Loading AI tools
ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন। এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয়। কিন্তু অনেক অ-ভারতীয়রাও এই পুরস্কার জিতেছেন।[1]
পদ্মশ্রী | |
---|---|
ধরন | জাতীয় অসামরিক |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ভারত সরকার |
ফিতা | |
সম্মুখভাগ | পদকের মাঝে একটি পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের উপরের অংশে দেবনাগরী লিপিতে "পদ্ম" এবং নিচে “শ্রী" লেখা আছে।. |
বিপরীত পার্শ্ব | মাঝে প্লাটিনামের ভারতের রাষ্ট্রীয় প্রতীক আছে, সাথে দেবনাগরী লিপিতে সত্যমেব জয়তে লেখা আছে। |
প্রতিষ্ঠিত | ১৯৫৪ |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২২ |
মোট পুরস্কৃত | ৩২২৫ |
ওয়েবসাইট | www |
অগ্রাধিকার | |
পরবর্তী (সর্বোচ্চ) | পদ্মভূষণ |
ভারতীয় সম্মাননার মর্যাদাক্রম অনুসারে, পদ্মশ্রীর স্থান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরে। পদকের একদিকে পদ্মফুলের উপরে ও নিচে "পদ্ম" ও "শ্রী" শব্দদুটি খচিত আছে। অপর দিকে বার্নিসড ব্রোঞ্জের উপর বিভিন্ন জ্যামিতিক আকারের চিত্র রয়েছে। সকল খোদাই লিপি সাদা সোনালি রঙে চিত্রিত।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.