Remove ads
ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পদ্মভূষণ হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা।[১] ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়। ভারতের অসামরিক সম্মাননাগুলির মর্যাদাক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে ও পদ্মশ্রীর আগে। জাতি, পেশা, অবস্থান বা লিঙ্গের পার্থক্য ছাড়াই দেশের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। ২০২০ সাল পর্যন্ত, ২৪ জন মরণোত্তর এবং ৯৭ জন অনাগরিক প্রাপক সহ ১২৭০ জনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।[২]
বছর | প্রাপকের সংখ্যা |
---|---|
1954–1959 | ৯৪ |
1960–1969 | ২০০ |
1970–1979 | ২০৫ |
1980–1989 | ১৩৩ |
1990–1999 | ১১৩ |
2000–2009 | ২৯১ |
2010–2019 | ২১৮ |
2020–2029 | ৩৩ |
এই নিবন্ধটিকে উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে এর বিষয়বস্তু পুনর্বিন্যস্ত করা প্রয়োজন। (ফেব্রুয়ারি ২০২২) |
পদ্ম ভূষণ | |
---|---|
ধরন | জাতীয় বেসামরিক |
দেশ | ভারত |
পুরস্কারদাতা | ভারতের রাষ্ট্রপতি |
ফিতা | |
সম্মুখভাগ | পদকের মাঝে একটি পদ্ম ফুল আছে, পদ্ম ফুলের উপরের অংশে দেবনাগরী লিপিতে "পদ্ম" এবং নিচে “ভূষণ" লেখা আছে। |
বিপরীত পার্শ্ব | মাঝে প্লাটিনামের ভারতের রাষ্ট্রীয় প্রতীক আছে, সাথে দেবনাগরী লিপিতে সত্যমেব জয়তে লেখা আছে। |
প্রতিষ্ঠিত | ১৯৫৪ |
প্রথম পুরস্কৃত | ১৯৫৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৩ |
মোট পুরস্কৃত | ১২৮৭ |
ওয়েবসাইট | http://www.padmaawards.gov.in/ |
অগ্রাধিকার | |
পরবর্তী (সর্বোচ্চ) | পদ্মবিভূষণ |
পরবর্তী (সর্বনিম্ন) | পদ্মশ্রী |
পদ্ম পুরস্কার কমিটি প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী দ্বারা গঠিত হয় এবং পুরস্কারের জন্য সুপারিশগুলি ১ মে থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া হয়। সুপারিশগুলি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলির থেকে, সেইসাথে ভারত সরকারের মন্ত্রক, ভারতরত্ন এবং পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্তদের কাছ থেকে, শ্রেষ্ঠত্বের ইনস্টিটিউট, মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যগুলির রাজ্যপাল, সংসদ সদস্যদের কাছ থেকে গৃহীত হয় । এবং ব্যক্তিগত ব্যক্তি। কমিটি পরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে তাদের সুপারিশ পেশ করেআরও অনুমোদনের জন্য। পুরস্কার প্রাপকদের ঘোষণা করা হয় ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ।
# মরণোত্তর
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.