হলদিয়া ইউনিয়ন, রাউজান
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
হলদিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
হলদিয়া | |
---|---|
ইউনিয়ন | |
১নং হলদিয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে হলদিয়া ইউনিয়ন, রাউজানের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°৫৪′৬″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | রাউজান উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান (এক নাগারে তৃতীয় ২০১১ থেকে বর্তমান অবধি রানিং চেয়ারম্যান | বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম (আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৪৭.১৪ বর্গকিমি (১৮.২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২০,৪৬৭ |
• জনঘনত্ব | ৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.০৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৪৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
হলদিয়া প্রাচীন মুসলিম বিজয় গাথাঁর একটি উল্লেখ যোগ্য ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাওয়া হাজারো স্মৃতি ও কীর্তির মধ্য অতীতের গৌরভ গাতার স্মারক হয়ে যে কটি প্রাচীন ইতিহাসের অংশ উজ্জল স্বাক্ষী হয়ে রয়েছে রাউজান থানার - হলদিয়া তেমনি একটি নাম। মুসলমানদের চট্রগ্রাম বিজয়ী ইতিহাসের এক গুরুত্বপুর্ণ ও অনন্যা স্মূতি বহনকারী নাম - হলদিয়া।
হলদিয়া ইউনিয়নের আয়তন ১১,৬৪৮ একর (৪৭.১৪ বর্গ কিলোমিটার)।[1] এটি রাউজান উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী হলদিয়া ইউনিয়নের জনসংখ্যা ২০,৪৬৭ জন। এর মধ্যে পুরুষ ১০,০২৪ জন এবং মহিলা ১০,৪৪৩ জন।[1]
চট্টগ্রামের আঞ্চলিক ভাষাই হলদিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মুখের ভাষা। তবে অঞ্চল ও ধর্মভেদে চট্টগ্রামের অন্যান্য অঞ্চলের মানুষের ভাষার সাথে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। হলদিয়া ইউনিয়নে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক গান, কবিগান, ভান্ডারী গান, মারফতী, পালা, কীর্তন, যাত্রা, নাটক, নৃত্যসহ সংস্কৃতির সকল শাখার উর্বর ক্ষেত্র হলদিয়া ইউনিয়ন।বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, সামাজিক উৎসব, ঈদ-পূজা-পার্বণ-মেলা বর্ণাঢ্যভাবে পালিত হয়।
রাউজান উপজেলার সর্ব-উত্তরে হলদিয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিযনের দূরত্ব প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ডাবুয়া ইউনিয়ন; পশ্চিমে নওয়াজিশপুর ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন, ধর্মপুর ইউনিয়ন ও খিরাম ইউনিয়ন; উত্তরে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন অবস্থিত।
হলদিয়া ইউনিয়ন রাউজান উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাউজান মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৩টি মৌজায় বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ক্রম নং | ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|---|
০১ | ১নং ওয়ার্ড | উত্তর সর্ত্তা |
০২ | ২নং ওয়ার্ড | উত্তর সর্ত্তা |
০৩ | ৩নং ওয়ার্ড | উত্তর সর্ত্তা |
০৪ | ৪নং ওয়ার্ড | হলদিয়া |
০৫ | ৫নং ওয়ার্ড | হলদিয়া |
০৬ | ৬নং ওয়ার্ড | গর্জনিয়া |
০৭ | ৭নং ওয়ার্ড | ইয়াছিন নগর |
০৮ | ৮নং ওয়ার্ড | ইয়াছিন নগর |
০৯ | ৯নং ওয়ার্ড | জানিপাথর |
হলদিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫২.০৬%।[1] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।[3]
হলদিয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাউজান-ফটিকছড়ি সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।
হলদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত খাল/ছড়াগুলো হল ভোমর ঢালা ছড়া, নারকেল্লা ছড়া, ফটিকছড়ি খাল, খরনাথ ছড়া এবং করইল্যা ছড়া।[9]
হলদিয়া ইউনিয়নের প্রধান ৫টি হাট/বাজার হল দরগাহ বাজার, বৈজ্জাহাট, আমিরহাট, ফকিরটিলা বাজার এবং জানিপাথর বাজার।[10]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মোহাম্মদ নজমুল হক | ১৯৭১-১৯৭২ |
০২ | মোহাম্মদ রফিকুল ইসলাম | ১৯৭২-১৯৭৩ |
০৩ | মোহাম্মদ সামশুল হুদা | ১৯৭৪-১৯৭৮ |
০৪ | এম আবদুল ওহাব | ১৯৭৮-১৯৮২ |
০৫ | আবদুল কাদের চৌধুরী | ১৯৮৩-১৯৮৮ |
০৬ | এম আবদুল ওহাব | ১৯৮৮-১৯৯২ |
০৭ | আহসানুল হক | ১৯৯৩-১৯৯৭ |
০৮ | আবদুল মোমেন চৌধুরী | ১৯৯৮-২০১১ |
০৯ | মোহাম্মদ শফিকুল ইসলাম | ২০১১-বর্তমান |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.