ফটিকছড়ি উপজেলা

চট্টগ্রাম জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ফটিকছড়ি উপজেলাmap

ফটিকছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি চট্টগ্রাম জেলার বৃহত্তম উপজেলা।

দ্রুত তথ্য ফটিকছড়ি, দেশ ...
ফটিকছড়ি
উপজেলা
Thumb
মানচিত্রে ফটিকছড়ি উপজেলা
স্থানাঙ্ক: ২২°৪১′৮″ উত্তর ৯১°৪৭′৩৬″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
প্রতিষ্ঠাকাল১৯১৮
জাতীয় নির্বাচনী এলাকা২৭৯ চট্টগ্রাম-২
আয়তন
  মোট৭৭৩.৫৪ বর্গকিমি (২৯৮.৬৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৫,২৬,০০৩
  জনঘনত্ব৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫১.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫০
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১৫ ৩৩
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
বন্ধ

ইতিহাস

১৬৬৬ খ্রিষ্টাব্দে দিল্লীর বাদশা আওরঙ্গজেবের শাসনকালে বাংলার শাসনকর্তা সুবেদার শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ আলী খাঁ আরাকান রাজাকে পরাজিত করে চট্টগ্রাম দখল করে এর নামকরণ করেন ইসলামাবাদ। শাসনকার্যের সুবিধার জন্য ও শান্তি শৃঙ্খলা রক্ষাকল্পে সমগ্র এলাকাকে ৭টি চাকলায় ভাগ করে এক একটি পরগণার এক একটি নামকরণ করেন। বাংলার বার ভুঁইয়াদের অন্যতম স্বাধীনতাকামী ঈসা খাঁ এ অঞ্চলে অবস্থানকালে বাইশপুর সমন্বয়ে ঐতিহাসিক ‘ইছাপুর পরগণা’ গঠন করেন। বঙ্গশার্দুল ঈসা খাঁর নামানুসারেই সাবেক ইছাপুর পরগণাই পরবর্তীতে বর্ধিত আকারে হয় বর্তমানের ফটিকছড়ি উপজেলা।[]

মুক্তিযুদ্ধের ঘটনাবলি

১৯৭১ সালের মার্চে এম আর সিদ্দিকী, মেজর জিয়াউর রহমান, জোনাল কমান্ডার মির্জা আবু মনসুর এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড়ে মুক্তিযুদ্ধ ক্যাম্প স্থাপন করেন। ট্রেনিং নেওয়ার জন্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা ভারতে যেত ফটিকছড়ি হয়ে এবং ট্রেনিং নিয়ে ফিরত একই পথে। এ কারণে ফটিকছড়িকে চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের প্রবেশদ্বার বলা হয়। এ উপজেলার নানুপুর গ্রামের আবু সোবহান স্কুলের মাঠে ছিল শরণার্থী শিবির। মুক্তিযুদ্ধে ফটিকছড়ির প্রায় ১৫০০ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।[] গণকবর: ৪টি, (লেলাং চা বাগান, মাইজভাণ্ডার দরবার শরীফ, বাগানবাজার, দাঁতমারা)[]

নামকরণ

ফটিক অর্থ স্বচ্ছ ও ছড়ি অর্থ পাহাড়িয়া নদী, ক্ষুদ্র স্রোতস্বতী, ঝর্ণা বা খাল। উপজেলার পশ্চিমাংশে ফটিকছড়ি খাল নামক একটি স্বচ্ছ ঝর্ণা আছে। নৈসর্গিক সৌন্দর্য্যে ভরা খালটি সীতাকুণ্ড পাহাড়ী রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে যোগিনী ঘাটা নামক স্থানে হালদা নদীর সাথে মিলিত হয়েছে। একসময় ফটিকছড়ি উপজেলার অবস্থান ছিল ভূজপুরের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত এই ফটিকছড়ি খালের তীরে। ফটিকছড়ি খাল হতেই এই থানার নামকরণ হয়।[]

আয়তন

ফটিকছড়ি উপজেলার মোট আয়তন ৭৭৩.৫৪ বর্গ কিলোমিটার (১,৯১,১৪৬ একর) এবং এটি আয়তনের দিক থেকে চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফটিকছড়ি উপজেলার মোট জনসংখ্যা ৫,২৬,০০৩ জন। এর মধ্যে পুরুষ ২,৫৯,৭৩০ জন এবং মহিলা ২,৬৬,২৭৩ জন। মোট পরিবার ১,০০,০০৯টি।[] এ উপজেলায় মোট জনসংখ্যার ৮৭% মুসলিম, ১০% হিন্দু এবং ৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।[]

অবস্থান ও আয়তন

চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ২২°৩৫´ থেকে ২২°৫৮´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৩৮´ থেকে ৯১°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে ফটিকছড়ি উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে হাটহাজারী উপজেলা, পূর্বে রাউজান উপজেলা, রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলাখাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা, মানিকছড়ি উপজেলারামগড় উপজেলা, পশ্চিমে মীরসরাই উপজেলাসীতাকুণ্ড উপজেলা[]

প্রশাসনিক এলাকা

১৯১৮ সালে ফটিকছড়ি থানার সৃষ্টি হয়।[] ১৯৮৩ সালে ফটিকছড়ি থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ২০০৭ সালের ২১ জুলাই বাংলাদেশ পুলিশের আই জি নূর মোহাম্মদ ফটিকছড়ি থানার মধ্যে নতুন ভূজপুর থানার উদ্বোধন করেন। ফটিকছড়ি উপজেলায় ২টি থানা, ২টি পৌরসভা, ১৮টি ইউনিয়ন, ১০২টি মৌজা এবং ১৯৯টি গ্রাম আছে।

ভূজপুর থানার আওতাধীন ৭ টি ইউনিয়ন।

ইউনিয়নসমূহ:

ফটিকছড়ি থানার আওতাধীন ২টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন।

পৌরসভাসমূহ:
ইউনিয়নসমূহ:

ভূ-প্রকৃতি

Thumb
ফটিকছড়ি খালের উপর সেতু, যে নদীর নামে ফটিকছড়ি উপজেলার নামকরণ হয়।

দুই পাহাড়ের মাঝে অবস্থিত ফটিকছড়ি ভূ-প্রাকৃতিক দিক দিয়ে নৈসর্গিক সৌন্দর্য্যে পরিপূর্ণ। পশ্চিম প্রান্তে সীতাকুণ্ড পাহাড়ী রেঞ্জ, যার বিস্তৃতি ভারতের ত্রিপুরা রাজ্য হতে শুরু হয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত। এই পাহাড়ের অপর পাড়ে সীতাকুণ্ড উপজেলা এবং মীরসরাই উপজেলা। পূর্ব প্রান্তে পার্বত্য চট্টগ্রামের পাহাড়। ফটিকছড়ির প্রধান নদী হালদা। হালদা নদী উপজেলার মধ্যভাগ চিরে উত্তর দিক হতে দক্ষিণে প্রবাহিত হয়েছে। অন্যান্য নদী এবং খালের মধ্যে রয়েছে সীতাকুণ্ড পাহাড়ী রেঞ্জ হতে উৎপন্ন হওয়া গজারিয়া, ফটিকছড়ি খাল, হারুয়ালছড়ি খাল। পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে উৎপন্ন মানিকছড়ি, ধুরুং খাল এবং সর্তা খাল।

শিক্ষা

Thumb
ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ফটিকছড়ি উপজেলার সাক্ষরতার হার ৫১.৪%।[] এ উপজেলায় ৫টি কলেজ, ২টি স্কুল এন্ড কলেজ, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি বালিকা বিদ্যালয়, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কামিল, আলিম এবং দাখিল সহ মোট ৪১টি মাদ্রাসা, ৩০০টি এবতেদায়ী ও কওমী মাদ্রাসা, ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৫টি কিন্ডারগার্টেন আছে।[]

অর্থনীতি

সারাংশ
প্রসঙ্গ

ফটিকছড়ির আয়ের প্রধানতম উৎস হচ্ছে দেশের বাইরের অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স। এছাড়াও চা চাষ এবং রাবার উৎপাদন এখানকার আয়ের অন্যতম উৎস। প্রধান কৃষি ফসল: ধান, আলু, মরিচ, বেগুন, চা এবং রাবার। প্রধান রপ্তানী দ্রব্যের মধ্যে আছে চা এবং রাবার। বাংলাদেশের ১৬৩টি চা বাগানের মধ্যে ১৭টি চা বাগানের অবস্থান ফটিকছড়ি উপজেলায়।[] ফটিকছড়িতে তিনটি রাবার বাগান আছে।[] এশিয়া মহাদেশের সবচেয়ে বিশাল আয়তনের বাগানটি (দাঁতমারা রাবার বাগান) রয়েছে এ ফটিকছড়িতে। যার আয়তন সাড়ে চার হাজার একর।[]

ব্যাংক

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। ফটিকছড়ি উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

আরও তথ্য ক্রম নং, ব্যাংকের ধরন ...
ক্রম নং ব্যাংকের ধরন ব্যাংকের নাম শাখা ব্যাংকিং পদ্ধতি ঠিকানা
০১ রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক আজাদী বাজার শাখা[] সাধারণ আজাদী বাজার, ধর্মপুর
০২ নাজিরহাট শাখা[] নাজিরহাট
০৩ সমিতিরহাট শাখা[১০] সমিতিরহাট
০৪ জনতা ব্যাংক ফটিকছড়ি শাখা[১১] বিবিরহাট, ফটিকছড়ি
০৫ রূপালী ব্যাংক নাজিরহাট শাখা[১২] ঝংকার মোড়, নাজিরহাট
০৬ সোনালী ব্যাংক কালু মুন্সির হাট শাখা[১৩] নানুপুর, ফটিকছড়ি
০৭ নাজিরহাট শাখা[১৪] নাজিরহাট, চট্টগ্রাম
০৮ ফটিকছড়ি শাখা[১৫] ফটিকছড়ি, চট্টগ্রাম
০৯ মোহাম্মদ তকির হাট শাখা[১৬] তকিরহাট, ফটিকছড়ি
১০ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি ব্যাংক ফটিকছড়ি শাখা[১৭] সাধারণ টি কে মার্কেট, বিবিরহাট (থানা গেইট), ফটিকছড়ি, চট্টগ্রাম
১১ কাজিরহাট উপশাখা[১৮] পূর্ব ভূজপুর, ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
১২ তেমুহনী বাজার উপশাখা[১৯] সোলায়মান কোম্পানি মার্কেট, কাঞ্চননগর, ফটিকছড়ি, চট্টগ্রাম
১৩ নাজিরহাট উপশাখা[২০] গুলশান প্লাজা, খাগড়াছড়ি রোড, ৮নং ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা, চট্টগ্রাম
১৪ বৈদ্যের হাট উপশাখা[২১] মাহবুব প্লাজা, বৈদ্যের হাট বাজার, ভূজপুর, চট্টগ্রাম
১৫ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আজাদী বাজার শাখা[২২] মুনতাসির ডি এম সিটি সেন্টার (১ম তলা), ৫নং ওয়ার্ড, ধর্মপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
১৬ নাজিরহাট শাখা[২৩] হোসাইন মার্কেট, নাজিরহাট, চট্টগ্রাম
১৭ ফটিকছড়ি শাখা[২৪] এম কে শপিং কমপ্লেক্স, কলেজ রোড, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম
১৮ ইস্টার্ন ব্যাংক নাজিরহাট শাখা[২৫] জারিয়া কমিউনিটি সেন্টার, দরবার গেইট, নাজিরহাট, চট্টগ্রাম
১৯ এনআরবি কমার্শিয়াল ব্যাংক নানুপুর উপশাখা[২৬] আল মদিনা সিটি সেন্টার, ৫নং ওয়ার্ড, গামারীতলা, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
২০ ফটিকছড়ি রেজিঃ উপশাখা[২৭] ফটিকছড়ি ভূমি রেজিস্ট্রেশন অফিস, ফটিকছড়ি, চট্টগ্রাম
২১ আল-আরাফাহ ইসলামী ব্যাংক আজাদী বাজার শাখা[২৮] ইসলামী শরিয়াহ্ ভিত্তিক মসজিদ মার্কেট (১ম ও ২য় তলা), আজাদী বাজার, ফটিকছড়ি, চট্টগ্রাম
২২ ইউনিয়ন ব্যাংক নানুপুর শাখা[২৯] মির্জা মার্কেট, নানুপুর কালু মুন্সিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম
২৩ ফটিকছড়ি শাখা[৩০] দেলোয়ার শপিং প্যালেস (১ম তলা), বাসা নং ৪০, কলেজ রোড, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম
২৪ ফকিরহাট উপশাখা[৩১] সিরাজুল হক ও মাহমুদুল হক মার্কেট (১ম তলা), ফকিরহাট, নাজিরহাট পৌরসভা, চট্টগ্রাম
২৫ ইসলামী ব্যাংক বাংলাদেশ ফটিকছড়ি শাখা[৩২] আমানত মার্কেট, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম
২৬ এক্সিম ব্যাংক নাজিরহাট শাখা[৩৩] জামেয়া শপিং কমপ্লেক্স (১ম তলা), নাজিরহাট, চট্টগ্রাম
২৭ গ্লোবাল ইসলামী ব্যাংক নারায়ণহাট শাখা[৩৪] চৌধুরী মার্কেট, নারায়ণহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম
২৮ হেঁয়াকো উপশাখা[৩৫] টি কে টাওয়ার, হেঁয়াকো, দাঁতমারা, ফটিকছড়ি, চট্টগ্রাম
২৯ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তকিরহাট শাখা[৩৬] আল মদিনা শপিং কমপ্লেক্স, তকিরহাট, জাফতনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম
৩০ নাজিরহাট শাখা[৩৭] আলহাজ্ব আবদুল মোতালেব প্লাজা, নাজিরহাট, চট্টগ্রাম
৩১ বিবিরহাট শাখা[৩৮] হক মার্কেট, বাসা নং ৯৭২, কলেজ রোড, ফটিকছড়ি, চট্টগ্রাম
৩২ আজাদী বাজার উপশাখা[৩৯] ইসলাম মার্কেট, ইউনিয়ন পরিষদ রোড, ধর্মপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
৩৩ মাইজভাণ্ডার দরবার উপশাখা[৪০] গুলজারে ইবরাহীম এম্পোরিয়াম, মাইজভাণ্ডার দরবার শরীফ, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
৩৪ যমুনা ব্যাংক আজাদী বাজার শাখা[৪১] নজির মার্কেট, আজাদী বাজার, ধর্মপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
৩৫ শাহ্‌জালাল ইসলামী ব্যাংক নাজিরহাট শাখা[৪২] বি এ সেন্টার (১ম তলা), নাজিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম
বন্ধ

যোগাযোগ ব্যবস্থা

সারাংশ
প্রসঙ্গ

ফটিকছড়িতে বিদ্যমান কাঁচা পাকা মিলিয়ে সর্বমোট সড়ক-দৈর্ঘ্য হচ্ছে ৮৮০ কিলোমিটার। তার মধ্যে পাকা রাস্তার দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার, আধা পাকা রাস্তা ১৩৩ কিলোমিটার এবং কাঁচা রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৭০৮ কিলোমিটার।[৪৩] ফটিকছড়ির উপর দিয়ে সড়ক ও জনপথ বিভাগের অধীনে দুটি আঞ্চলিক মহাসড়ক এবং তিনটি জেলা সড়ক গিয়েছে। আঞ্চলিক মহাসড়ক আর১৬০ (৯৮ কিমি দীর্ঘ) হাটহাজারী পৌরসভা হতে ফটিকছড়ি পৌরসভার উপর দিয়ে খাগড়াছড়ি গিয়ে পৌঁছেছে।[৪৪] আঞ্চলিক মহাসড়ক আর১৫১ (৪৮ কিমি দীর্ঘ) পেলাগাজীর দীঘির মোড় হতে কাজিরহাট, নারায়ণহাট এবং হেয়াকো হয়ে বারৈয়ারহাটে গিয়ে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাথে মিলিত হয়েছে।[৪৫] এছাড়াও জেলা সড়ক তিনটি হচ্ছে, Z1021 (২০ কিমি দীর্ঘ) নারায়ণহাট থেকে মীরসরাই, Z1619 (২৪ কিমি দীর্ঘ) ফটিকছড়ি পৌরসভা হতে রাউজান এবং Z1086 (২৩ কিমি দীর্ঘ) সীতাকুণ্ড হতে হাজারীখীল হয়ে পেলাগাজীর দীঘি পর্যন্ত।

একসময় নৌকা যোগে চট্টগ্রাম শহর হতে মালামাল আনা নেয়ার জন্য হালদা নদী নৌ-পথ হিসেবে ব্যবহৃত হতো। চাক্তাই থেকে মাল বোঝাই করে নৌকা আসতো নাজিরহাট, বিবিরহাট, কাজিরহাট এবং নারায়ণহাট পর্যন্ত। স্থল যোগাযোগ ব্যবস্থা সুলভ হওয়ায় এবং হালদার নাব্যতা কমে যাবার দরুণ নৌ-যোগাযোগ কমে এসেছে।

ফটিকছড়ি প্রায় বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের নেটওয়ার্কের আওতায় রয়েছে। উপজেলার বেশির ভাগ এলাকায় ইন্টারনেট ব্যবহার ও সুলভ।

দর্শনীয় স্থান

ফটিকছড়ি উপজেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর তালিকা:[]

  • মাইজভাণ্ডার দরবার শরীফ
  • ফটিকছড়ি উপজেলা শিশু পার্ক।
  • ভুজপুর জমিদার বাড়ি
  • মং রাজার দীঘি, পশ্চিম ভূজপুর
  • আহসান উল্লাহ খাঁ গোমস্তার মসজিদ, বখতপুর (আনুমানিক ৪০০ বছর পুরনো)
  • হারুয়ালছড়ি ফকিরপাড়া গায়েবী মসজিদ (অপরূপ সৌন্দর্য্যের লীলা)
  • হালদা রাবার ড্যাম, কাজিরহাট
  • হালদা ভ্যালি চা বাগান, নারায়ণহাট
  • উদালিয়া চা বাগান, সুয়াবিল
  • উকিল বাড়ি জামে মসজিদ, কাঞ্চন নগর
  • হাজারীখীল ইকো টুরিজ্যম পার্ক, হারুয়ালছড়ি
  • রোস্তম ফকির জামে মসজিদ, কাঞ্চন নগর
  • বারমাসিয়া চা বাগান, সুয়াবিল [৪৬]
  • বাগান বাজার নতুন রাস্তা (সেলপি রোড)
  • বন্দেরাজা শাহী গায়েবি জামে মসজিদ
  • চৌধুরী মহল-আবদুল বারি চৌধুরীর ঐতিহাসিক জমিদারবাড়ি (দৌলতপুর)
  • জুনির বাপের মসজিদ
  • মোকলেছুর রহমান জমিদার বাড়ি
  • বান্দের পাড়(সুন্দরপুর)
  • ধর্মপুর বড় ঈদগাহ,বট গাছ। (২০০ বছর পুরানো)

স্বাস্থ্য ও চিকিৎসা

  • ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (নাজিরহাট) [৪৭]
  • ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতাল (বিবিরহাট)।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সংসদীয় আসন

সংসদ সদস্যগণের তালিকা
আরও তথ্য ক্রম নং, নির্বাচন সন ...
ক্রম নংনির্বাচন সননির্বাচিত সংসদ সদস্যরাজনৈতিক দল
১ম১৯৭৩নুরুল আলম চৌধুরীবাংলাদেশ জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সংসদ সদস্য
২য়১৯৭৯জামাল উদ্দীন আহমদবাংলাদেশ জাতীয়তাবাদী দল
৩য়১৯৮৬নুরুল আলম চৌধুরীবাংলাদেশ আওয়ামী লীগ
৪র্থ১৯৮৮মাজহারুল হক শাহ্‌ চৌধুরীজাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
৫ম১৯৯১সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীবাংলাদেশ আওয়ামী লীগ
৬ষ্ঠ১৯৯৬ (ফেব্রুয়ারি)সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীবাংলাদেশ আওয়ামী লীগ
৭ম১৯৯৬ (জুন)রফিকুল আনোয়ারবাংলাদেশ আওয়ামী লীগ
৮ম২০০১রফিকুল আনোয়ারবাংলাদেশ আওয়ামী লীগ
৯ম২০০৮সালাউদ্দিন কাদের চৌধুরীবাংলাদেশ জাতীয়তাবাদী দল
১০ম২০১৪সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীবাংলাদেশ তরিকত ফেডারেশন
১১শ২০১৮সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীবাংলাদেশ আওয়ামী লীগ
১২শ২০২৪খাদিজাতুল আনোয়ারবাংলাদেশ আওয়ামী লীগ
বন্ধ

উপজেলা পরিষদ ও প্রশাসন

আরও তথ্য ক্রম নং, পদবী ...
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান [৪৮]
০২ ভাইস চেয়ারম্যান
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান [৪৯]
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী
বন্ধ
উপজেলা চেয়ারম্যানগণের তালিকা
আরও তথ্য ক্রম নং, উপজেলা চেয়ারম্যানের নাম ...
ক্রম নং উপজেলা চেয়ারম্যানের নাম সময়কাল
০১ শেখ আই এইচ কামরান চৌধুরী ১৯৮৫-১৯৯০
০২ আফতাব উদ্দীন চৌধুরী ২০০৯-২০১৩
০৩ এম তৌহিদুল আলম ২০১৪-২০১৯
০৪ এইচ এম আবু তৈয়ব ২০১৯-২০২৩
০৫ নাজিম উদ্দিন মুহুরী ২০২৪-২০২৪
বন্ধ

[৫০]

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.