২১নেতাজিকুঁদঘাট, কলকাতা
২২ অগস্ট, ২০০৯উড়ালএই স্টেশনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উৎসর্গিত।[4]
২২মাস্টারদা সূর্য সেনবাঁশদ্রোণী, কলকাতা
২২ অগস্ট, ২০০৯উড়ালএই স্টেশনটি মাস্টারদা সূর্য সেনের নামে উৎসর্গিত।[4]
২৩গীতাঞ্জলিনাকতলা, কলকাতা
২২ অগস্ট, ২০০৯উড়ালরবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যরচনার শতবর্ষ উপলক্ষে স্টেশনটি উক্ত কাব্যগ্রন্থের নামে উৎসর্গিত।[4]
২৪কবি নজরুলগড়িয়া বাজার, কলকাতা
২২ অগস্ট, ২০০৯উড়ালএই স্টেশনটি কাজী নজরুল ইসলামের নামে উৎসর্গিত।[4]
২৫শহিদ ক্ষুদিরামবৃজি, কলকাতা
৭ অক্টোবর, ২০১০উড়ালএই স্টেশনটি বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামে উৎসর্গিত।[4][5]
২৬কবি সুভাষবৈষ্ণবঘাটা,নিউ গড়িয়া,পাটুলী, কলকাতাপ্রস্তাবিত কবি সুভাষ-বিমানবন্দর লাইন৭ অক্টোবর, ২০১০উড়ালএই স্টেশনটির পূর্বনাম নিউ গড়িয়া। বর্তমানে কবি সুভাষ মুখোপাধ্যায়ের নামে উৎসর্গিত।[5]
বন্ধ

পূর্ব-পশ্চিম লাইন

আরও তথ্য #, স্টেশনের নাম ...
# স্টেশনের নাম অঞ্চল উল্লেখযোগ তথ্য সংযোগ উদ্বোধন অবস্থান সূত্র
সল্টলেক সেক্টর ৫সেক্টর ৫, বিধাননগর, উত্তর চব্বিশ পরগনা__
উড়াল
১৩ ফেব্রুয়ারি, ২০২০
করুণাময়ীকরুণাময়ী, বিধাননগর, উত্তর চব্বিশ পরগনা
উড়াল
১৩ ফেব্রুয়ারি, ২০২০
করুণাময়ী আন্তর্যাতিক বাসস্ট্যান্ড ও বর্তমান আন্তর্যাতিক কলকাতা বইমেলা মাঠের সন্নিকটে অবস্থিত
সেন্ট্রাল পার্কসেন্ট্রাল পার্ক, বিধাননগর, উত্তর চব্বিশ পরগনা
উড়াল ১৩ ফেব্রুয়ারি, ২০২০
সিটি সেন্টারসিটি সেন্টার, বিধাননগর, উত্তর চব্বিশ পরগনা
উড়াল ১৩ ফেব্রুয়ারি, ২০২০
বেঙ্গল কেমিক্যালবেঙ্গল কেমিক্যাল, বিধাননগর, উত্তর চব্বিশ পরগনা
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়-এর প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস এর পাশে ও একই নামে নামাঙ্কিত
উড়াল ১৩ ফেব্রুয়ারি, ২০২০
সল্টলেক স্টেডিয়াম (যুবভারতী ক্রীড়াঙ্গন)যুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর, উত্তর চব্বিশ পরগনা
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্যাতিক ফুটবল স্টেডিয়াম এর পাশে অবস্থিত। এবং একই নামে নামাঙ্কিত
উড়াল ১৩ ফেব্রুয়ারি, ২০২০
ফুলবাগানফুলবাগান, কলকাতা
ভূগর্ভস্থ
শিয়ালদহশিয়ালদহ, কলকাতামেট্রো স্টেশনের পূর্ব রেলের একক ব্যস্ততম ও বৃহত্তম রেল স্টেশন, শিয়ালদহের পার্শ্বে অবস্থিত ভূগর্ভস্থ ১৪ জুলাই, ২০২২ শিয়ালদহ রেল স্টেশনের পার্শ্বে অবস্থিত
এসপ্ল্যানেডধর্মতলা, কলকাতাদক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনভূগর্ভস্থ৬ই মার্চ, ২০২৪
১০মহাকরণবিবাদীবাগ, কলকাতা
ভূগর্ভস্থ৬ই মার্চ, ২০২৪
১১হাওড়া স্টেশনহাওড়া জংশন রেলওয়ে স্টেশন, হাওড়াহাওড়া স্টেশন, পূর্ব রেলভূগর্ভস্থ৬ই মার্চ, ২০২৪
১২হাওড়া ময়দানহাওড়া ময়দান, হাওড়া
ভূগর্ভস্থ৬ই মার্চ, ২০২৪
বন্ধ

শিয়ালদহ - এসপ্ল্যানেড অংশ এখনও নির্মীয়মান।


২০১০ সালের ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রতিভা দেবীসিংহ পাটিল জোকা-এসপ্ল্যানেড মেট্রো লাইনের ১৬.৭২ কিমি মেট্রো রেলপথের শিলান্যাস করেন।[6] এই প্রকল্প রূপায়ণের মোট খরচ ধার্য করা হয়েছে ২৬১৯.০২ কোটি টাকা; এর মধ্যে ২০১০-১১ সালের বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।[7] রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এই লাইনের ছয়টি স্টেশন মোহিনী চৌধুরী ("মুক্তির মন্দির সোপানতলে" গানের রচয়িতা তথা বেহালার বাসিন্দা), মহম্মদ রফি, গুরু গোবিন্দ সিংহ, কিশোর কুমার, গোষ্ঠ পালমুহাম্মদ ইকবালের নামে উৎসর্গ করা হবে। প্রাথমিকভাবে বিবাদী বাগ পর্যন্ত সম্প্রসারণের কথা থাকলেও জমি জটের কারণে এই লাইনের সম্প্রসারণ এসপ্ল্যানেড পর্যন্ত হবার সিদ্ধান্ত হয়েছে। পূর্বে বিবাদী বাগ হয়ে এই মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণের কথা ছিল। নরেন্দ্র মোদি দূরবর্তীভাবে ৩০ ডিসেম্বর ২০২২-এ লাইনটি উদ্বোধন করেছিলেন এবং ০২ জানুয়ারী ২০২৩-এ বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছিল। [8] [9]

আরও তথ্য #, স্টেশনের নাম ...
# স্টেশনের নাম অঞ্চল সংযোগ উদ্বোধন অবস্থান উল্লেখযোগ্য তথ্য সূত্র
জোকাজোকা, দক্ষিণ চব্বিশ পরগনা
০২ জানুয়ারী ২০২৩উড়াল
ঠাকুরপুকুরঠাকুরপুকুর, কলকাতা
০২ জানুয়ারী ২০২৩উড়াল
সখের বাজারবড়িশা, কলকাতা
০২ জানুয়ারী ২০২৩উড়াল
বেহালা চৌরাস্তাবেহালা, কলকাতা
০২ জানুয়ারী ২০২৩উড়াল
বেহালা বাজারবেহালা, কলকাতা
০২ জানুয়ারী ২০২৩উড়াল
তারাতলাবেহালা, কলকাতা
০২ জানুয়ারী ২০২৩উড়াল
মাঝেরহাটমাঝেরহাট, কলকাতাভারতীয় রেল৬ মার্চ ২০২৪উড়াল
বন্ধ

নির্মীয়মান জোকা-এসপ্ল্যানেড লাইন

আরও তথ্য #, স্টেশনের নাম ...
# স্টেশনের নাম অঞ্চল সংযোগ উদ্বোধন অবস্থান উল্লেখযোগ্য তথ্য সূত্র
মোমিনপুরমোমিনপুর, কলকাতা
নির্মীয়মানউড়াল
খিদিরপুরখিদিরপুর, কলকাতা
নির্মীয়মানভূগর্ভস্থ
ভিক্টোরিয়াখিদিরপুর, কলকাতা
নির্মীয়মানভূগর্ভস্থ
পার্ক স্ট্রিটমাদার টেরিজা সরণি, কলকাতা
নির্মীয়মানভূগর্ভস্থ
এসপ্ল্যানেডধর্মতলা, কলকাতা
নির্মীয়মানভূগর্ভস্থ
বন্ধ

প্রস্তাবিত বরানগর-ব্যারাকপুর লাইন

আরও তথ্য #, স্টেশনের নাম ...
# স্টেশনের নাম অঞ্চল সংযোগ উদ্বোধন অবস্থান উল্লেখযোগ্য তথ্য সূত্র
বরানগরবরানগর, উত্তর চব্বিশ পরগনা
২২ ফেব্রুয়ারি, ২০২১উড়াল
[1][10]
কৃষ্ণকলিকামারহাটি উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালরবীন্দ্রসংগীত কণ্ঠশিল্পী সুচিত্রা মিত্রের স্মরণে তাঁর বিখ্যাত "কৃষ্ণকলি" গানটির নামানুসারে স্টেশনটির নামকরণ হয়েছে।[1][10]
আচার্য প্রফুল্লচন্দ্রআগরপাড়া, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালবিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের নামে উৎসর্গিত।[1][10]
গান্ধী আশ্রমসোদপুর, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1][10]
শরৎচন্দ্রপানিহাটি, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালকথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে উৎসর্গিত।[10]
ঋষি বঙ্কিমখড়দহ, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে উৎসর্গিত।[1][10]
ডক্টর রাজেন্দ্রপ্রসাদসিইএসসি, খড়দহ, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের নামে উৎসর্গিত।[10]
শাহনওয়াজ খানটিটাগড়, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালসুভাষচন্দ্র বসুর সহকারী তথা আজাদ হিন্দ ফৌজের সেনানায়ক শাহনওয়াজ খানের নামে উৎসর্গিত।[1][10]
অনুকূল ঠাকুরতালপুকুর, টিটাগড়, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালহিন্দু ধর্মগুরু অনুকূলচন্দ্র ঠাকুরের নামে উৎসর্গিত।[10]
১০মঙ্গল পাণ্ডেব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল১৮৫৭ সালের মহাবিদ্রোহের বিদ্রোহী মঙ্গল পাণ্ডে নামে উৎসর্গিত।[1][10]
বন্ধ

নির্মীয়মাণ নোয়াপাড়া-বারাসত লাইন

আরও তথ্য #, স্টেশনের নাম ...
# স্টেশনের নাম অঞ্চল সংযোগ উদ্বোধন অবস্থান উল্লেখযোগ্য তথ্য সূত্র
নোয়াপাড়ানোয়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা
১০ই জুলাই ২০১৩উড়াল
[1]
দমদম ক্যান্টনমেন্টদমদম ক্যান্টনমেন্ট, দমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1][11]
যশোর রোডযশোর রোড, দমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1][11]
জয় হিন্দনেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, দমদম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালসুভাষচন্দ্র বসু সৃষ্ট "জয় হিন্দ" ধ্বনিটির নামানুসারে স্টেশনটির নামকরণ করা হয়েছে।[1][11]
বিরাটিবিরাটি, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়ালহিন্দু ধর্মগুরু লোকনাথ ব্রহ্মচারীর নামে উৎসর্গিত।[1][11]
নিউ ব্যারাকপুরনিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1][11]
মাইকেল নগরনিউ ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1][11]
মধ্যমগ্রামমধ্যমগ্রাম, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1][11]
হৃদয়পুরহৃদয়পুর, বারাসত, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1][11]
১০বারাসতবারাসত, উত্তর চব্বিশ পরগনা
নির্মীয়মানউড়াল
[1]
বন্ধ

নির্মীয়মাণ বিমানবন্দর-কবি সুভাষ লাইন

নিউ গড়িয়া থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বা লাইন ৬ নির্মিত হবে। পশ্চিমবঙ্গ সরকার ২০২১ সালে নিউটাউনের মেট্রো স্টেশন গুলির নাম পরিবর্তন করেছেন।

আরও তথ্য #, স্টেশনের নাম ...
# স্টেশনের নাম অঞ্চল সংযোগ উদ্বোধন অবস্থান উল্লেখযোগ্য তথ্য সূত্র
জয় হিন্দনেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, দমদম, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানভূগর্ভস্থ
ভিআইপি রোডনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
চিনার পার্কনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
সিটি সেন্টার ২নিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
মঙ্গলদীপনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
ইকো পার্কনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
মাদার্স ওয়াক্স মিউজিয়ামনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
শিক্ষা তীর্থনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
১০স্বপ্ন ভোরনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
১১নজরুল তীর্থনিউটাউন, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
১২নবদিগন্তসেক্টর ৫, সল্টলেক, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
১৩আই টি সেন্টারসেক্টর ৫, সল্টলেক, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
১৪নলবনসেক্টর ৪, সল্টলেক, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
১৫গৌর কিশোর ঘোষসেক্টর ৪, সল্টলেক, উত্তর ২৪ পরগনা
নির্মীয়মানউড়াল
১৬বেলেঘাটাবেলেঘাটা, কলকাতা
নির্মীয়মানউড়াল
১৭বরুণ সেনগুপ্তধাপা, কলকাতা
নির্মীয়মানউড়াল
১৮ঋত্বিক ঘটকপূর্ব তপসিয়া, কলকাতা
নির্মীয়মানউড়াল
১৯ভিআইপি বাজারভিআইপি বাজার, কলকাতা
নির্মীয়মানউড়াল
২০হেমন্ত মুখোপাধ্যায়রুবি, কলকাতা
৬ই মার্চ ২০২৪উড়াল
২১জ্যোতিরিন্দ্র নন্দীমুকুন্দপুর, কলকাতা
৬ই মার্চ ২০২৪উড়াল
২২কবি সুকান্তকালিকাপুর, কলকাতা
৬ই মার্চ ২০২৪উড়াল
২৩সত্যজিৎ রায়চক গড়িয়া, কলকাতা
৬ই মার্চ ২০২৪উড়াল
২৪কবি সুভাষনিউ গড়িয়া, কলকাতা
৬ই মার্চ ২০২৪উড়াল
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.