লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি: Los Angeles Times) যা এল.এ. টাইমস (L.A. Times) নামেও পরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দৈনিক পত্রিকা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস-এ ১৮৮১ সাল থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমভাগ জুড়ে এই পত্রিকাটি বিপণন করা হয়, এবং এটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটান পত্রিকা, ও চতুর্থ বৃহত্তম সার্কুলেটেড সংবাদপত্র।[৫] এটির প্রতিদিন সার্কুলেশন অক্টোবর ২০০৮ অনুসারে প্রায় ৭ লক্ষ ৩৯ হাজার কপি থেকে [৬] থেকে ১০ লক্ষ ১০ হাজারের কাছাকাছি।[৭] এটির প্রিন্টেড সংস্করণ ছাড়াও অনলাইনে তাদের ওয়েবসাইটের মাধ্যমে এটি দিনে চব্বিশ ঘণ্টা সংবাদ প্রাপ্তি নিশ্চিত করে।
ধরন | দৈনিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | ট্রিবিউন কোম্পানি |
প্রকাশক | এডি হার্টেনস্টেইন[১][২] |
সম্পাদক | রাস স্ট্যান্টন[৩] |
প্রতিষ্ঠাকাল | ৪ ডিসেম্বর, ১৯৮১ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | ২০২ ওয়েস্ট ফার্স্ট স্ট্রিট লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ৯০০১২, যুক্তরাষ্ট্র |
প্রচলন | প্রতিদিন ৭,২৩,১৮১ ১১,০১,৯৮১ (রবিবার)[৪] |
আইএসএসএন | ০৪৫৮-৩০৩৫ |
ওয়েবসাইট | www.latimes.com |
লস অ্যাঞ্জেলেস টাইমসের সবচেয়ে নিকটবর্তী পুলিৎজার পুরস্কারটি এসেছে ২০০৯ সালে।[৮] প্রতিবেদক বেটিনা বক্সাল ও জুলি কার্ট এল.এ. টাইমসের পক্ষে এ পুরস্কার জয় করেন।[৯] এছাড়া এর আগে এটি ৩৮ বার পুলিৎজার পুরস্কার জয় করেছে, এর মধ্যে সম্পাদকীয় কার্টুনের জন্য আছে, এবং আছে দুই স্পট প্রতিবেদনের জন্য।[১০] [২০০৪ সালে এই পত্রিকাটি পাঁচটি পুলিৎজার পুরস্কার জয় করে, যা এক বছরে কোনো পত্রিকার তৃতীয় সর্বোচ্চ পুলিৎজার জয়। এর আগে ২০০২ সালে দ্য নিউ ইয়র্ক টাইমস ৭টি, ও ২০০৮ সালে দ্য ওয়াশিংটন পোস্ট ৬টি পুলিৎজার জয় করে।
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.