Loading AI tools
বাংলাদেশী অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আবুল হায়াত (জন্মঃ ৭ সেপ্টেম্বর, ১৯৪৪) হলেন একজন খ্যাতিমান বাংলাদেশী নাট্যাভিনেতা ও লেখক। পুরা নামঃ খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব। ডাক নামঃ রবি, তিনি বহুবছর ধরে টিভি নাটকে, সিনেমায় আর বিজ্ঞাপনে সফলতার সাথে অভিনয় করে আসছেন। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ রচিত প্রচুর নাটকে তিনি অংশ নিয়েছেন। 'মিসির আলি' তার একটি স্মরণীয় চরিত্র। তার প্রথম নাটক ইডিপাস ১৯৬৯ সালে বের হয়েছিল। [1][2] এর পর একে একে ৫০০ এরও অধিক নাটকে অভিনয় করেছেন।
আবুল হায়াত | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব রবি |
নাগরিকত্ব | বাংলাদেশ |
মাতৃশিক্ষায়তন | চট্টগ্রাম কলেজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, পরিচালক, প্রকৌশলী |
কর্মজীবন | ১৯৬৯ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | মাহফুজা খাতুন শিরিন (বি. ১৯৭০) |
সন্তান | বিপাশা হায়াত নাতাশা হায়াত |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০০৭) |
তিনি অভিনেত্রী বিপাশা হায়াতের পিতা। তিনি অনেকগুলো বাংলা চলচ্চিত্রে ও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মাঝে মাঝে বিভিন্ন পত্র-পত্রিকায় কলাম লিখে থাকেন। প্রথম আলোতে তার কলামের নাম 'এসো নীপবনে'।
১৯৪৪ সালের ৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি।[3] আবুল হায়াতের বাবা আব্দুস সালাম ছিলেন চট্টগ্রাম রেলওয়ে ওয়াজিউল্লাহ ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক। স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট ও রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে মেট্রিকুলেশন (বর্তমান এসএসসি) পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। চট্টগ্রাম কলেজ থেকে আইএসসি পাস করে ১৯৬২ সালে বুয়েটে ভর্তি হন। বুয়েটে পড়ার সময় শেরেবাংলা হলে থাকতেন। এরপর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ১৯৬৭ সালে পাস করে ১৯৬৮ সালেই ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে যোগ দেন।
১৯৬৯ সালে ইডিপাস নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রথমবারের মতো টিভি পর্দায় তার অভিনয়ের অভিষেক ঘটে।
বছর | চলচ্চিত্রের নাম | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৭২ | অরুণোদয়ের অগ্নিসাক্ষী | তাস খেলোয়াড় | সুভাষ দত্ত | |
১৯৭৩ | তিতাস একটি নদীর নাম | ঠাকুর | ঋত্বিক ঘটক | |
১৯৭৫ | পালঙ্ক | |||
১৯৭৫ | চরিত্রহীন | বেবী ইসলাম | ||
১৯৭৫ | বধূ বিদায় | মাস্টার মশাই | কাজী জহির | |
সূর্য সন্তান | আয়াত আলী পাটোয়ারী | |||
১৯৯৩ | কেয়ামত থেকে কেয়ামত | বড় মির্জা | সোহানুর রহমান সোহান | |
১৯৯৩ | অবুঝ দুটি মন | মোহাম্মদ হোসেন জেমী | ||
১৯৯৩ | অপহরণ | শহীদুল ইসলাম খোকন | ||
১৯৯৪ | আগুনের পরশমণি | মতিন উদ্দিন | হুমায়ূন আহমেদ | |
১৯৯৪ | মহা গ্যাঞ্জাম | আবুল হোসেন খোকন | ||
১৯৯৪ | অপরাজিত নায়ক | আলমগীর কুমকুম | ||
১৯৯৫ | স্বপ্নের ঠিকানা | হাশমি, সুমনের বাবা | এম এ খালেক | |
১৯৯৫ | আদরের সন্তান | রাজুর বাবা | আমজাদ হোসেন | |
১৯৯৫ | বীর সন্তান | এফ আই মানিক | ||
১৯৯৬ | অতিক্রম | আলমগীর কুমকুম | ||
১৯৯৭ | বাবা কেন চাকর | নায়ক রাজ রাজ্জাক | ||
১৯৯৭ | প্রাণের চেয়ে প্রিয় | মহম্মদ হান্নান | ||
১৯৯৭ | আবদুল্লাহ | তোজাম্মেল হক বকুল | ||
১৯৯৭ | সুখের ঘরে দুঃখের আগুন | মুশফিকুর রহমান গুলজার | ||
১৯৯৮ | পাগলীর প্রেম | আবিদ হাসান বাদল | ||
১৯৯৮ | তেজী | কাজী হায়াৎ | ||
১৯৯৮ | মাতৃভূমি | নাদিম মাহমুদ | ||
১৯৯৮ | আমার দেশ আমার প্রেম | সোহানুর রহমান সোহান | ||
১৯৯৮ | মুক্তি চাই | মোহাম্মদ হোসেন | ||
১৯৯৮ | শেষ প্রতিক্ষা | মোখলেছুর রহমান গোলাপ | ||
১৯৯৯ | মনের মিলন | শাহ আলম কিরণ | ||
১৯৯৯ | স্বপ্নের পুরুষ | মনোয়ার খোকন | ||
১৯৯৯ | অনন্ত ভালোবাসা | আফজাল চৌধুরী | সোহানুর রহমান সোহান | |
১৯৯৯ | রবি মাস্তান | শাহাদাৎ হোসেন লিটন | ||
১৯৯৯ | বুক ভরা ভালোবাসা | ছটকু আহমেদ | ||
২০০০ | আমার প্রতিজ্ঞা | সোহানুর রহমান সোহান | ||
২০০০ | সবাইতো সুখী হতে চায় | আফতাব খান টুলু | ||
২০০১ | চুড়িওয়ালা | শাহ্ আলম কিরণ | ||
২০০১ | বর্ষা বাদল | বর্ষার বাবা | ছটকু আহমেদ | |
২০০১ | মহা সংগ্ৰাম | জীবন রহমান | ||
২০০২ | প্রেমের নাম বেদনা | নায়ক রাজ রাজ্জাক | ||
২০০২ | প্রেমের তাজমহল | রায়হান চৌধুরী, রবিনের বাবা | গাজী মাহাবুব | |
২০০৪ | জয়যাত্রা | রামকৃষ্ণ | তৌকির আহমেদ | |
২০০৫ | আমার স্বপ্ন তুমি | সাহেদের বাবা | হাসিবুল ইসলাম মিজান | |
২০০৬ | দজ্জাল শাশুড়ি | রকিবুল আলম রকিব | ||
২০০৬ | খেলাঘর | রেহানার দাদা | মোরশেদুল ইসলাম | |
২০০৬ | রূপকথার গল্প | ডাক্তার (বিশেষ উপস্থিতি) | তৌকির আহমেদ | |
২০০৭ | দারুচিনি দ্বীপ | সোবহান, সঞ্জুর বাবা | তৌকির আহমেদ | বিজয়ী: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা |
২০০৮ | রাবেয়া | তানভীর মোকাম্মেল | ||
২০০৯ | থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার[2] | রহমান | মোস্তফা সরয়ার ফারুকী | |
২০১০ | গহীনে শব্দ | খালিদ মাহমুদ মিঠু | ||
২০১০ | নিঝুম অরণ্য | মুশফিকুর রহমান গুলজার | ||
২০১০ | প্রেমিক পুরুষ | রকিবুল আলম রকিব | ||
২০১১ | টাইগার নাম্বার ওয়ান | শাহীন-সুমন | ||
২০১১ | কোটি টাকার প্রেম | সোহানুর রহমান সোহান | ||
২০১২ | আত্মগোপন | এম. এম. সরকার | ||
২০১৫ | অমি ও আইসক্রিমওয়ালা | কালাম | সুমন ধর | |
২০১৫ | দুই পৃথিবী | এফ আই মানিক | ||
২০১৬ | অজ্ঞাতনামা | ওয়াহাবের বাবা | তৌকির আহমেদ | |
২০১৬ | এক পৃথিবী প্রেম | এস এ হক অলিক | ||
২০১৭ | টু বি কন্টিনিউড... | ইফতেখার আহমেদ ফাহমি | ||
২০১৯ | ফাগুন হাওয়ায় | দীপ্তির দাদা | তৌকির আহমেদ | |
২০২১ | স্ফুলিঙ্গ | শিক্ষক | ||
২০২১ | রাত জাগা ফুল | জব্বার মাস্টার | মীর সাব্বির | |
২০২৩ | ১৯৭১ সেই সব দিন | হৃদি হক | ||
২০২৩ | দায়মুক্তি | ঘোষিত হবে | বদিউল আলম খোকন | নির্মাণাধীন |
১৯৭০ সালে আবুল হায়াতের সঙ্গে বিয়ে হয় তার মেজ বোনের ননদ “মাহফুজা খাতুন শিরিনের” সঙ্গে। ১৯৭১ সালের ২৩ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর জন্ম নেয় তাদের প্রথম সন্তান বিপাশা হায়াতের। ছয় বছর পর জন্ম নেয় নাতাশা।
১৯৯১ সালের বই মেলায় তার প্রথম উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসটির নাম ছিল আপ্লুত মরু। এরই ধারাবাহিকতায় একে একে বের হয়,
সাল | নাটকের নাম | বিভাগ | ফলাফল |
---|---|---|---|
২০১১ | শনিবার রাত ১০টা ৪০ মিনিট | শ্রেষ্ঠ টিভি অভিনয়শিল্পী (সমালোচক) | বিজয়ী |
১৯৯৯ | উন্মেষ | শ্রেষ্ঠ নাট্যকার (সমালোচক) | বিজয়ী |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.