ওলামা শব্দটি "আলিম" (জ্ঞানী) শব্দের বহুবচন, যা ইসলামী শিক্ষায় বিশেষজ্ঞ ব্যক্তিদের বোঝায়। তারা ধর্মীয় জ্ঞান ও শিক্ষার সংরক্ষণ, ব্যাখ্যা এবং প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে ইসলামিক বিশেষজ্ঞদের বোঝাতে মুফতী শব্দটি ব্যবহার হয়ে থাকে [][][][] এরা শরিয়াহ আইনের নিয়ন্ত্রক হিসেবেই বেশি পরিচিত।

ভূমিকা

ওলামা প্রধানত ইসলামি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকেন। তারা ইসলামী আইন (শরীয়াহ) সম্পর্কিত ব্যাখ্যা প্রদান করেন এবং মুসলিম সমাজের জন্য সঠিক পথনির্দেশনা প্রদান করেন।[]

অন্যান্য কাজ

ওলামা মাদ্রাসা ও ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা, গবেষণা এবং ধর্মীয় দায়িত্ব পালন করেন। এছাড়া, তারা সমাজে নৈতিক ও সামাজিক দিকনির্দেশক হিসেবে কাজ করেন।[]

উল্লেখযোগ্য কাজ

ওলামাদের কাজের মধ্যে শরীয়াহ আইন, ইসলামী নীতি এবং ধর্মীয় ফতোয়া প্রদান উল্লেখযোগ্য। তাদের কাজ মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।[] নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম-ওলামাদের সম্পর্কে বলেছেন []

মুসলিম সমাজে আলেমরাই নবীজি (সা.)-এর উত্তরাধিকারী। সুতরাং তাঁরা মুসলিম সমাজের শিক্ষক, অভিভাবক ও নেতা। রাসুলুল্লাহ (সা.) বলেন, আলেমরা নবীদের উত্তরাধিকারী।

(সুনানে আবি দাউদ, হাদিস : ৩৬৪১)

দ্রষ্টব্য

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.