Remove ads
জার্মানি ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
জুলিয়ান ড্রাক্সলার (ইংরেজি: Julian Draxler; জন্ম: ২০ সেপ্টেম্বর ১৯৯৩) হলেন একজন জার্মান ফুটবলার; যিনি বর্তমানে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে লিগ ১ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এবং জার্মানি জাতীয় ফুটবল দল এর হয়ে খেলছেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জুলিয়ান ড্রাক্সলার[১] | ||||||||||||||||||||||
জন্ম | ২০ সেপ্টেম্বর ১৯৯৩ | ||||||||||||||||||||||
জন্ম স্থান | গ্লাডবেক, জার্মানি | ||||||||||||||||||||||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||||||||||||||||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||||||||
বর্তমান দল | প্যারিস সেন্ট জার্মেই | ||||||||||||||||||||||
জার্সি নম্বর | ১০ | ||||||||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||||||||
১৯৯৮–২০০০ | বিভি রেন্টফোর্ট | ||||||||||||||||||||||
২০০০–২০০১ | এসএসভি ব্যুয়ের ০৭/২৮ | ||||||||||||||||||||||
২০০১–২০১১ | স্কল ০৪ | ||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||||||||
২০১১–২০১৫ | স্কল ০৪ | ১১৯ | (১৮) | ||||||||||||||||||||
২০১৭– | প্যারিস সেন্ট জার্মেই | ১৩১ | (১৭) | ||||||||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||||||||
২০১০–২০১১ | জার্মানি অনূর্ধ্ব-১৮ | ৮ | (১) | ||||||||||||||||||||
২০১১ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ২ | (১) | ||||||||||||||||||||
২০১১ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ১ | (১) | ||||||||||||||||||||
২০১২– | জার্মানি | ৫৮ | (৭) | ||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২২:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৪ সালের জানুয়ারিতে, তাকে ইউরোপের দশজন প্রতিশ্রুতিময় তরুণ খেলোয়াড়দের একজন হিসাবে দ্য গার্ডিয়ান পত্রিকা কর্তৃক ঘোষণা করা হয়।[২]
ড্রাক্সলার ২০১১ সালের গেসামশুল বার্জার ফেল্ড পরিবর্তন করার আগে গ্লাডবেকের হাইজেনবের্গ-গ্যামনাসিউমে যোগ দিয়েছিলেন।[৩]
# | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ২ জুন ২০১৩ | আরএফকে মেমোরিয়াল স্টেডিয়ামে, ওয়াশিংটন, ডি.সি., মার্কিন যুক্তরাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩–৪ | ৩–৪ | বন্ধুত্বপূর্ণ ম্যাচ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.