সুজাতা (জন্ম: ১০ আগষ্ট ১৯৪৭ তন্দ্রা মজুমদার)[1] একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[2] তিনি চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালকও। সুজাতা ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত, কারণ তার অভিনীত প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে মধ্যে পঞ্চাশটিরও বেশি ফোক ঘরানার চলচ্চিত্র।[3] তিনি ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।[4] শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।[5]
জীবনী
মজুমদার কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা গিরিজানাথ মজুমদার ও মাতা বীণা পানি মুজমদার। অভিনেতা আজিমের সাথে ১৯৬৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[6]
কর্মজীবন
মজুমদার কর্মজীবনের শুরুতে মঞ্চ নাটকে অভিনয় করতেন। পরবর্তীকালে ওবায়দুল হকের দুই দিগন্ত চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। মূল অভিনেত্রী হিসেবে প্রথম কাজী খালেক পরিচালিত মেঘ ভাঙা রোদ চলচ্চিত্রে অভিনয় করেন, তবে রূপবান চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার পরিচিতি লাভ করেন।[7] ১৯৭৮ সালের পর প্রায় একযুগ অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করছেন।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৬৩ | ধারাপাত | সালাহ্উদ্দিন | ||
১৯৬৪ | মেঘ ভাঙ্গা রোদ | কাজী খালেক | ||
১৯৬৫ | রূপবান | রূপবান | সালাহ্উদ্দিন | |
১৯৬৬ | রহিম বাদশাহ ও রূপবান | রূপবান | সফদার আলী ভূঁইয়া | |
রাজা সন্ন্যাসী | খান আতাউর রহমান | |||
১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন | ফাল্গুনী | বশীর হোসেন | ||
ডাক বাবু | মুস্তাফিজ | |||
জরিনা সুন্দরী | জরিনা | ইবনে মিজান | ||
১৯৬৭ | অপরাজেয় | এম এ হামিদ | ||
আয়না ও অবশিষ্ট | সুভাষ দত্ত | |||
আগুন নিয়ে খেলা | আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু | |||
কাঞ্চনমালা | সফদার আলী ভূঁইয়া | |||
সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল | আজিজুর রহমান | |||
আলিবাবা | নজরুল ইসলাম | |||
১৯৬৮ | মধুমালা | মধুমালা | আজিজুর রহমান | |
রাখাল বন্ধু | পরীবানু | ইবনে মিজান | ||
চেনা অচেনা | ই আর খান | |||
এতটুকু আশা | হেনা | নারায়ণ ঘোষ মিতা | ||
শহীদ তিতুমীর | ইবনে মিজান | |||
রূপবানের রূপকথা | ই আর খান | |||
মোমের আলো | সুলতানা | মুস্তফা মেহমুদ | ||
১৯৬৯ | গাজী কালু চম্পাবতী | মোহাম্মদ মহীউদ্দিন | ||
পাতালপুরীর রাজকন্যা | ইবনে মিজান | |||
বেদের মেয়ে | নুরুল হক বাচ্চু | |||
অবাঞ্ছিত | রোকেয়া | কামাল আহমেদ | ||
মায়ার সংসার | মিনু | মুস্তফা মেহমুদ | ||
স্বর্ণ কমল | স্বর্ণ কমল | নজরুল ইসলাম | ||
নাগিনীর প্রেম | ইবনে মিজান | |||
১৯৭০ | সূর্য্য ওঠার আগে | নজমুল হুদা মিন্টু | ||
তানসেন | রফিকুল বারী চৌধুরী | |||
আদর্শ ছাপাখানা | মুস্তফা মেহমুদ | |||
আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী | ইবনে মিজান | |||
বড় বউ | নুরুল হক বাচ্চু | |||
১৯৭২ | অবুঝ মন | কাজী জহির | ||
অশ্রু দিয়ে লেখা | মৌসুমী/সুলতানা | কামাল আহমেদ | ||
পলাশের রং | আকবর কবীর পিন্টু | |||
লালন ফকির | সৈয়দ হাসান ইমাম | |||
১৯৭৩ | এখানে আকাশ নীল | হাসমত | ||
মন নিয়ে খেলা | মন্টু পরদেশী | |||
১৯৭৪ | আলোর মিছিল | দিনা | নারায়ণ ঘোষ মিতা | |
ঈশা খাঁ | মোহাম্মদ মহীউদ্দিন | |||
টাকার খেলা | আজিম | |||
বেঈমান | রুহুল আমিন | |||
১৯৭৫ | আপনজন | রহিম নওয়াজ | ||
অনেক প্রেম অনেক জ্বালা | নজমুল হুদা মিন্টু | |||
১৯৮০ | ছুটির ঘণ্টা | খোকনের মা | আজিজুর রহমান | |
২০০৫ | সুভা | রাসমনি | চাষী নজরুল ইসলাম | |
২০০৬ | মাথা নষ্ট | সাফি-ইকবাল | ||
২০১০ | বাপ বড় না শ্বশুর বড় | শাহাদাৎ হোসেন লিটন | ||
২০১৩ | প্রেমিক নাম্বার ওয়ান | রকিবুল আলম রকিব | ||
২০১৪ | হিটম্যান | ওয়াজেদ আলী সুমন | ||
২০১৫ | আয়না সুন্দরী | মকবুল হোসেন | ||
২০১৬ | অস্তিত্ব | পরীর দাদী | অনন্য মামুন |
বই
- শিমুলির ৭১ (২০১৯)
- সুজাতার আত্মজীবনী (২০২০)[8]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.