Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
স্তাদ দে রেঁস (ফরাসি উচ্চারণ: [stɑd də ʁɛ̃s]; সাধারণত স্তাদ রেঁস বা শুধুমাত্র রেঁস নামে পরিচিত) হচ্ছে গ্রঁদ-এস্তের রেঁস ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯১০ সালে সোসিয়েতে স্পোর্তিভ দু পার্ক পোমেরি নামে প্রতিষ্ঠিত হয়েছে। স্তাদ দে রেঁস তাদের সকল হোম ম্যাচ রেঁসের স্তাদ অগস্ত-দলুয়ানে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২১,০২৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দাভিদ গিওঁ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জন-পিয়ের কাইলত। মরক্কী রক্ষণভাগের খেলোয়াড় ইউনিস আব্দেলহামিদ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | স্তাদ দে রেঁস | |||
---|---|---|---|---|
ডাকনাম | লে রজ এ ব্লঁস (লাল এবং সাদা) | |||
প্রতিষ্ঠিত | ১৯৩১ | |||
মাঠ | স্তাদ অগস্ত-দলুয়ান | |||
ধারণক্ষমতা | ২১,০২৯[1] | |||
সভাপতি | জন-পিয়ের কাইলত | |||
প্রধান কোচ | দাভিদ গিওঁ | |||
লিগ | লীগ ১ | |||
২০১৯–২০ | ৬ষ্ঠ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
রেঁস ফরাসি ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাব, যারা ৬টি লীগ ১ শিরোপা, ২টি কুপ দে ফ্রান্স শিরোপা এবং ৫টি ট্রফি দে চ্যাম্পিয়নস শিরোপা জয়লাভ করেছে। এই ক্লাবটি ইউরোপীয় স্তরেরও দুর্দান্ত সাফল্য অর্জন করেছে; যার মধ্যে ১৯৫৭ এবং সালে ইউরোপীয় কাপের রানার-আপ হয়েছিল।[2] এছাড়াও রেঁস ১৯৫৩ লাতিন কাপ এবং ১৯৭৭ সালে কোপা দেলে আলপি শিরোপা জয়লাভ করেছে। ১৯৮০-এর দশক থেকে, রেঁস তাদের সাফল্যের সর্বোচ্চ স্থান ফিরে পেতে লড়াই করেছিল। এই ক্লাবটি ১৯৭৮–৭৯ মৌসুমে শীর্ষ স্তর থেকে অবনমন হওয়ার পর, ত্রিশ বছরেরও বেশি সময় ধরে লীগ ২ এবং চাম্পিওনাত ন্যাশনালে প্রতিযোগিতা করেছিল। অতঃপর, রেঁস ২০১২ সালে লীগ ১-এ উন্নীত হওয়ার পর পুনরায় ২০১৬ সালে অবনমন হয়েছিল।
ধরন | প্রতিযোগিতা | শিরোপা | মৌসুম |
---|---|---|---|
ঘরোয়া | লীগ ১ | ৬ | ১৯৪৮–৪৯, ১৯৫২–৫৩, ১৯৫৪–৫৫, ১৯৫৭–৫৮, ১৯৫৯–৬০, ১৯৬১–৬২ |
ট্রফি দে চ্যাম্পিয়নস | ৫ | ১৯৪৯, ১৯৫৫, ১৯৫৮, ১৯৬০, ১৯৬৬ | |
লীগ ২ | ২ | ১৯৬৫–৬৬, ২০১৭–১৮ | |
সিএফএ ২ | ১৯৯৮, ২০১৫–১৬ | ||
কুপ দে ফ্রান্স | ১৯৪৯–৫০, ১৯৫৭–৫৮ | ||
চাম্পিওনাত ন্যাশনাল | ১ | ২০০৩–০৪ | |
ডিভিশন দ'অনেয়র নর-এস্ত | ১৯৯৪ | ||
কুপ দে লা লীগ | ১৯৯০–৯১ | ||
চাম্পিওনাত দে ফ্রান্স অ্যামেচার | ১৯৩৫ | ||
আন্তর্জাতিক | লাতিন কাপ | ১৯৫৩[3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.