Loading AI tools
লোককাহিনী নির্ভর ১৯৬৫ সালের বাংলাদেশী চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রূপবান ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন সালাউদ্দিন।[1] এতে নাম ভূমিকায় অভিনয় করেন সুজাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন, সুভাষ দত্ত।[2]
পরিচালক | সালাউদ্দিন |
---|---|
প্রযোজক | সালাউদ্দিন |
রচয়িতা | সালাউদ্দিন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক | আবদুস সামাদ |
সম্পাদক | বশীর হোসেন |
পরিবেশক | পপুলার ফিল্মস এন্ড থিয়েটার্স |
মুক্তি | ৫ নভেম্বর, ১৯৬৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | ৳১.৫ লাখ |
রূপবান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গানের কথা লিখেছেন মাসুদ করিম। এছাড়া ছবিতে "রূপবানের পালা" থেকে প্রচলিত গান ব্যবহৃত হয়।[5] গানে কণ্ঠ দেন আবদুল আলীম, নীনা হামিদ, ইসমত আরা, কুসুম হক, নজমুল হোসেন (শেলী)।
নং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "ঢেউ উঠছে সাগরে" | মাসুদ করিম | আবদুল আলীম | ৩:২০ |
২. | "ধাইমা ধাইমা গো" | সংগৃহীত | নীনা হামিদ | ০:৩০ |
৩. | "বাড়িরও দক্ষিণপাশে" | সংগৃহীত | নীনা হামিদ ও কুসুম হক | ০:৩০ |
৪. | "শোনেন দাদু" | সংগৃহীত | নীনা হামিদ ও কুসুম হক | ১:৫৬ |
৫. | "মেরো না জল্লাদ" | সংগৃহীত | নীনা হামিদ | ০:১৮ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.