Loading AI tools
একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইহুদি বা যিহূদী[17] (হিব্রু ভাষায়: יְהוּדִים, Yehudim; আরবি: اليهود, প্রতিবর্ণীকৃত: al-Yahūd) হল ঐতিহাসিক ইস্রায়েল ও যিহূদা রাজ্যের ইস্রায়েলীয়[18][19][20] ও ইব্রীয়দের[21][22] থেকে উদ্ভূত একটি নৃধর্মীয় গোষ্ঠী[23] এবং একটি জাতি।[24][25] ইহুদি জাতিসত্তা, জাতীয়তা ও ধর্ম দৃঢ়ভাবে আন্তঃসম্পর্কিত।[26][27] কারণ হলো, ইহুদিধর্ম হলো ইহুদিদের জাতিগত ধর্ম। যদিও ধর্মকর্ম পালনের ক্ষেত্রে কঠোর নিয়মানুবর্তিতা থেকে নিয়মহীনতার মত ভিন্নতা পরিলক্ষিত হয়।[28][29]
יהודים (Yehudim) | |
---|---|
মোট জনসংখ্যা | |
১৩,৭৪৬,১০০–১৭,৯৩৬,৪০০[1] | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
ইসরায়েল | ৬,০৪২,০০০[2][3] |
যুক্তরাষ্ট্র | ৫,৪২৫,০০০ (২০১১)[4] – ৬,৮০০,০০০[5] |
ফ্রান্স | ৪৮০,০০০[4] |
কানাডা | ৩৭৫,০০০[4] |
যুক্তরাজ্য | ২৯১,০০০[4] |
রাশিয়া | ১৯৪,০০০ – ৫০০,০০০[6][4] |
আর্জেন্টিনা | ১৮২,৩০০[4] |
জার্মানি | ১১৯,০০০[4] |
অস্ট্রেলিয়া | ১০৭,৫০০[4] |
হাঙ্গেরি | ১০০,০০০ – ১২০,০০০[7][8] |
ব্রাজিল | ৯৫,৩০০[4] |
দক্ষিণ আফ্রিকা | ৭০,৮০০[4] |
ইউক্রেন | ৬৭,০০০- ২০০,০০০[9][4] |
মেক্সিকো | ৩৯,৪০০[4] |
বেলজিয়াম | ৩০,৩০০[4] |
নেদারল্যান্ডস | ৩০,০০০[4] |
ইতালি | ২৮,৪০০[4] |
তুরস্ক | ২৬,০০০[10] |
চিলি | ১৮,৫০০[4] |
ইরান | ৮,৭৫৬[11] |
অন্যান্য দেশ | ২৫০,২০০[4] |
ভাষা | |
প্রধান কথ্যভাষা: ঐতিহাসিক ভাষা:
| |
ধর্ম | |
ইহুদিধর্ম | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
অন্যান্য লেভান্তীয়,[12][13][14][15] শমরীয়,[14] আরব,[14][16] অশূরীয়[14][15] |
ইহুদিরা মূলত একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী, যারা ইস্রায়েল জাতির অন্তর্গত এবং জাতিগতভাবে ইহুদি ধর্মের অনুসারী। আব্রাহামের পুত্র ইসহাক, তার পুত্র যাকোব ওরফে ইসরাইল (ইস্রাঈল বা ইস্রায়েল)–এর বংশধরগণ বনী ইসরাঈল নামে পরিচিত। যাকোবের বারো পুত্রের নামে বনী-ইস্রায়েলের বারোটি গোষ্ঠীর জন্ম হয় যার মধ্যে ইয়াহুদা'র নাম থেকে ইহুদি শব্দটি এসেছে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.