শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

আব্দুল্লাহপুর ইউনিয়ন, ফটিকছড়ি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আব্দুল্লাহপুর ইউনিয়ন, ফটিকছড়িmap
Remove ads

আব্দুল্লাহপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

দ্রুত তথ্য আব্দুল্লাহপুর, ২০নং আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ ...
Remove ads
Thumb
মানচিত্র
Remove ads

আয়তন

আব্দুল্লাহপুর ইউনিয়নের আয়তন ৫২৯ একর (২.১৪ বর্গ কিলোমিটার)। এটি ফটিকছড়ি উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আব্দুল্লাহপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৫,৩১৭ জন। এর মধ্যে পুরুষ ২,৪৭১ জন এবং মহিলা ২,৮৪৬ জন। মোট পরিবার ১,০৫৫টি।[]

অবস্থান ও সীমানা

ফটিকছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে আব্দুল্লাহপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ধর্মপুর ইউনিয়ন, পূর্বে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়ন এবং দক্ষিণে ও পশ্চিমে রাউজান উপজেলার নওয়াজিশপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

আব্দুল্লাহপুর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ২০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি আবদুল্লাহপুর নামে ১টি মৌজা নিয়েই গঠিত।[]

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আব্দুল্লাহপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৪.২%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়[]
  • আব্দুল্লাহপুর মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ আব্দুল্লাহপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

আব্দুল্লাহপুর ইউনিয়নের প্রধান সড়ক ফটিকছড়ি-গহিরা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

হাট-বাজার

আব্দুল্লাহপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মগের হাট।[]

দর্শনীয় স্থান

  • আব্দুল্লাহপুর ঈদগাহ জামে মসজিদ

লাল মুহাম্মদ চৌধুরী জামে মসজিদ

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: অহিদুল আলম[]

আরও দেখুন

তথ্যসূত্র

Loading content...

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads