Loading AI tools
খ্রিষ্টীয় বাইবেলের প্রথম বিভাগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পবিত্র বাইবেলের দুটি অংশ- পুরাতন নিয়ম ও নূতন নিয়ম। পুরাতন নিয়ম বা হিব্রু বাইবেল হল পবিত্র বাইবেলের প্রথম খণ্ড। পুরাতন নিয়মের অধিকাংশ বই হিব্রু ভাষায় লেখা হয়েছে। দানিয়েল এবং ইষ্রার কিছু অংশ লেখা হয়েছে আরামীয় ভাষায়। পুরাতন নিয়মে মোট ৩৯টি পুস্তক রয়েছে। এই ৩৯টি পুস্তককে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়: ১. ব্যবস্থা পুস্তক ২. ঐতিহাসিক পুস্তক ৩. কাব্যিক পুস্তক ও ৪. ভাববাদীগণের পুস্তক। অন্যদিকে ইহুদীরা পুরাতন নিয়মকে তানাখ বলে ডাকে।
পুরাতন নিয়মে ৩৯টি (প্রোটেস্টান্ট), ৪৬টি (কাথোলিক) বা তার বেশি (অর্থোডক্স ও অন্যান্য) বই রয়েছে যেগুলো খুব বিস্তৃতভাবে, পঞ্চপুস্তক, ঐতিহাসিক পুস্তক, প্রজ্ঞাপুস্তক এবং নবীগণের পুস্তকে বিভক্ত।[১]
খালি ছকঘর নির্দেশ করে যে ওই পুস্তকটি সেই কানুনে অনুপস্থিত।
ইহুদিতানাখ(২৪টি বই)[ক] | প্রোটেস্টান্টপুরাতন নিয়ম(৩৯টি বই) | কাথোলিকপুরাতন নিয়ম(৪৬টি বই) | পূর্বদেশীয় অর্থোডক্সপুরাতন নিয়ম(৪৯টি বই) | মূলভাষা |
---|---|---|---|---|
তোরাহ (আইন) | পঞ্চপুস্তক বা মোশির পাঁচটি বই |
|||
বরেশীৎ | আদিপুস্তক | আদিপুস্তক | আদিপুস্তক | ইব্রীয় |
শমোৎ | যাত্রাপুস্তক | যাত্রাপুস্তক | যাত্রাপুস্তক | ইব্রীয় |
বয়ীক্রা | লেবীয় পুস্তক | লেবীয় পুস্তক | লেবীয় পুস্তক | ইব্রীয় |
বমীদ্বর | গণনা পুস্তক | গণনা পুস্তক | গণনা পুস্তক | ইব্রীয় |
দাবারীম | দ্বিতীয় বিবরণ | দ্বিতীয় বিবরণ | দ্বিতীয় বিবরণ | ইব্রীয় |
নবীঈম (নবীগণ) | ঐতিহাসিক পুস্তকসমূহ |
|||
য়হোশূআʿ | যিহোশূয় | যিহোশূয় (যোসুয়ে) | যিহোশূয় (ইয়েসৌস) | ইব্রীয় |
শোফেতীম | বিচারকর্তৃগণ | বিচারকর্তৃগণ | বিচারকর্তৃগণ | ইব্রীয় |
রূৎ[খ] | রূৎ | রূৎ | রূৎ | ইব্রীয় |
শমূয়েল | ১ শমূয়েল | ১ শমূয়েল (১ রাজাবলি)[গ] | ১ শমূয়েল (১ রাজ্যসমূহ)[ঘ] | ইব্রীয় |
২ শমূয়েল | ২ শমূয়েল (২ রাজাবলি)[গ] | ২ শমূয়েল (২ রাজ্যসমূহ)[ঘ] | ইব্রীয় | |
মলাখীম | ১ রাজাবলি | ১ রাজাবলি (৩ রাজাবলি)[গ] | ১ রাজাবলি (৩ রাজ্যসমূহ)[ঘ] | ইব্রীয় |
২ রাজাবলি | ২ রাজাবলি (৪ রাজাবলি)[গ] | ২ রাজাবলি (৪ রাজ্যসমূহ)[ঘ] | ইব্রীয় | |
দীব্রে হাইয়ামীম[খ] | ১ বংশাবলি | ১ বংশাবলি (১ পারালিপোমেনন) | ১ বংশাবলি (১ পারালিপোমেনন) | ইব্রীয় |
২ বংশাবলি | ২ বংশাবলি (২ পারালিপোমেনন) | ২ বংশাবলি (২ পারালিপোমেনন) | ইব্রীয় | |
১ এসদ্রাস[ঙ][চ] | গ্রীক | |||
ʿএজ়্রাʾ–নহ়মিয়া[খ] | ইষ্রা | ইষ্রা (১ এসদ্রাস) | ইষ্রা (২ এসদ্রাস)[ঘ][ছ][জ] | ইব্রীয় ও অরামীয় |
নহিমিয় | নহিমিয় (২ এসদ্রাস) | নহিমিয় (২ এসদ্রাস)[ঘ][ছ] | ইব্রীয় | |
তোবিৎ (তোবিয়) | তোবিৎ[ঙ] | অরামীয় ও ইব্রীয় | ||
যিহূদীৎ | যিহূদীৎ[ঙ] | ইব্রীয় | ||
ইষ্টের[খ] | ইষ্টের | ইষ্টের[ঝ] | ইষ্টের[ঝ] | ইব্রীয় |
১ মকবীয়[ঞ] | ১ মকবীয়[ঙ] | ইব্রীয় | ||
২ মকবীয়[ঞ] | ২ মকবীয়[ঙ] | গ্রীক | ||
৩ মকবীয়[ঙ] | গ্রীক | |||
৩ এসদ্রাস[ঙ] | গ্রীক | |||
৪ মকবীয়[ট] | গ্রীক | |||
কতূবীম (রচনাবলি) | প্রজ্ঞাপুস্তক | |||
ইয়োব[খ] | ইয়োব | ইয়োব | ইয়োব | ইব্রীয় |
তেহিলীম[খ] | গীতসংহিতা | গীতসংহিতা | গীতসংহিতা[ঠ] | ইব্রীয় |
মনঃশির প্রার্থনা[ড] | গ্রীক | |||
মীশ্লে[খ] | হিতোপদেশ | হিতোপদেশ | হিতোপদেশ | ইব্রীয় |
কোহেলেৎ[খ] | উপদেশক | উপদেশক | উপদেশক | ইব্রীয় |
শীর হাশীরীম[খ] | শলোমনের গীত | পরমগীত | পরমগীত (আইস্মা আইস্মাতন) | ইব্রীয় |
প্রজ্ঞাপুস্তক | প্রজ্ঞাপুস্তক[ঙ] | গ্রীক | ||
সীরা | সীরা[ঙ] | ইব্রীয় | ||
নবীঈম (পরবর্তী নবীগণ) | প্রধান নবীগণ | |||
য়শাʿইয়াহূ | যিশাইয় | যিশাইয় (ইসাইয়াস) | যিশাইয় | ইব্রীয় |
য়ীরময়াহূ | যিরমিয় | যিরমিয় (যিরমিয়াস) | যিরমিয় | ইব্রীয় |
ʾএক়া[খ] | বিলাপ | বিলাপ | বিলাপ | ইব্রীয় |
বারূক[ঢ] | বারূক[ঢ][ঙ] | ইব্রীয়[২] | ||
যিরমিয়ের পত্র[ণ][ঙ] | গ্রীক (সংখ্যাগুরু দৃষ্টিভঙ্গি)[ত] | |||
য়হ়জ়ক়েʾল | যিহিষ্কেল | যিহিষ্কেল | যিহিষ্কেল | ইব্রীয় |
দানিয়েল[খ] | দানিয়েল | দানিয়েল[থ] | দানিয়েল[থ] | অরামীয় ও ইব্রীয় |
বারোজন গৌণ নবী | ||||
শ্নেম ʿআস়রবাবারোজন | হোশেয় | হোশেয় (ওসী) | হোশেয় | ইব্রীয় |
যোয়েল | যোয়েল | যোয়েল | ইব্রীয় | |
আমোষ | আমোষ | আমোষ | ইব্রীয় | |
ওবদিয় | ওবদিয় (আবদিয়াস) | ওবদিয় | ইব্রীয় | |
যোনা | যোনা (যোনাস) | যোনা | ইব্রীয় | |
মীখা | মীখা (মীখায়াস) | মীখা | ইব্রীয় | |
নহূম | নহূম | নহূম | ইব্রীয় | |
হবক্কূক | হবক্কূক (হবকূক) | হবক্কূক | ইব্রীয় | |
সফনিয় | সফনিয় (সফনিয়াস) | সফনিয় | ইব্রীয় | |
হগয় | হগয় (আগ্গায়েউস) | হগয় | ইব্রীয় | |
সখরিয় | সখরিয় (জাখারিয়াস) | সখরিয় | ইব্রীয় | |
মালাখি | মালাখি (মালাখিয়াস) | মালাখি | ইব্রীয় |
পূর্বদেশীয় অর্থোডক্স কানুনের বেশ কিছু বই লাতিন ভুলগাতা বা প্রাকৃত বাইবেলের পরিশিষ্টেও পাওয়া যায়, যা পূর্বে রোমীয় কাথোলিক মণ্ডলীর দাপ্তরিক বাইবেল ছিল।
১.'''ব্যবস্থা পুস্তক''' (৫টি)
বিষয় বস্তু: সৃষ্টির বিবরণ, ইস্রায়েল জাতির বিবরণ, এবং ঈশ্বরের ব্যবস্থা শিক্ষা।
২.'''ঐতিহাসিক পুস্তক''' (১২টি)
বিষয় বস্তু: ইস্রায়েল জাতির বৃদ্ধি উত্থান, পতন এবং ঈশ্বরের কার্য্য।
৩.'''কাব্যিক পুস্তক''' (৫টি)
বিষয় বস্তু: ঈশ্বরের সম্বন্ধে বিশ্বাসের সাক্ষ্য এবং আত্মিক শিক্ষা।
৪.'''ভাববাদীগণের পুস্তক''' (১৭টি)
বিষয় বস্তু: ইস্রায়েল জাতির বিচার, অনুতাপের জন্য আহ্বান, রাজ্যের বিচার এবং ভবিষ্যৎ সম্বন্ধে ভবিষ্যৎ বাণী।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.