Loading AI tools
ভারতীয় অভিনেতা, মডেল ও প্রযোজক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যশ দাশগুপ্ত (জন্ম: ১০ অক্টোবর ১৯৮৫[1]) একজন ভারতীয় অভিনেতা, টেলিভিশন ব্যক্তিত্ব, প্রযোজক, রাজনীতিবিদ। তিনি প্রধানত বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকে কাজ করেন। তিনি টেলিভিশনে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০৭ সালের পাগল প্রেমী দিয়ে বাংলা ও ২০২৩ সালে ইয়ারিয়ান ২ এর মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন । বোঝেনা সে বোঝেনা (২০১৩-১৬) ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পায়। ২০২৪ সালে তিনি সেন্টিমেন্টাল চলচ্চিত্রে মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন।[2] ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে তিনি ক্যালকাটা টাইমসের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরুষদের তালিকায় তালিকাভুক্ত হন।[3][4]
যশ দাশগুপ্ত | |
---|---|
জন্ম | দেবাশীষ দাশগুপ্ত ১০ অক্টোবর ১৯৮৫ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা, মডেল, রাজনীতিবিদ |
কর্মজীবন | ২০০৫ - বর্তমান |
প্রতিষ্ঠান | ওয়াইডি ফিল্মস |
উল্লেখযোগ্য কর্ম | বোঝেনা সে বোঝেনা গ্যাংস্টার |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
দাম্পত্য সঙ্গী | শ্বেতা সিং (বি. ২০১০–২০১৩) নুসরাত জাহান (বি. ২০২০) |
সন্তান | রায়ানশ দাশগুপ্ত, ইশান জে দাশগুপ্ত |
যশ দাশগুপ্ত মুম্বাইয়ে স্থানান্তরিত হয়ে অভিনয়ের পেশাজীবন তৈরি করার জন্য নাট্য স্কুলে যোগদান করেন এবং ২০০৯ সালে টেলিভিশন শিল্পের অভিনেতা হিসেবে তিনি প্রথম অভিষেক ঘটান। যশ দাশগুপ্ত রোশন তানেজা ভারপ্রাপ্ত স্কুলে একটি অভিনয় কর্মশালায় অংশ নিয়েছিল এবং সেখানে কয়েকটি হিন্দি ধারাবাহিকে কাজ করে। তিনি ২০০৯ - ২০১২ পর্যন্ত হিন্দি ধারাবাহিকে কাজ করার পর তিনি ২০১৩ - ২০১৬ পর্যন্ত একটি বাংলা ধারাবাহিকে এ কাজ করেন। ধারাবাহিক গুলোর নাম হলো: ২০০৯ সালে কই আনে কো হাই, বন্দিনি, বাসেরা। ২০১০ সালে না আনা ইস দেস লাদো। ২০১২ সালে মাহিমা শানি দেভ কি, আদালত। ২০১৩ সালের বাংলা ধারাবাহিক টির নাম হলো বোঝেনা সে বোঝেনা।
২০১৬ সালে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক টির সমাপ্তি ঘটার পর, ঐ একই বছরে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে যশ দাশগুপ্ত এর চলচ্চিত্রে অভিষেক ঘটে।
২০১৬ সালে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস গ্যাংস্টার সিনেমার মাধ্যমে যশ দাশগুপ্ত কে অভিষিক্ত করেন। এরপর, ধারাবাহিক ভাবে ২০১৭ সালে ওয়ান। ২০১৮ সালে টোটাল দাদাগিরি ও ফিদা। এবং ২০১৯ সালে আসে 'মন জানে না'।২০১৯ এই তার নাম না ঘোষিত হওয়া ফিল্মের শুটিং শুরু হয়। ২০২০ এ তার সিনেমা ' এস ও এস কলকাতা' মুক্তি পায়।২০২১ সালে 'ও মনে রে' নামে একটি মিউজিক ভিডিও এবং ২০২২ সালে 'চীনেবাদাম'সিনেমা মুক্তি পায়। এছাড়াও 'হারিয়ে গেলাম' নামে একটি মিউজিক ভিডিও যেটি বাংলাদেশের টিএম রেকর্ডস দ্বারা প্রযোজিত এবং সুরিন্দর ফিল্মসের তোকে ছাড়া বাঁচব না সিনেমা মুক্তি পায়।
যশ দাশগুপ্ত জন্মগ্রহণ করেন বাবা দীপক দাশগুপ্ত এবং মা জয়তী দাশগুপ্তের ঘরে। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান। শৈশবের সূচনালগ্নে তিনি তার বাবা-মার কাজের জন্য তাদের সাথে ভারতের সমস্ত অঞ্চলে ভ্রমণ করেন।
তিনি দিল্লি ও মুম্বাইয়ের মত আরও বিভিন্ন স্থানে বসবাস করতেন, যার কারণে তাকে বিভিন্ন স্থান থেকে তার স্কুলে উপস্থিত থাকতে হত। তিনি জবলপুর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[5]
তিনি ভ্রমণ এবং ফটোগ্রাফি সম্পর্কে উৎসাহী। তিনি প্রকৃতির ফটোগ্রাফি করা সহ গাড়ি চালাতেও ভালোবাসেন। তিনি খেলাধুলা, বিশেষত দুঃসাহসিক ক্রীড়া ভালোবাসেন। তিনি তার ফিটনেস নিয়ে বর্তমানে বেশ সচেতন। শারীরিক প্রশিক্ষণ ও যোগব্যায়াম অনুশীলন করতে পছন্দ করেন।[6][7][8] তিনি পশুপাখিকে খুব ভালোবাসেন।[9][10] তার পোষা বিভিন্ন জাতের বিদেশি কুকুর রয়েছে।
বছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৭ | পাগল প্রেমী | অজয় ব্যানার্জী | হর পাটনায়েক | দ্বিতীয় প্রধান চরিত্রে |
২০১৬ | গ্যাংস্টার | গুরু / কবির | বিরসা দাশগুপ্ত | চলচ্চিত্রে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ |
২০১৭ | ওয়ান | রনজয় বোস | ||
২০১৮ | টোটাল দাদাগিরি | জয় দাস | পথিকৃৎ বসু | |
রাজা রানী রাজি | আদিত্য সেন | রাজীব কুমার বিশ্বাস | ||
ফিদা | ইশান চ্যাটার্জী | পথিকৃৎ বসু | ||
২০১৯ | মন জানে না | আমির নাওয়াজ | সাগুফতা রফিক | |
২০২০ | এসওএস কলকাতা | জাকির আহমেদ | অংশুমান প্রত্যুস | |
২০২২ | চিনে বাদাম | ঋষভ দাশগুপ্ত | শিলাদিত্য মৌলিক | |
তোকে ছাড়া বাঁঁচবো না | অর্জুন | সুজিত মন্ডল | ||
২০২৩ | ইয়ারিয়ান ২ | অভয় | ভিনাই সাপরু ও রাধিকা রাও | বলিউডে অভিষেক |
২০২৪ | সেন্টিমেন্টাল | ইন্সপেক্টর সুর্য রায় | বাবা যাদব | এছাড়াও প্রযোজক হিসেবে |
আসন্ন | রকস্টার | জিমি | অংশুমান প্রত্যুস | উৎপাদন পরবর্তী |
শিকার | অজানা | দেবরাজ সিনহা | উৎপাদন পূর্ববর্তী |
বছর | চলচ্চিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|
২০২৪ | সেন্টিমেন্টাল | বাবা যাদব | প্রযোজিত প্রথম চলচ্চিত্র |
বছর | প্রদর্শনী | চরিত্র | সহশিল্পী | চ্যানেল |
---|---|---|---|---|
২০১৩ | বোঝেনা সে বোঝেনা | অরণ্য সিংহ রায় | মধুমিতা সরকার | স্টার জলসা |
২০১২ | আদালত | ভিরাজ | সায়ন্তনি ঘোষ | সনি আট |
২০১১ | মাহিমা শানি দেভ কি | কালকেতু | অর্চনা তাইরে | এনডিটিভি ইমাজিন |
২০১০ | না আনা ইস দেস লাদো | করণ সিং | বৈষ্ণবী ধনরাজ | কালার্স টিভি |
২০০৯ | বাসেরা | কেতান সাঙ্ঘভি | পল্লবী সুভাষ চন্দ্রন | এনডিটিভি ইমাজিন |
বন্দিনী | সুরাজ ধর্মরাজ মাহিয়াভানসি | লীনা জুমানি | ||
কই আনে কো হ্যায় | দ্বীপ | পূজা গোর | কালার্স টিভি |
বছর | পুরস্কারের নাম | চরিত্রের নাম | বিভাগ | প্রদর্শনী | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১৮ | স্টার জলসা পুরস্কার | রনজয় বোস | সেরা যুগল | ওয়ান | বিজয়ী |
২০১৭ | ফিল্মফেয়ার পুরস্কার | গুরু/কবির | শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার | গ্যাংস্টার | |
স্টার জলসা পুরস্কার |
বছর | পুরস্কারের নাম | বিভাগ | ধারাবাহিক | ফলাফল |
---|---|---|---|---|
২০১৫ | টেলি সম্মান পুরস্কার | জনপ্রিয় অভিনেতা পুরস্কার | বোঝেনা সে বোঝেনা | বিজয়ী |
স্টার জলসা পুরস্কার | বছরের আন্তর্জাতিক জোড়া | |||
প্রিয় বর | ||||
সেরা স্টাইল আইকন | ||||
শ্রেষ্ঠ জুটি | ||||
টেলি সম্মান পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার | |||
২০১৪ | বছরের শ্রেষ্ঠ জুটি | |||
শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার | ||||
শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার | ||||
স্টার জলসা পুরস্কার | প্রিয় ভাই | |||
আগামী দিনের তারকা পুরস্কার |
বছর | পুরস্কার | বিভাগ | প্রদর্শনী | ফলাফল |
---|---|---|---|---|
২০০৬ | মিস্টার কলকাতা পুরস্কার | গ্লাম কিং | উনিশ কুড়ি স্ট্রেক্স গ্লাম হান্ট | বিজয়ী |
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি তৃণমূল প্রার্থীর থেকে ৪১ হাজার ভোটের ব্যবধানে চন্ডিতলা আসনে হেরেছেন।[11][12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.