Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
যাকোব[1] (হিব্রু: יַעֲקֹב, আধুনিক: , টিবেরীয়: Yaʿăqōḇ; আরবি: يَعْقُوب Yaʿqūb, গ্রিক: Ἰακώβ, Iakṓb), পরবর্তীতে ইস্রায়েল নামে ভূষিত, ছিলেন ইস্রায়েলীয় জাতির পিতৃকুলপতি। তিনি ইব্রাহিমীয় ধর্মসমূহে, অর্থাৎ ইহুদিধর্ম, খ্রিষ্টধর্ম ও ইসলামে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইসলামে তিনি নবী ইয়াকুব (আ.) হিসেবে পরিচিত। ইস্হাক ও রিবিকার পুত্র, অব্রাহাম, সারা ও বৈথলের দৌহিত্র এবং ইশ্মায়েলের ভ্রাতুষ্পুত্র যাকোব বাইবেলের আদিপুস্তকে আবির্ভূত হন। তিনি ইস্হাকের দ্বিতীয় পুত্র, প্রথম পুত্র তাঁরই যমজ ভাই এষৌ। যদিও ইস্হাকের বার্ধক্য ও অন্ধত্বের সুযোগ নিয়ে যাকোব প্রথম পুত্র হিসেবে এষৌয়ের প্রাপ্ত আশীর্বাদসমূহকে করায়ত্ত করে নেন এবং তাঁদের পরিবারের নেতা হয়ে ওঠেন।[2] কনানে এক তীব্র খরা দেখা দিলে পুত্র যোষেফের সহায়তায়—যিনি ফরৌণের আস্থাভাজন হয়ে উঠেছিলেন—যাকোব ও তাঁর বংশধরেরা মিসরে গমন করেন। সেখানে তিনি ১৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তাঁকে মক্পেলা গুহায় সমাহিত করা হয়।[3][4]
তেরহ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সারা[5] | অব্রাহাম | হাগার | হারণ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
নাহোর | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইশ্মায়েল | মিল্কা | লোট | যিষ্কা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইশ্মায়েলীয় | ৭ পুত্র[6] | বথূয়েল | ১ম কন্যা | ২য় কন্যা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইস্হাক | রিবিকা | লাবন | মোয়াবীয় | অম্মোনীয় | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এষৌ | যাকোব | রাহেল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বিল্হা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইদোমীয় | সিল্পা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লেয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১. রূবেণ ২. শিমিয়োন ৩. লেবি ৪. যিহূদা ৯. ইষাখর ১০. সবূলূন দীণা (কন্যা) | ৭. গাদ ৮. আশের | ৫. দান ৬. নপ্তালি | ১১. যোষেফ ১২. বিন্যামীন | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যাকোব | লেয়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লেবি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোন | কহাৎ | মরারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
লিব্নি | শিমিয়ি | যিষ্হর | হিব্রোণ | উষীয়েল | মহলি | মূশি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যোকেবদ | অম্রম | মীশায়েল | ইল্সাফন | সিথ্রি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মরিয়ম | হারোণ | মোশি | সিপ্পোরা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
গের্শোম | ইলীয়েষর | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.