ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রোর লাইন ৬ বা অরেঞ্জ লাইনের একটি স্টেশন। স্টেশনটি কলকাতায় উত্তর পঞ্চান্নগ্রামে বিশ্ব বাংলা সরণির পূর্ব পার্শ্বের সার্ভিস সড়ক ও ফুটপাথের উপরে উত্তলিত ভাবে অবস্থিত।
কলকাতা মেট্রো স্টেশন | |||||||||||
অবস্থান | উত্তর পঞ্চান্নগ্রাম, কলকাতা ৭০০১০৫ | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৩১′৫৮″ উত্তর ৮৮°২৩′৪৫″ পূর্ব | ||||||||||
মালিকানাধীন | মেট্রো রেলওয়ে, কলকাতা | ||||||||||
লাইন | কমলা লাইন (লাইন ৬) | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ টি (পার্শ্ব প্ল্যাটফর্ম) | ||||||||||
রেলপথ | ২ টি | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | উত্তোলিত | ||||||||||
প্ল্যাটফর্মের স্তর | ২ | ||||||||||
পার্কিং | হ্যা | ||||||||||
সাইকেলের সুবিধা | না | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | নির্মাণাধীন | ||||||||||
ভাড়ার স্থান | কলকাতা মেট্রো | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ২০২৪ (প্রত্যাশিত ) | ||||||||||
বৈদ্যুতীকরণ | ৭৫০ ভোল্ট ডিসি | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
স্টেশনটি রেল বিকাশ নিগম লিমিটেডের তত্বাবধানে দ্বারা নির্মিত হচ্ছে। অনুমান করা হচ্ছে, যে স্টেশনটি ২০২৩ সালের শেষের দিকে চালু হবে। স্টেশনটির দুটি ট্র্যাক ও দুটি পার্শ্ব প্ল্যাটফর্ম রয়েছে।
এই স্টেশনটি উত্তর পঞ্চান্নগ্রামে বিশ্ব বাংলা সরণির পূর্ব পার্শ্বের সার্ভিস সড়ক ও ফুটপাথ জুড়ে অবস্থিত। স্টেশনের মূল উত্তোলিত কাঠামোটি বিশ্ব বাংলা সরণির গড়িয়াগামী লেনের পার্শ্বস্থিত সার্ভিস সড়ক ও ফুটপাথ বরাবর উত্তোলিতভাবে অবস্থিত। এটি ভৌগোলিকভাবে ২২.৫৩২৮৬০৫° উত্তর অক্ষাংশ ও ৮৮.৩৯৫৭৬৪৭° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। স্টেশনটির পূর্ববর্তী স্টেশন হল ০.৯০ কিলোমিটার দূরে অবস্থিত ভিআইপি বাজার মেট্রো স্টেশন এবং পরবর্তী স্টেশন হল ১.৩০ কিলোমিটার দূরে অবস্থিত বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন।
ভূমি | রাস্তার স্তর | প্রস্থান / প্রবেশ |
১ম উত্তোলিত স্তর | মধ্যবর্তী | টিকিট সংগ্রহ কেন্দ্র, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, প্ল্যাটফর্ম দুটির মধ্যে সংযোগ |
২য় উত্তোলিত স্তর | পার্শ্ব প্ল্যাটফর্ম নং ২, দরজা বাম খুলবে | |
দক্ষিণদিকগামী | দিকে →ভিআইপি বাজার→ → | |
উত্তরদিকগামী | →দিকে ← বরুণ সেনগুপ্ত সেন্টার← ← | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং ১, দরজা বাম খুলবে | ||
২য় উত্তোলিত স্তর | ||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.