বনি ইসমাইল বা ইসমাইলীয় (হিব্রু ভাষায়: בני ישמעאל Bnei Yishma'el; আরবি: بني إسماعيل, প্রতিবর্ণীকৃত: Bani Isma'il) হল আব্রাহামিক ঐতিহ্যে বর্ণিত বিভিন্ন আরব উপজাতি, উপজাতীয় গোত্র এবং ছোট রাজ্যের একটি সংগ্রহ ছিল যা ইসমাইলের বংশধর এবং নামকরণ করা হয়। ইসমাইল কুরআন অনুযায়ী একজন নবী। তিনি আব্রাহামের এবং মিশরীয় হাজেরার প্রথম পুত্র।
পুরাতন নিয়মের আদিপুস্তক অনুসারে অব্রাহামের জ্যেষ্ঠ পুত্র ইশ্মায়েলের বংশধর এবং তাঁর বারো পুত্র ও দেশাধিপতিদের বংশধরগণ।[1][2][3]
ঐতিহাসিকভাবে, ইশ্মায়েলীয়দের আরব জাতির (আরও নির্দিষ্টভাবে উত্তর আরবীয়) সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
এমনকি আজও অনেকে, বিশেষত আরব মুসলিমরা, ইশ্মায়েলকে তাদের পুর্বপুরুষ হিসেবে চিহ্নিত করে থাকে।[4][5]
ঐতিহ্যবাহী উৎস
হিব্রু বাইবেল
অব্রাহাম | হাগার | ||||||||||||
ইশ্মায়েল | |||||||||||||
১. নবায়োৎ (נבית) ২. কেদর (קדר) ৩. অদ্বেল (אדבאל) ৪. মিব্সম (מבשם) ৫. মিশ্ম (משמע) ৬. দুমা (דומה) ৭. মসা (משא) ৮. হদদ (חדד) ৯. তেমা (תימא) ১০. যিটূর (יטור) ১১. নাফীশ (נפיש) ১২. কেদমা (קדמה) | |||||||||||||
আরও দেখুন
পাদটীকা
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.