বাংলা ধারাবাহিক নাটক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আজ রবিবার হুমায়ূন আহমেদের তৈরি জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক। ধারাবাহিকটি বিটিভিতে ১৯৯৯ সালে সম্প্রচারিত হয়েছিল। ধারাবাহিকটি পরিচালনা করেছেন মনির হোসেন জীবন। এতে অভিনয় করেছেন আবুল খায়ের, আবুল হায়াত, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, শিলা আহমেদ, ফারুক আহমেদ, আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা। এটি ৯০-এর দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিটকম ছিল। ২০১৬ সালের অক্টোবরে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে হিন্দিতে এটি পুনরায় প্রচারিত হয়েছিল।[১][২]
আজ রবিবার | |
---|---|
ধরন | হাস্যরসাত্নক, পারিবারিক |
নির্মাতা | হুমায়ূন আহমেদ |
লেখক | হুমায়ূন আহমেদ |
পরিচালক | মনির হোসেন জীবন |
সৃজনশীল পরিচালক | মনির হোসেন জীবন |
শ্রেষ্ঠাংশে | |
আবহ সঙ্গীত রচয়িতা | মাকসুদ জামিল মিন্টু |
প্রারম্ভিক সঙ্গীত | "লোকে বলে" এবং "নিশা লাগিলো রে" - হাসন রাজা |
দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
পর্বের সংখ্যা | ১৩ |
নির্মাণ | |
নির্মাণ স্থান | বাংলাদেশ টেলিভিশন স্টুডিও |
চিত্রগ্রাহক | মাহমুদুর রহমান শরীফ |
সম্পাদক | আহমেদ শপন |
স্থিতিকাল | প্রায় ৩৬৮ মিনিট |
নির্মাণ প্রতিষ্ঠান | নুহাশ ফিল্মস |
পরিবেশক | নুহাশ ফিল্মস |
মুক্তি | |
নেটওয়ার্ক | বাংলাদেশ টেলিভিশন |
মুক্তি | ১৯৯৯ |
নাটকের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন:
নাটকটিতে ব্যবহৃত গানগুলো হাসন রাজার সৃষ্টি।
Seamless Wikipedia browsing. On steroids.