পারি সাঁ-জেরমাঁ ফুটবল ক্লাব[টীকা 1] (ফরাসি: Paris Saint-Germain FC; ফরাসি উচ্চারণ: [paʁi sɛ̃ ʒɛʁmɛ̃]) ইউরোপের ফ্রান্সের রাজধানী প্যারিস নগরীতে অবস্থিত একটি পেশাদার ফুটবল ক্লাব। এটি সংক্ষেপে প্যারিস এসজি (Paris SG), প্যারিস (Paris) বা পিএসজি (PSG) নামেও পরিচিত। এছাড়া বাংলা ভাষায় পারি সাঁ-জেরমাঁ ইত্যাদি বিকল্প বানানের প্রতিবর্ণীকরণগুলিও প্রচলিত। ক্লাবটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা হয়। ঐতিহ্যগতভাবে ক্লাবের খেলোয়াড়েরা লাল-নীল পোশাক পরে থাকে। ১৯৭৪ সাল থেকে ক্লাবটি প্যারিসের ১৬তম আরোঁদিসমঁ বা প্রশাসনিক এলাকাতে প্রায় ৪৮ হাজার আসনক্ষমতাবিশিষ্ট পার্ক দে প্রাঁস মাঠে আয়োজক দল হিসেবে খেলে থাকে।[1][2] এই ক্লাব দলটি ফরাসি ক্লাব প্রতিযোগিতা ব্যবস্থার সর্বোচ্চ স্তরে খেলে থাকে, যার নাম লিগ ১[3]

দ্রুত তথ্য পূর্ণ নাম, ডাকনাম ...
পারি সাঁ-জেরমাঁ
Thumb
পূর্ণ নামপারি সাঁ-জেরমাঁ ফুটবল ক্লাব
ডাকনামলেস প্যারিসিয়েন্স (প্যারিসীয়রা) লে রুজ-এ-ব্লো (লাল-নীলেরা)
সংক্ষিপ্ত নামপিএসজি, প্যারিস এসজি, প্যারিস
প্রতিষ্ঠিত১২ আগস্ট ১৯৭০; ৫৪ বছর আগে (1970-08-12)
মাঠপার্ক দে প্রাঁস, প্যারিস
ধারণক্ষমতা৪৭,৯২৯
মালিককাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস
সভাপতিকাতার নাসের আল-খেলাইফি
প্রধান কোচস্পেন লুইস এনরিকে
লিগলিগ ১
২০২১–২২১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম
বন্ধ

সাম্প্রতিক বছরগুলিতে পারি সাঁ-জেরমাঁ ফ্রান্স ও ইউরপের ফুটবল অঙ্গনে একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তারা এ পর্যন্ত ৩৬টি সর্বোচ্চ-স্তরের শিরোপা বিজয় করেছে, যার ফলে তারা ফরাসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব দল হিসেবে স্বীকৃত।[3][4] পারি সাঁ-জেরমাঁ একমাত্র ফরাসি ক্লাব যারা কখনো ফ্রান্সের সর্বোচ্চ পেশাদার ক্লাব ফুটবল প্রতিযোগিতা লিগ ১ থেকে নিম্নতর লিগে অবনমিত হয়নি।[5] তারা ১৯৭৪ সাল থেকে এ পর্যন্ত টানা ৪৫টি মৌসুম ধরে ফরাসি ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর লিগ আঁ-তে অংশ নিয়েছে।[6] ইউরোপীয় পর্যায়ের প্রধানতম ক্লাব ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দুইটি ফরাসি ক্লাবের একটি হল পারি সাঁ-জেরমাঁ।[7] একইসাথে তারা ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব।[8]

ঘরোয়া আসরে প্যারিসের এই ক্লাবটি ৭ বার লিগ আঁ শিরোপা জয় করেছে।[4] এক্ষেত্রে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হল বন্দর শহর মার্সেই-ভিত্তিক ওলাঁপিক দ্য মার্সেই। এই দুই দলের খেলাগুলি ফ্রান্সে "ল্য ক্লাসিক" নামে পরিচিত।[9] ২০২০ সালে তারা প্রথমবারের মতো ইউরোপের সবচেয়ে মর্যাদাবাহী আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী খেলায় অংশগ্রহণ করে।

২০১১ সালে অরিক্স কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস ক্লাবটির মালিকানা কিনে নেয়।[10] এই মালিকানা বদলের কারণে পারি সাঁ-জেরমাঁ ফ্রান্সের সবচেয়ে ধনী ক্লাব এবং গোটা বিশ্বের সবচেয়ে ধনবান ক্লাবগুলির একটিতে পরিণত হয়।[11] বর্তমানে ক্লাবটির বার্ষিক আয় প্রায় ৪৯ কোটি ইউরো, যা বিশ্বের ৭ম সর্বোচ্চ।[12] ফোর্বস সাময়িকীর মতে এটি বিশ্বের ১১তম সর্বাধিক মূল্যবান ক্লাব, যার মূল্যমান প্রায় ৮৩ কোটি ইউরো।[13]

খেলোয়াড়

বর্তমান দল

৪ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

আরও তথ্য নং, অবস্থান ...
নং অবস্থান খেলোয়াড়
গো কোস্টা রিকা কেইলর নাভাস
মরক্কো আশরাফ হাকিমি
ফ্রান্স প্রেসনেল কিম্পেম্বে (সহ-অধিনায়ক)
স্পেন সের্হিও রামোস
ব্রাজিল মার্কিনিয়োস (অধিনায়ক)
ইতালি মার্কো ভেরাত্তি
ফ্রান্স কিলিয়ান এম্বাপে
আর্জেন্টিনা লেয়ান্দ্রো পারেদেস
আর্জেন্টিনা মাউরো ইকার্দি
১০ ব্রাজিল নেইমার
১২ ব্রাজিল রাফিনহা
১৪ স্পেন হুয়ান বের্নাত
১৫ পর্তুগাল দানিলো পেরেইরা
১৬ গো কোস্টা রিকা সের্হিও রিকো
১৭ পর্তুগাল ভিতিনহা
১৮ নেদারল্যান্ডস জর্জিনিয়ো ওয়াইনালডাম
নং অবস্থান খেলোয়াড়
১৯ স্পেন পাবলো সারাবিয়া
২০ ফ্রান্স লেইভিন কুরজাওয়া
২১ স্পেন অ্যান্ডার হেরেরা
২২ ফ্রান্স আব্দু দিয়ালো
২৩ জার্মানি জুলিয়ান ড্রাক্সলার
২৪ জার্মানি থিলো কেহরার
২৫ পর্তুগাল নুনো মেনডেস
২৬ ফ্রান্স নর্ডি মুকিয়েলে
২৭ সেনেগাল ইদ্রিসা গানা গেয়ে
২৮ ফ্রান্স এরিক জুনিয়র দিনা এবিম্বে
২৯ গো ফ্রান্স আরনাউ কালিমুয়েন্দো
৩০ আর্জেন্টিনা লিওনেল মেসি
৪৪ ফ্রান্স হুগো একিতিকে (রেইম্স হতে ধারে)
৯০ গো ফ্রান্স আলেক্সান্দ্রে লেতেলিয়ে
৯৯ গো ইতালি জিয়ানলুইজি ডোনারুমা
পর্তুগাল রেনাতো সানচেস
বন্ধ

ধারে অন্য দলে

২৬ জুলাই ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

আরও তথ্য নং, অবস্থান ...
নং অবস্থান খেলোয়াড়
ফ্রান্স কলিন দাগবা (স্ট্রাসবুর্গে ধারে ৩০ জুন ২০২২ পর্যন্ত)
নং অবস্থান খেলোয়াড়
বন্ধ

চুক্তিবদ্ধ অন্যান্য খেলোয়াড়

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

আরও তথ্য নং, অবস্থান ...
নং অবস্থান খেলোয়াড়
- গো ফ্রান্স ইয়ানিস সাইদানি
- বেলজিয়াম রিচার্ড মাকুতুঙ্গু
- ঘানা আইজ্যাক হেমান্স
- ফ্রান্স মাসিনিসা উফেলা
নং অবস্থান খেলোয়াড়
- ফ্রান্স হুসেইন তুয়াতি
- ফ্রান্স ম্যাক্সেন কাপো
- স্পেন হেসে
- ক্যামেরুন আলেক্সান্দ্রে ফ্রেসাঙ্গে
বন্ধ

টীকা

  1. এই ফরাসি নামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.