জাহিরী (আরবি: ظاهرية, প্রতিবর্ণীকৃত: Ẓāhiryya) ইসলামের সুন্নী শাখার ফিকহ বা আইনশাস্ত্রের একটি দার্শনিক চিন্তাগোষ্ঠী তথা মাযহাব। খ্রিস্টীয় ৯ম শতকে দাউদ আল-জাহিরী এই চিন্তাগোষ্ঠীটি প্রতিষ্ঠা করেন।[1] জাহিরী ছিলেন ইসলামী স্বর্ণযুগের একজন আলীম (ইসলামী পণ্ডিত), ফাকীহ (ইসলামী আইনবেত্তা) ও ইসলামী ধর্মতত্ত্ববিদ[7] জাহিরী মাযহাবটির মূল চারিত্রিক বৈশিষ্ট্য হল আক্ষরিকবাদের প্রতি কঠোর আনুগত্য, যেখানে কুরআনহাদীসের রচনাবলীর বহির্গত (জাহির) অর্থ [8] ইসলামের নবী মুহাম্মাদের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী তথা সাহাবাদের প্রথম প্রজন্মের ঐকমত্যকে (ইজমা) ইসলামী আইন তথা শরিয়ার (শারিয়াহ) উৎস হিসেবে গণ্য করা এবং কিয়াস (সাদৃশ্য বা অনুরূপিতাভিত্তিক যুক্তিপ্রদান) ও উরফ (সামাজিক রীতিনীতি বা জ্ঞান) প্রত্যাখ্যান করা,[1] যেগুলি ইসলামী আইনশাস্ত্রের অন্যান্য দার্শনিক চিন্তাগোষ্ঠীতে ব্যবহৃত হয়।

মধ্যপ্রাচ্যে শুরুতে সীমিত সাফল্যলাভ ও পরবর্তীতে জনপ্রিয়তা হারানোর পরে জাহিরী চিন্তাগোষ্ঠীটি ইসলামী স্পেনের কর্দোবা খিলাফতটিতে ও আরও ব্যাপক অর্থে প্রায় সমগ্র আল-আন্দালুস অঞ্চলটিতে বিকাশ লাভ করেছিল। বিশেষ করে আন্দালুসীয় মুসলমান আইনবেত্তা ইবনে হাজম এই প্রক্রিয়াতে নেতৃত্বদান করেন।[1] বলা হয় যে জাহিরী চিন্তাগোষ্ঠীটি "বিভিন্ন রূপে প্রায় ৫০০ বছর টিকে থাকার পরে...হানবালী গোষ্ঠীর সাথে একীভূত হয়ে যায়"।[9] তার অনেক পরে ২০শ শতাব্দীর মধ্যভাগে এসে মুসলিম বিশ্বের কোনও কোনও অঞ্চলে এটির পুনরুজ্জীবন ঘটেছে।[10][11][12]

জাহিরী মাযহাবকে ইসলামের সুন্নী শাখার পঞ্চম চিন্তাগোষ্ঠী হিসেবে চরিত্রায়িত করা হয়েছে।[13][14][15] সমসাময়িক মুসলিম পণ্ডিতবর্গ তথা উলামা এটিকে আজও স্বীকৃতিদান করেন এবং তাদের উপর এটির এখনও কিছু প্রভাব রয়ে গেছে। বিশেষ করে আহল-ই- হাদীস আন্দোলনটির সদস্যরা নিজেদেরকে জাহিরী বলে শনাক্ত করতে পারেন।[16][17]আজ মরক্কোপাকিস্তানে এই মাযহাবের কিছু অনুসারী আছে। অতীতে মেসোপটেমিয়া,দক্ষিণ ইরান, ইবেরীয় উপদ্বীপ, বালেয়ারীয় দ্বীপপুঞ্জ ও উত্তর আফ্রিকায় এর অনেক অনুসারী ছিল।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.