Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
রুশ সশস্ত্র বাহিনী (রুশ: Вооружённые си́лы Росси́йской Федера́ции, উচ্চারণ: Vooruzhonnije síly Rossíyskoj Federátsii) রাশিয়ার সামরিক বাহিনী, যা সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর ১৯৯২ সালে গঠিত হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
রুশ সশস্ত্র বাহিনী Вооружённые си́лы Росси́йской Федера́ции | |
---|---|
রুশ সশস্ত্র বাহিনীর ব্যানার | |
প্রতিষ্ঠাকাল | ৭মে ১৯৯২ |
সার্ভিস শাখা | রুশ স্থল বাহিনী রুশ বিমান বাহিনী রুশ নৌবাহিনী Strategic Missile Troops Russian Airborne Troops |
নেতৃত্ব | |
Supreme Commander-in-Chief | রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন |
প্রতিরক্ষা মন্ত্রী | সেনাবাহিনী প্রধান সার্জে সইঁগু |
Chief of the General Staff | General of the Army Valery Gerasimov |
লোকবল | |
সেনাবাহিনীর বয়স | ১৮~২৭ |
বাধ্যতামূলকভাবে সৈন্যদলে নিয়োগ | ১২ মাস[1] |
সক্রিয় কর্মিবৃন্দ | ১০০০০০০(২০১৬)[1] (ranked ৫ম) |
সংরক্ষিত কর্মিবৃন্দ | ২০০০০০০[2] |
ব্যয় | |
বাজেট | $৬৫.৬ বিলিয়ন (২০১৫)[3] ৪র্থ |
শতকরা জিডিপি | ৫.৪% (FY2015)[4] |
উদ্যোগ | |
স্থানীয় সরবরাহকারী | তালিকা
|
বার্ষিক রফতানি | তালিকা
|
সম্পর্কিত নিবন্ধ | |
ইতিহাস | Military history of Russia History of Russian military ranks Military ranks of the Soviet Union |
মর্যাদাক্রম | Air Force ranks and insignia Army ranks and insignia Navy ranks and insignia |
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তৎকালীন রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন ১৯৯২ সালে ৭ মে সোভিয়েত আর্ম ফোর্সের সদস্য ও সরঞ্জাম নিয়ে প্রতিষ্ঠা করেন রাশিয়ান সামরিক বাহিনী। আঞ্চলিক দ্বন্দ্ব, উভয় বিশ্বযুদ্ধ এবং শীতল যুদ্ধের সঙ্গে জড়িত ছিল এই সামরিক বাহিনী। সোভিয়েত ইউনিয়ন পতনের আগে এটি ছিল বিশ্বের অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী। যা সেই সময় সৈন্য এবং পারমাণবিক অস্ত্র সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ছিল।
রাশিয়ার সামরিক বাজেট ৬৫.৬ বিলিয়ন মার্কিন ডলার(২০১৫)।যা মোট জিডিপির ৫.৪%।
স্থল বাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, স্ট্র্যাজিক রকেট ফোর্স, বিশেষ বাহিনী এবং এয়ারবোম ট্রুপস নিয়ে রাশিয়া ফেডারেশনের সামরিক বাহিনী গঠিত। নিয়মিত সেনা সদস্য ১০,০০,০০০, রিজার্ভ আর্মি ২০,০০,০০০ এবং আধা-সামরিক বাহিনীতে রয়েছে ৪,৪৯,০০০ জন সদস্য। রাশিয়ার রয়েছে ২২,৭১০টি সাঁজোয়াা ট্যাংক, একটি বিমানবাহী রণতরী, ১৫টি উভচর যুদ্ধজাহাজ, পাঁচটি ক্রুজার, ১৪টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, পাঁচটি ফ্রিগেট, ৭০টি করভিট যুদ্ধজাহাজ, ৩৩টি নিউক্লিয়ার সাবমেরিন, ১৭টি সাবমেরিন, ১,২৬৪টি যুদ্ধবিমান, ১৯৫টি বোমারু বিমান, ১,২৬৭টি জঙ্গিবিমান, ১,৬৫৫টি সাঁজোয়া হেলিকপ্টার এবং ১২ হাজার পরমাণু অস্ত্র। রাশিয়া বিশ্বের অনেক দেশে অস্ত্র রপ্তানি করে থাকে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় অটোমেটিক রাইফেল একে-৪৭-এর নির্মাতা ও ডিজাইনার রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল মিখাইল কালাশনিকভ। এ পর্যন্ত প্রায় ১০ কোটিরও অধিক এই অস্ত্র বিক্রি হয়েছে এবং বিশ্বের প্রায় ৫০টিরও বেশি দেশের সামরিক বাহিনীতে এটি ব্যবহৃত হচ্ছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.