Loading AI tools
কলকাতা শহরতলি রেলপথ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পূর্ব রেলপথ কলকাতা শহরতলি রেল ব্যবস্থার সবচেয়ে বড় অংশ এবং এই অংশের মোট স্টেশনের সংখ্যা ২৬৬টি। এটি আদতে দুটি অংশ নিয়ে গঠিত; প্রথম অংশটি হাওড়া জংশন থেকে বর্ধমান জংশন, কাটোয়া জংশন ও গোঘাট পর্যন্ত এবং দ্বিতীয় অংশটি শিয়ালদহ থেকে লালগোলা, গেদে, কল্যাণী সীমান্ত, বনগাঁ ও হাসনাবাদ পর্যন্ত বিস্তৃত।
পূর্ব রেলপথ | |||
---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||
স্থিতি | সক্রিয় | ||
মালিক | ভারতীয় রেল | ||
অঞ্চল | হাওড়া সেকশন: শিয়ালদহ সেকশন: | ||
বিরতিস্থল |
| ||
স্টেশন |
| ||
পরিষেবা | |||
ব্যবস্থা | কলকাতা শহরতলি রেল | ||
পরিচালক | পূর্ব রেল (হাওড়া ও শিয়ালদহ) | ||
ডিপো | শিয়ালদহ, ব্যান্ডেল, নারকেলডাঙ্গা, বারাসত ও রাণাঘাট | ||
দৈনিক যাত্রীসংখ্যা | ১৭.৫ লাখ | ||
ইতিহাস | |||
চালু | ১৬ এপ্রিল ১৮৫৩ | ||
কারিগরি তথ্য | |||
রেলপথের দৈর্ঘ্য | ৯০৬ কিমি (৫৬৩ মা) | ||
বৈশিষ্ট্য | আদর্শ | ||
ট্র্যাক গেজ | ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) ব্রডগেজ | ||
বিদ্যুতায়ন | ২৫ কিলোভোল্ট পরিবর্তী তড়িৎ প্রবাহ ১.৫ কিলোভোল্ট একমুখী বিদ্যুৎ প্রবাহ (১৯৫৭ পর্যন্ত) | ||
|
পূর্ব রেলপথ ১৪টি রেলপথ নিয়ে গঠিত, যার মধ্যে হাওড়া সেকশনে ৫টি এবং শিয়ালদহ সেকশনে ৮টি রেলপথ রয়েছে। এছাড়া উভয় সেকশনকে সংযোগকারী রেলপথও রয়েছে। হাওড়া সেকশনে হাওড়া–বর্ধমান মেন ও হাওড়া–বর্ধমান কর্ড হচ্ছে প্রধান রেলপথ এবং হাওড়া–বেলুড় মঠ, শেওড়াফুলি–গোঘাট, ব্যান্ডেল–কাটোয়া ও বর্ধমান–কাটোয়া হচ্ছে শাখা রেলপথ।[১] শিয়ালদহ সেকশনে শিয়ালদহ–রাণাঘাট–গেদে হচ্ছে প্রধান রেলপথ এবং কল্যাণী–কল্যাণী সীমান্ত, রাণাঘাট–লালগোলা, কালীনারায়ণপুর–শান্তিপুর–কৃষ্ণনগর, রাণাঘাট–বনগাঁ, দমদম–বনগাঁ ও বারাসত–হাসনাবাদ হচ্ছে শাখা রেলপথ। নৈহাটি–ব্যান্ডেল শাখা রেলপথ পূর্ব রেলপথের দুই সেকশনের মধ্যে সংযোগ স্থাপন করে।[২]
পূর্ব রেলপথ নিম্নলিখিত সেকশন ও রেলপথ নিয়ে গঠিত:
এখানে গাঢ় লেখায় স্টেশনের নাম বলতে বোঝাচ্ছে যে স্টেশনটিতে দ্রুতগতির রেলগাড়ি থামে এবং এটি একটি গুরুত্বপূর্ণ টার্মিনাল।
ক্রমিক সংখ্যা | হাওড়া জংশন থেকে দূরত্ব (কিমি) | স্টেশন নাম | স্টেশন কোড | সংযোগ |
---|---|---|---|---|
১ | ০ | হাওড়া জংশন | HWH | দক্ষিণ পূর্ব রেলপথ, কর্ড রেলপথ, বেলুড় মঠ শাখা রেলপথ |
২ | ৫ | লিলুয়া | LLH | কর্ড রেলপথ, বেলুড় মঠ শাখা রেলপথ |
৩ | ৬ | বেলুড় | BEQ | কর্ড রেলপথ |
৪ | ৮ | বালি | BLY | কর্ড রেলপথ |
৫ | ১০ | উত্তরপাড়া | UPA | নেই |
৬ | ১২ | হিন্দ মোটর | HMZ | নেই |
৭ | ১৩ | কোন্নগর | KOG | নেই |
৮ | ১৬ | রিষড়া | RIS | নেই |
৯ | ২০ | শ্রীরামপুর | SRP | নেই |
১০ | ২২ | শেওড়াফুলি জংশন | SHE | গোঘাট শাখা রেলপথ |
১১ | ২৪ | বৈদ্যবাটি | BBAE | নেই |
১২ | ২৮ | ভদ্রেশ্বর | BHR | নেই |
১৩ | ৩০ | মানকুণ্ডু | MUU | নেই |
১৪ | ৩৩ | চন্দননগর | CGR | নেই |
১৫ | ৩৬ | চুঁচুড়া | CNS | নেই |
১৬ | ৩৮ | হুগলি | HGY | নেই |
১৭ | ৩৯ | ব্যান্ডেল জংশন | BDC | কাটোয়া রেলপথ |
১৮ | ৪৩ | আদিসপ্তগ্রাম | ADST | নেই |
১৯ | ৪৭ | মগরা | MUG | নেই |
২০ | ৫০ | তালাণ্ডু | TLO | নেই |
২১ | ৫৫ | খন্যান | KHN | নেই |
২২ | ৬১ | পাণ্ডুয়া | PDA | নেই |
২৩ | ৬৬ | সিমলাগড় | SLG | নেই |
২৪ | ৬৮ | বৈঁচিগ্রাম | BCGM | নেই |
২৫ | ৭০ | বৈঁচি | BOI | নেই |
২৬ | ৭৫ | দেবীপুর | DBP | নেই |
২৭ | ৭৯ | বাগিলা | BGF | নেই |
২৮ | ৮২ | মেমারী | MYM | নেই |
২৯ | ৮৫ | নিমো | NMF | নেই |
৩০ | ৮৮ | রসুলপুর | RSLR | নেই |
৩১ | ৯২ | পালসিট | PLAE | নেই |
৩২ | ৯৫ | শক্তিগড় | SKG | কর্ড রেলপথ |
৩৩ | ১০০ | গাংপুর | GRP | কর্ড রেলপথ |
৩৪ | ১০৭ | বর্ধমান জংশন | BWN | কর্ড রেলপথ, কাটোয়া রেলপথ |
ক্রমিক সংখ্যা | হাওড়া জংশন থেকে দূরত্ব (কিমি) | স্টেশন নাম | স্টেশন কোড | সংযোগ |
---|---|---|---|---|
১ | ০ | হাওড়া জংশন | HWH | দক্ষিণ পূর্ব রেলপথ, মেন রেলপথ, বেলুড় মঠ শাখা রেলপথ |
২ | ৫ | লিলুয়া | LLH | মেন রেলপথ, বেলুড় মঠ শাখা রেলপথ |
৩ | ৬ | বেলুড় | BEQ | মেন রেলপথ |
৪ | ৮ | বালি | BLY | মেন রেলপথ |
৫ | ১১ | বেলানগর | নেই | |
৬ | ১৫ | ডানকুনি জংশন | DKAE | কর্ড লিংক রেলপথ |
৭ | ১৭ | গোবরা | নেই | |
৮ | ২০ | জনাই রোড | নেই | |
৯ | ২২ | বেগমপুর | নেই | |
১০ | ২৬ | বারুইপাড়া | নেই | |
১১ | ২৯ | মির্জাপুর-বাঁকিপুর | নেই | |
১২ | ৩১ | বলরামবাটী | নেই | |
১৩ | ৩৩ | কামারকুণ্ডু | শেওড়াফুলি–গোঘাট শাখা রেলপথ | |
১৪ | ৩৬ | মধুসূদনপুর | নেই | |
১৫ | ৪০ | চন্দনপুর | CDAE | নেই |
১৬ | ৪৫ | পোড়াবাজার | নেই | |
১৭ | ৪৬ | বেলমুড়ি | নেই | |
১৮ | ৪৯ | ধনিয়াখালী | নেই | |
১৯ | ৫১ | শিবাইচণ্ডী | নেই | |
২০ | ৫৩ | চেরাগ্রাম | নেই | |
২১ | ৫৫ | হাজিগড় | নেই | |
২২ | ৫৮ | গুড়াপ | নেই | |
২৩ | ৬২ | ঝাপানডাঙ্গা | নেই | |
২৪ | ৬৫ | জৌগ্রাম | নেই | |
২৫ | ৬৯ | নবগ্রাম | নেই | |
২৬ | ৭২ | মসাগ্রাম জংশন | MSAE | নেই |
২৭ | ৭৫ | চাঁচাই | নেই | |
২৮ | ৭৮ | পাল্লা রোড | নেই | |
২৯ | ৮৩ | শক্তিগড় | SKG | মেন রেলপথ |
৩০ | ৮৮ | গাংপুর | GRP | মেন রেলপথ |
৩১ | ৯৫ | বর্ধমান জংশন | BWN | মেন রেলপথ, কাটোয়া রেলপথ |
ক্রমিক সংখ্যা | হাওড়া জংশন থেকে দূরত্ব (কিমি) | স্টেশন নাম | স্টেশন কোড | সংযোগ |
---|---|---|---|---|
১ | ০ | হাওড়া জংশন | HWH | দক্ষিণ পূর্ব রেলপথ, মেন রেলপথ কর্ড রেলপথ |
২ | ৫ | লিলুয়া | LLH | মেন রেলপথ, কর্ড রেলপথ |
৩ | ৭ | বেলুড় মঠ | BRMH | নেই |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.