থিলো কেরা
জার্মান ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
জার্মান ফুটবল খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
থিলো কেরা (জন্ম: ২১ সেপ্টেম্বর ১৯৯৬) হলেন একজন জার্মান ফুটবলার, যিনি পারি সাঁ-জেরমাঁ এবং জার্মানি ফুটবল দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১]
ব্যক্তিগত তথ্য | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | ২১ সেপ্টেম্বর ১৯৯৬ | ||||||||||
জন্ম স্থান | তিউবিঙ্গেন, জার্মানি | ||||||||||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||
বর্তমান দল | পারি সাঁ-জেরমাঁ | ||||||||||
জার্সি নম্বর | ৪ | ||||||||||
যুব পর্যায় | |||||||||||
২০০০–২০০৬ | টিএসজি তিউবিঙ্গেন | ||||||||||
২০০৬–২০১০ | এসএসভি রেউতলিঙ্গেন | ||||||||||
২০১০–২০১২ | ভিএফবি স্টুটগার্ট | ||||||||||
২০১২–২০১৫ | শালকে ০৪ | ||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||
২০১৫–২০১৬ | শালকে ০৪ ২ | ১৯ | (০) | ||||||||
২০১৬–২০১৮ | শালকে ০৪ | ৪৪ | (৪) | ||||||||
২০১৮– | পারি সাঁ-জেরমাঁ | ৭ | (০) | ||||||||
জাতীয় দল‡ | |||||||||||
২০১২ | জার্মানি অনূর্ধ্ব-১৫ | ১ | (১) | ||||||||
২০১২–২০১৩ | জার্মানি অনূর্ধ্ব-১৭ | ১২ | (০) | ||||||||
২০১৫ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ৫ | (১) | ||||||||
২০১৫–২০১৬ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ৬ | (১) | ||||||||
২০১৭– | জার্মানি অনূর্ধ্ব-২১ | ৯ | (০) | ||||||||
২০১৭– | জার্মানি | ২ | (০) | ||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭ অক্টোবর ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ অক্টোবর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
কেরা ফুটবল ক্লাব শালকে ০৪-এর হয়ে খেলার মাধ্যমে তার প্রতিভা প্রকাশের সুযোগ পান। তিনি ২০১৫ সালের ৬ই ফেব্রুয়ারি তারিখে, ভিএফএল উলফসবুর্গের বিরুদ্ধে বুন্দেসলিগায় অভিষেক করেন; উক্ত ম্যাচে তার দল ৩–০ গোলে নিজস্ব মাঠে জয়লাভ করে।[২] ২০১৭ সালের ১লা এপ্রিল তারিখে, বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে রেভিয়েরডার্বিতে কেরা তার প্রথম গোল পান; উক্ত ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।[৩]
২০১৮ সালের ৫ই মে তারিখে, তিনি শালকের হয়ে দুটি গোল করেন যার মাধ্যমে তার দল ২০১৭–১৮ মৌসুমে দ্বিতীয় অর্জন করতে সক্ষম হয় এবং ২০১৮–১৯ উয়েফা চ্যাম্পিয়নস লীগ নিশ্চিত করে।[৪]
২০১৮ সালের ১৬ই আগস্ট তারিখে, তিনি ৩৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে পারি সাঁ-জেরমাঁয় যোগদান করেছেন।[১]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.