Loading AI tools
আফগানিস্তানের ইসলামী সংগঠন ও বর্তমান সরকার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
তালেবান বা তালিবান (পশতু: طالبان, অনুবাদ 'ছাত্র') আফগানিস্তানের একটি দেওবন্দি-পশতুন ইসলামিক মৌলবাদী, ইসলামপন্থী ও জিহাদী রাজনৈতিক আন্দোলন এবং সামরিক সংগঠন।[80][81][82][83] সংগঠনটি তার রাষ্ট্রের নাম আফগানিস্তান ইসলামি আমিরাত দিয়েও নিজেকে তুলে ধরে।[84][85][lower-alpha 1] ২০১৬ সাল থেকে মৌলভি হাইবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান নেতা।[88] ২০২১ সালের হিসাবে তালেবানের আনুমানিক ২,০০,০০০ যোদ্ধা রয়েছে।[89]
তালেবান | |
---|---|
طالبان (ṭālibān) | |
প্রতিষ্ঠাতা | |
নেতা |
|
পরিচালনা পরিষদ | নেতৃত্ব পরিষদ |
অপারেশনের তারিখ | |
গোষ্ঠী | প্রধানত পশতুন;[1][2] সংখ্যালঘু তাজিক এবং উজবেক[3][4] |
সদরদপ্তর | কান্দাহার (১৯৯৪–২০০১; ২০০১–বর্তমান) |
সক্রিয়তার অঞ্চল | আফগানিস্তান |
মতাদর্শ | |
রাজনৈতিক অবস্থান | উগ্র ডানপন্থী রাজনীতি[17] |
আকার | মূল শক্তি - |
মিত্র | উপগোষ্ঠী
সীমিত সমর্থন]])[25][26][27][28]
|
বিপক্ষ | রাষ্ট্র ও আন্তঃসরকার বিরোধীরা |
খণ্ডযুদ্ধ ও যুদ্ধ | |
যার দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে মনোনীত | জাতিসংঘ[66] কানাডা[67] কাজাখস্তান[68] কিরগিজস্তান[69] রাশিয়া[70] তাজিকিস্তান[71] তুরস্ক[72] সংযুক্ত আরব আমিরাত[73][74] |
ওয়েবসাইট | alemarahenglish |
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রায় তিন-চতুর্থাংশ অঞ্চল তালেবানের নিয়ন্ত্রণে ছিল এবং তারা সেখানে ইসলামি আইন (শরিয়ত) প্রণয়ন করেছিলো।[90] ১৯৯৪ সালে আফগান গৃহযুদ্ধের অন্যতম প্রধান দল হিসেবে তালেবানের আবির্ভাব ঘটে। এই দলটি মূলত পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পশতুন এলাকার ছাত্রদের (তালিব) নিয়ে গঠিত হয় যারা ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যালয়ে শিক্ষা লাভ করেছিলো এবং সোভিয়েত–আফগান যুদ্ধের সময় যুদ্ধ করেছিলো।[91][92] মোহাম্মদ ওমরের নেতৃত্বে, এই আন্দোলন আফগানিস্তানের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে। ১৯৯৬ সালে আফগানিস্তান ইসলামি আমিরাত প্রতিষ্ঠিত হয় এবং আফগান রাজধানী কান্দাহারে স্থানান্তরিত হয়। ১১ সেপ্টেম্বরের হামলার পর ২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আক্রমণের পর ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত দেশের বেশিরভাগ অংশ তালেবানের নিয়ন্ত্রণে ছিল। তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলো মাত্র তিনটি দেশ: পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। পরে এই দলটি আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত কারজাই প্রশাসন এবং ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ) বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিদ্রোহ আন্দোলন হিসেবে পুনরায় একত্রিত হয়।
আন্তর্জাতিক সম্প্রদায় ও আফগান সরকার ব্যাপকভাবে অভিযোগ করে, তালেবানের প্রতিষ্ঠা ও ক্ষমতায় থাকাকালীন পাকিস্তান ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স ও সামরিক বাহিনী তাদের সহায়তা প্রদান করেছে এবং বিদ্রোহের সময় তালেবানদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। পাকিস্তান জানায়, ১১ সেপ্টেম্বরের হামলার পর তারা এই দলকে আর সমর্থন করছে না।[93] জানা যায়, ২০০১ সালে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের অধীনে থাকা ২,৫০০ আরব তালেবানের পক্ষে যুদ্ধ করে।
২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের পতনের পর তালেবান আফগানিস্তানের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ ফিরে পায়।
তালেবান পূর্ব ও দক্ষিণ আফগানিস্তানের পশতুন এলাকার ধর্মীয় শিক্ষার্থীদের (তালিব) একটি আন্দোলন যারা পাকিস্তানের ঐতিহ্যবাহী ইসলামি বিদ্যালয়ে শিক্ষা লাভ করেছিলো। এদের সাথে তাজিক এবং উজবেক ছাত্ররাও যোগদান করে। তাই অন্যান্য নৃ-গোষ্ঠীভিত্তিক মুজাহিদী দলগুলো হতে এর বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে "যা তালেবানের দ্রুত বৃদ্ধি এবং সাফল্যে মূল ভূমিকা পালন করেছিলো।"[94]
১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে মোল্লা মোহাম্মদ ওমর তার শহর কান্দাহারে ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই দলটি প্রতিষ্ঠা করেন।[95] ১৯৯২ সাল থেকে তিনি মাইওয়ান্দ (উত্তর কান্দাহার প্রদেশ) এর সাং-ই-হিসারে মাদ্রাসাতে অধ্যয়নরত ছিলেন। কমিউনিস্ট শাসন উৎখাতের পর আফগানিস্তানে ইসলামি আইন প্রতিষ্ঠিত না হওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন এবং তার দলের সাথে আফগানিস্তানকে যুদ্ধবাজ ও অপরাধীদের হাত থেকে মুক্ত করার অঙ্গীকার করেন।
কয়েক মাসের মধ্যে, মাদ্রাসার ১৫,০০০ শিক্ষার্থী (একটি সূত্র মাদ্রাসাগুলোকে "জমিয়ত উলামায়ে ইসলাম কর্তৃক পরিচালিত মাদ্রাসা" বলে অভিহিত করে) পাকিস্তানে এই দলে যোগ দেয়।[95]
১৯৯৪ সালের ৩ নভেম্বর তালেবান এক আকস্মিক হামলায় কান্দাহার শহর জয় করে। ১৯৯৫ সালের ৪ জানুয়ারির পূর্বে ১২টি আফগান প্রদেশ তাদের নিয়ন্ত্রণাধীন ছিল।[67] বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণকারী বাহিনীরা প্রায়ই বিনা যুদ্ধে আত্মসমর্পণ করতো। মোহাম্মদ ওমরের কমান্ডাররা ছিল প্রাক্তন ছোট-ইউনিটের সামরিক কমান্ডার এবং মাদ্রাসা শিক্ষক। তালেবানরা সেসময় জনপ্রিয় ছিল কারণ তারা দুর্নীতি ও অনাচার দমন করেছিলো এবং রাস্তা ও এলাকাগুলো নিরাপদ করে তুলেছিলো।[67]
তালেবানের মতাদর্শকে শরিয়া ইসলামী আইনের একটি "উদ্ভাবনী" রূপের সংমিশ্রণ হিসেবে বর্ণনা করা হয়েছে, যা পশতুনওয়ালি নামে পরিচিত পশতুন সামাজিক ও সাংস্কৃতিক নিয়মাবলীর সঙ্গে[1][2][96][97] দেওবন্দী মৌলবাদ ও জঙ্গি ইসলামবাদের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে,[98] কারণ অধিকাংশ তালেবান পশতুন উপজাতিভুক্ত।
তালেবানের মতাদর্শকে "পশতুন উপজাতি কোডের সমন্বয়ে শরিয়ার একটি উদ্ভাবনী রূপ",[99] বা জমিয়ত উলেমা-ই-ইসলাম ও এর বিভক্ত গোষ্ঠীগুলি দ্বারা ইসলামের উগ্র দেওবন্দী ব্যাখ্যা সহসমর্থন করে পশতুনওয়ালি হিসাবে বর্ণনা করা হয়েছে।[100] তাদের মতাদর্শ সোভিয়েত-বিরোধী মুজাহিদীন শাসকদের ইসলামবাদ[স্পষ্টকরণ প্রয়োজন] ও সাইয়েদ কুতুব (ইখওয়ান) দ্বারা অনুপ্রাণিত উগ্র ইসলামপন্থীদের[স্পষ্টকরণ প্রয়োজন] থেকে বিদায় নেওয়া ছিল।[101] তালেবান বলেছে, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য,পশ্চিমা সৈন্যদের চলে যাওয়া, এবং ক্ষমতায় থাকাকালীন তাদের নিজস্ব ব্যাখ্যায় শরিয়ত আইন বা ইসলামি আইন প্রনয়ণ।[102][103][104]
সাংবাদিক আহমেদ রশিদের মতে, অন্ততপক্ষে তাদের শাসনের প্রথম বছরগুলিতে, তালেবানরা দেওবন্দী ও ইসলামপন্থী বিরোধী জাতীয়তাবাদী বিশ্বাস গ্রহণ করেছিল এবং তারা "উপজাতীয় ও সামন্ততান্ত্রিক কাঠামোর" বিরোধিতা করেছিল, যা ঐতিহ্যগত উপজাতীয় বা সামন্ত নেতাদের নেতৃত্বের ভূমিকা থেকে সরিয়ে দিয়েছিল।[105]
তালেবানরা হেরাত, কাবুল ও কান্দাহারের মতো প্রধান শহরগুলিতে তাদের আদর্শকে কঠোরভাবে প্রয়োগ করেছিল। কিন্তু গ্রামীণ এলাকায়, তালেবানদের সামান্য প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল, এবং ফলস্বরূপ, তারা গ্রামীণ জিরগার প্রচার করেছিল, তাই গ্রামীণ এলাকায়, তারা তাদের আদর্শকে শহরগুলিতে প্রয়োগ করার মতো কঠোরভাবে প্রয়োগ করেনি।[106]
তালেবানের ধর্মীয়/রাজনৈতিক দর্শন, বিশেষ করে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তার প্রথম শাসনামলে, প্রধান মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি এবং তার কাজ দ্বারা ব্যাপকভাবে উপদেশ ও প্রভাবিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের পরিচালিত রাজনৈতিক ও ধর্মীয় নীতিগুলি অবশ্য আবুল আ'লা মওদুদী ও জামায়াত-ই-ইসলামী আন্দোলনের অনুকরণে তৈরি করা হয়েছিল।[107]
ইসলামী আদালত, দে মুজাহিদ তোরাহ—দে জিহাদ শরী মিসালায় ও মুজাহিদীনদের নির্দেশনা, সহ দলের সাংস্কৃতিক বিষয়ক কমিশন দ্বারা প্রকাশিত লিখিত রচনাগুলি জিহাদ, শরিয়া, সংগঠন ও আচরণ সম্পর্কিত তালেবান ইসলামী আন্দোলনের দর্শনের মূল রূপরেখা তুলে ধরে।[108] তালেবান শাসন ইসলামী আইনশাস্ত্রের হানাফি বিদ্যালয় ও মোল্লা ওমরের ধর্মীয় আদেশ অনুসারে শরিয়া আইনের ব্যাখ্যা করেছিল।[109] তালেবানরা শুয়োরের মাংস ও অ্যালকোহল খাওয়া, অনেক ধরনের ভোক্তা প্রযুক্তি যেমন সঙ্গীত,[110] টেলিভিশন,[110] চিত্রগ্রহণ,[110] ও ইন্টারনেট, চিত্রকর্ম বা ফটোগ্রাফির মতো শিল্পের বেশিরভাগ সংস্করণ,[110] সেইসাথে ফুটবল ও দাবা সহ[111] খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছিল;[111] বিনোদনমূলক কার্যকলাপ যেমন ঘুড়ি-উড়ানো এবং পায়রা ও অন্যান্য পোষা প্রাণী পালনও নিষিদ্ধ ছিল, এবং তালেবানের নিয়ম অনুযায়ী পাখিগুলোকে হত্যা করা হয়েছিল।[111] চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলোকে বন্ধ করে মসজিদ হিসেবে পুনর্নির্মাণ করা হয়।[111] পশ্চিমা ও ইরানি নববর্ষ উদযাপনও নিষিদ্ধ ছিল।[112] ছবি তোলা এবং ছবি ও প্রতিকৃতি প্রদর্শন করাও নিষিদ্ধ ছিল, কারণ তালেবানরা এগুলোকে মূর্তিপূজা বলে মনে করত।[111] এটি এমনকি "দোকানে শিশুর সাবানের মোড়কের চিত্রগুলিকে কালো করা ও গবাদি পশুর জন্য রাস্তা পার হওয়ার চিহ্নের উপর আঁকা ছবির উপর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপিত হয়।[113]
কিছু সামাজিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তালেবানরা প্রায়শই প্রাক-ইসলামিক পশতুন উপজাতি আইন, পশতুনওয়ালি ব্যবহার করত। পুত্রদের মধ্যে উত্তরাধিকার সমানভাবে ভাগ করার পশতুন প্রথার ক্ষেত্রেও এমনটি ঘটে, যদিও কোরানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, নারীরা পুরুষের অর্ধেক অংশ পাবে।[114][115]
আলী এ. জালালি ও লেস্টার গ্রাউ-এর মতে, তালেবান "সারা দেশে পশতুনদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল, যারা ভেবেছিল যে এই আন্দোলন তাদের জাতীয় আধিপত্য পুনরুদ্ধার করতে পারবে। এমনকি পশ্চিমের পশতুন বুদ্ধিজীবীরাও, যারা অনেক বিষয়ে তালেবানের সাথে ভিন্ন মত পোষণ করেছিলেন, তারা সম্পূর্ণ জাতিগত ভিত্তিতে আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন।"[116]
মোল্লা ওমর ১৯৯৯ সালে একটি ডিক্রি জারি করেছিলেন, যাতে তিনি বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলিকে রক্ষা করার আহ্বান জানিয়েছিলেন, ৬তম শতাব্দীর দুটি স্থাপিত বুদ্ধের স্মারক মূর্তি যা আফগানিস্তানের কেন্দ্রীয় হাজারাজাত অঞ্চলে বামিয়ান উপত্যকায় একটি পাহাড়ের গাঁয়ে খোদাই করা হয়েছিল। কিন্তু তালেবানরা মূর্তিগুলি ২০০১ সালের মার্চ মাসে মোল্লা ওমরের একটি ডিক্রি অনুসরণ করে ধ্বংস করে, ডিক্রিতে বলা হয়েছিল: "আফগানিস্তানের চারপাশের সমস্ত মূর্তি ধ্বংস করতে হবে।" [৩২৬]
তালেবান বিরোধী ও প্রতিরোধের নেতা আহমদ শাহ মাসউদের ভাই ইয়াহিয়া মাসউদ বামিয়ানে বুদ্ধ মূর্তি ধ্বংসের পর নিম্নলিখিত ঘটনার কথা স্মরণ করেন:
আফগানিস্তানের বাচা বাজি প্রথা, ঐতিহ্যগতভাবে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে প্রচলিত এক প্রকার বালকপ্রীতি যৌন দাসত্ব ও পেডোফিলিয়া, তালেবান শাসনের ছয় বছরের শাসনের অধীনেও নিষিদ্ধ ছিল।[117] আফগানিস্তান ইসলামিক আমিরেতের শাসনের অধীনে বাচা বাজি বয়স্ক পুরুষ ও অল্প বয়স্ক "নাচকারী ছেলেদের" মধ্যে শিশু যৌন নির্যাতনের একটি রূপ হিসাবে চিহ্নিত হয়েছে, যার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।[118][119]
এই অনুশীলনটি আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্রের শাসনামলে অবৈধ ছিল, তবে আইনগুলি খুব কমই শক্তিশালী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছিল এবং পুলিশ সংশ্লিষ্ট অপরাধে জড়িত ছিল বলে জানা গেছে।[120][121][122][123] আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্রের শাসনামলে একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল, অভিযোগ উঠেছিল যে দেশটিতে আক্রমণের পর আফগানিস্তানে মার্কিন সরকারী বাহিনী ইচ্ছাকৃতভাবে বাচা বাজিকে উপেক্ষা করেছিল।[124] মার্কিন সামরিক বাহিনী অপব্যবহারের দায় মূলত "স্থানীয় আফগান সরকারের" বলে দাবি করে প্রতিক্রিয়া জানায়।[125] তালেবান আফগান শিশুদের অপব্যবহারে মার্কিন ভূমিকার সমালোচনা করেছে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের শাসনামলে, তালেবান এবং তাদের সহযোগীরা আফগান নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা করেছে, ১৬০,০০০ অনাহারী নাগরিকের জন্য জাতিসংঘের খাদ্য সরবরাহ বন্ধ করেছে, উর্বর ভূমির বিস্তীর্ণ এলাকা পুড়িয়ে দিয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে।[126][127][128]
জাতিসংঘের ৫৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানরা উত্তর ও পশ্চিম আফগানিস্তানে নিয়ন্ত্রণ সুসংহত করার চেষ্টা করার সময় বেসামরিক লোকদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে গণহত্যা করেছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন যে ১৯৯৬ এবং ২০০১ এর মধ্যে "১৫ টি গণহত্যা" হয়েছিল। প্রতিবেদনটি এই হত্যাকাণ্ডে আরব ও পাকিস্তানি সহায়তাকারী সৈন্যদের ভূমিকাও প্রকাশ করে। জাতিসংঘের প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে "অনেক গ্রামে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে আরব যোদ্ধারা গলা কাটা এবং চামড়া কাটার জন্য ব্যবহৃত দীর্ঘ ছুরি বহন করে"। পাকিস্তানে তালেবানের প্রাক্তন রাষ্ট্রদূত মোল্লা আবদুল সালাম জাইফ ২০১১ সালের শেষের দিকে বলেছিলেন যে তালেবানদের অধীনে এবং তাদের দ্বারা নিষ্ঠুর আচরণ "প্রয়োজনীয়" ছিল।[128][129][130][131]
বেশ কয়েকজন তালেবান ও আল-কায়েদা কমান্ডার মানব পাচারের একটি নেটওয়ার্ক চালায়, জাতিগত সংখ্যালঘু নারীদের অপহরণ করে এবং আফগানিস্তান ও পাকিস্তানে যৌন দাসী হিসাবে বিক্রি করে।[132] টাইম ম্যাগাজিনে লিখা হয়: "তালেবানরা প্রায়ই যুক্তি দিত যে তারা নারীদের উপর যে বিধিনিষেধ আরোপ করেছিল তা আসলে নারীদের রক্ষা করার একটি উপায়"।
মানব পাচারের টার্গেট হয় বিশেষ করে তাজিক, উজবেক, হাজারা এবং আফগানিস্তানের অন্যান্য অ-পশতুন জাতিগোষ্ঠীর নারীরা। কিছু নারী দাসত্বের চেয়ে আত্মহত্যা করতে বেছে নিয়ে, আত্মহত্যা করে। ১৯৯৯ সালে শুধুমাত্র শোমালি সমভূমিতেই তালেবান ও আল-কায়েদার আক্রমণে ৬০০ এরও বেশি নারীকে অপহরণ করা হয়েছিল।[132] স্থানীয় তালেবান বাহিনীর সঙ্গে আরব ও পাকিস্তানি আল-কায়েদার জঙ্গিরা তাদের ট্রাক ও বাসে জোর করে নিয়ে যায়।[132] প্রত্যক্ষদর্শীদের মতে,তাদের মধ্যে সুন্দরীদের বাছাই করা হয়েছিল এবং নিয়ে যাওয়া হয়েছিল। ত্রাণ সংস্থার কর্মকর্তারা বলছেন, নিখোঁজ নারীদের অনেকেরেই পাকিস্তানের যৌনপল্লী ও বাসাবাড়িতে দাসী হিসাবে থাকার সন্ধান মিলেছে।
তবে সব তালেবান কমান্ডার মানব পাচারের সাথে জড়িত নয়। অনেক তালেবান আল-কায়েদা এবং অন্যান্য তালেবান কমান্ডারদের দ্বারা পরিচালিত মানব পাচার অভিযানের বিরোধী ছিল। জালালাবাদে, স্থানীয় তালেবান কমান্ডাররা আল-কায়েদার আরব সদস্যদের দ্বারা একটি ক্যাম্পে আটকে রাখা মহিলাদের মুক্ত করে দেয়।[132]
পিএইচআর এর জানামতে, বিশ্বের অন্য কোন শাসনব্যাবস্থা তার অর্ধেক জনগোষ্ঠীকে রীতিমতো গৃহবন্দী করতে হিংস্রভাবে, শারীরিক যন্ত্রণাদায়ক শাস্তির মাধ্যমে বাধ্য করে না ।[133]
— ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস, ১৯৯৮
তালেবানদের অধীনে নারীদের উপর নিষ্ঠুর আচরণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রচুর আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়।[135][136][137][138][139][140][141][142][143] তালেবানরা নারীদের শিক্ষিত হতে নিষেধাজ্ঞা জারি করে, মেয়েদের স্কুল -কলেজ ছাড়তে বাধ্য করে।[144][145] ঘর থেকে বের হওয়া মহিলাদের বোরকা পড়া ও সাথে একজন পুরুষ আত্মীয় থাকা বাধ্যতামূলক করা হয়। নিয়ম অমান্য করলে প্রকাশ্যে মারধর করা হয়। একটি ঘটনায়, সোহাইলা নামক এক মেয়েকে আত্মীয় নয় এমন একজন পুরুষের সাথে হাটার কারণে ব্যভিচারের অভিযোগে তাকে গাজী স্টেডিয়ামে প্রকাশ্যে ১০০ বেত্রাঘাত করা হয়।[146]
নারীর কর্মসংস্থান মেডিকেল সেক্টরে সীমাবদ্ধ করা হয়, যেখানে পুরুষ চিকিৎসা কর্মীদের নারী ও মেয়েদের চিকিৎসা করা নিষিদ্ধ হয়।[144] মহিলাদের কর্মসংস্থানের উপর এই ব্যাপক নিষেধাজ্ঞার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলি ব্যাপকভাবে বন্ধ হয়ে যায়, কারণ তালেবানের উত্থানের পূর্বে প্রায় সব শিক্ষকই ছিলেন নারী।
জাতিসংঘের মতে, তালেবান ও তাদের মিত্ররা ২০০৯ সালে আফগানিস্তানে ৭৬% বেসামরিক হতাহতের জন্য দায়ী যা ২০১০ সালে ৭৫% এবং ২০১১ সালে ৮০%।[147][148] হিউম্যান রাইটস ওয়াচের মতে, তালেবানের বোমা হামলা এবং অন্যান্য হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়া "২০০৬ সালে ব্যপকভাবে বৃদ্ধি পায়" যখন "কমপক্ষে ৬৬৯ জন আফগান বেসামরিক নাগরিক, প্রায় ৩৫০ টি সশস্ত্র হামলায় নিহত হয়, যার অধিকাংশই ইচ্ছাকৃতভাবে সাধারন মানুষের উপর চালানো হয়েছে বলে মনে হয়।"[149][150]
আফগানিস্তানে তালেবান শাসন দখলের পর, তারা একটি কঠোর শরিয়া আইন জারি করে এবং তারপরে তাদের বিরুদ্ধে বৈষম্য শুরু হয় এবং হিন্দু, বৌদ্ধ এবং শিখদের জনসংখ্যা খুব দ্রুত হারে হ্রাস পায়।[151] তালেবানরা আদেশ জারি, যা অমুসলিমদের উপাসনালয় নির্মাণ করতে নিষেধজ্ঞা প্রদান করে। কিন্তু তাদেরকে বিদ্যমান পবিত্র স্থানে পূজা করার অনুমতি দেওয়া হয়।, অমুসলিমদের মুসলমানদের সমালোচনা করতে নিষেধজ্ঞা প্রদান করা হয়, অমুসলিমদের তাদের ছাদে হলুদ কাপড় লাগিয়ে তাদের বাড়ি চিহ্নিত করার নির্দেশ দেয়া হয়, অমুসলিমদের মুসলমানদের একই সাথে বসবাস করতে নিষেধজ্ঞা দেওয়া হয়, এবং অমুসলিম মহিলাদের একটি বিশেষ চিহ্ন দিয়ে হলুদ পোশাক পরতে বলা হয় যাতে মুসলমানরা তাদের দূরত্ব বজায় রাখতে পারে। (মূলত হিন্দু, বৌদ্ধ ও শিখদের বলা হয়েছিলো) [152]
২০০৮ সালে ২৯ জন ত্রান/সাহায্য কর্মীকে হত্যা করা হয় যাদের মধ্যে ৫ জন বিদেশীও ছিলো। ২০১০ সালে ১০ জন চিকিৎসা সাহায্য কর্মীকেও খ্রীষ্টান ধর্ম প্রচার করছে দাবি করে হত্যা করা হয়। ২০১২ সালে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবান কমান্ডার পোলিও টিকা নিষিদ্ধ করা হয়। তালেবানের ধারণা টিকাকর্মীরা গুপ্তচর এবং খ্রিস্টান ধর্ম প্রচার করে।[153]
আফগানিস্তানের প্রায় অর্ধেক স্কুল ধ্বংস করা হয়।[154] তালেবানরা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায় এবং অভিভাবক ও শিক্ষকদের হুমকি দেয়।[155] ২০১৭ সালের ডিসেম্বরে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) রিপোর্ট মতে তালেবানরা এক হাজারেরও বেশি স্কুল ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা দখল করেছে এবং শত শত শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছে।[156]
১১ আগস্ট ১৯৯৮, তালেবান পুলি খুমরি পাবলিক লাইব্রেরি ধ্বংস করে। লাইব্রেরিতে ৫৫,০০০ এরও বেশি বই এবং পুরাতন পাণ্ডুলিপি ছিল এবং এটি আফগানদের জাতি এবং তাদের সংস্কৃতির সবচেয়ে মূল্যবান এবং সুন্দর সংগ্রহ হিসাবে বিবেচত ছিলো।[157][158] ২০০১ সালের অক্টোবরে, তালেবান আফগানিস্তানের জাতীয় জাদুঘরের অন্তত ২৭৫০ টি শিল্পকর্ম ধ্বংস করে। [159] ক্ষমতায় আসার পর থেকে এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরও, তালেবানরা সাংস্কৃতিক লোকসংগীত সহ সমস্ত সঙ্গীত নিষিদ্ধ করে এবং বেশ কয়েকজন সংগীতশিল্পীকে আক্রমণ ও হত্যাও করেছে।[160][161][162][163]
১৯৯৬-২০০১ -এর তালেবান শাসনামলে, তারা ফুটবল, ঘুড়ি ওড়ানো এবং দাবা সহ অনেক বিনোদনমূলক কাজকর্ম এবং খেলা নিষিদ্ধ করেছিল। টেলিভিশন, চলচ্চিত্র, গান এবং স্যাটেলাইট ডিশের মতো সাধারণ বিনোদনও নিষিদ্ধ করা হয়েছিল।[164] বাচ্ছাদের ঘুড়ি ওড়ানো সময় ধরতে পারলে মারধোর করা হত। নিষিদ্ধ জিনিসের তালিকায় অন্তর্ভুক্ত ছিল বাদ্যযন্ত্র এবং জীবন্ত প্রাণীর ছবি বা শোপিস।[160]
আফগান গৃহযুদ্ধের সময় তালেবানরা শুধুমাত্র সাদা পতাকা ব্যবহার করতো। ১৯৯৬ সালে কাবুলের ওপর নিয়ন্ত্রণভার গ্রহণ করে ও আফগানিস্তানকে ইসলামিক আমিরাত ঘোষণা করে। সাদা পতাকাকে জাতীয় পতাকা হিসেবে চিত্রিত করে। 'তাদের বিশ্বাসবোধ এবং সরকারের বিশুদ্ধতার প্রতীক'রূপে তুলে ধরা হয়। ১৯৯৭ সালের পর ঐ পতাকায় শাহাদাহ চিহ্ন যুক্ত করা হয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.