Remove ads
চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্র্যনাট্যকার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নারায়ণ ঘোষ মিতা ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। এছাড়াও তিনি প্রযোজনা করেছেন, চিত্রনাট্য লিখেছেন ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে পুরস্কার অর্জন করেন।[২]
নারায়ণ ঘোষ মিতা | |
---|---|
জন্ম | নারায়ণ ঘোষ মিতা ২২ ডিসেম্বর[১] |
জাতীয়তা | পাকিস্তানি বাংলাদেশি |
অন্যান্য নাম | মিতা |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্র্যনাট্যকার |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
মিতা ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করে। ১৯৬৮ সালে পারিবারিক টানাপোড়নকে কেন্দ্র করে নির্মাণ করেন এতটুকু আশা চলচ্চিত্রটি। পরের বছর নির্মাণ করেন নীল আকাশের নিচে, যেখানে পারিবারিক বন্ধনকে প্রাধান্য দেওয়া হয়েছে।[৩][৪] তার নির্মিত আলোর মিছিল (১৯৭৪) চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলা ও অনিয়ম তুলে ধরেন।[৫] ১৯৭৫ সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে তিনি লাঠিয়াল চলচ্চিত্রের জন্য প্রথম শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৬] এছাড়া তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে অলংকার,[৭] হারানো সুর,[৮] সুখের সংসার উল্লেখযোগ্য।
বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | প্রযোজক | লেখক | টীকা |
---|---|---|---|---|---|
১৯৬৭ | চাওয়া পাওয়া | হ্যাঁ | না | না | |
১৯৬৮ | এতটুকু আশা | হ্যাঁ | না | হ্যাঁ | |
১৯৬৯ | নীল আকাশের নিচে | হ্যাঁ | না | না | |
১৯৭০ | দীপ নেভে নাই | হ্যাঁ | না | না | |
১৯৭০ | ক খ গ ঘ ঙ | হ্যাঁ | না | না | |
১৯৭২ | এরাও মানুষ | হ্যাঁ | না | না | |
১৯৭৪ | আলোর মিছিল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | সেরা দশ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের একটি[৯] |
১৯৭৫ | লাঠিয়াল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র (প্রযোজক) বিজয়ী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক[৬] |
১৯৭৮ | অলংকার | হ্যাঁ | না | না | |
মান অভিমান | হ্যাঁ | না | না | ||
১৯৮৭ | হারানো সুর | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | |
১৯৮৯ | সুখের সংসার | হ্যাঁ | না | না |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.