Remove ads
মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রাক্তন সাম্রাজ্য উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
সেলজুক (বা মহান সেলজুক সাম্রাজ্য[১০] অথবা সেল্ডজুক কখনো সেলজুক তুর্ক; তুর্কী ভাষায়: Selçuklular; ফার্সি ভাষায়: سلجوقيان সেলজুকাইন; আরবি ভাষায়: سلجوق সালজুক বা السلاجقة আল-সালাজিকা) সুন্নী মুসলমান সাম্রাজ্য যারা ১০ শতক থেকে ১৪ শতক পর্যন্ত মধ্য এশিয়া এবং মধ্য প্রাচ্য শাসন করেছেন। এই মহান সাম্রাজ্যের স্থপতি সুলতান তুঘরিল বেগ । চাগরি বেগ ছিলেন তুঘরিল বেগ এর বড় ভাই। তিনি জাতিতে অঘুজ তুর্কি ছিলেন।[১১] সুলতান মালিক বেগ এর শাসনকালে এই সাম্রাজ্য অর্ধ-পৃথিবী পর্যন্ত বিস্তৃত ছিলো। এর পরবর্তীতে এই সাম্রাজ্য ভেঙ্গে ছোট ছোট আমিরাতে পরিণত হয়। এবং পরবর্তীতে মঙ্গোল সাম্রাজ্য এই সাম্রাজ্যের উত্তরসূরি।
সেলজুক সাম্রাজ্য | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১০৩৭–১১৯৪ | |||||||||||||||||||||||||||||||||||||
মালিক শাহর মৃত্যুর সময় (১০৯২ সাল) সেলযুক সাম্রাজ্য | |||||||||||||||||||||||||||||||||||||
অবস্থা | সাম্রাজ্য | ||||||||||||||||||||||||||||||||||||
রাজধানী | নিশাপুর (১০৩৭–১০৪৩) রে (ইরাক) (১০৪৩–১০৫১) এসফাহন (১০৫১–১১১৮) হামাদান, পশ্চিম প্রান্তের রাজধানী (১১১৮–১১৯৪) মার্ভ, পূর্ব প্রান্তের রাজধানী (১১১৮–১১৫৩) | ||||||||||||||||||||||||||||||||||||
প্রচলিত ভাষা | |||||||||||||||||||||||||||||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||||||||||||||||||||||||||||
সুলতান | |||||||||||||||||||||||||||||||||||||
• ১০৩৭–১০৬৩ | তুঘরিল বেগ (প্রথম) | ||||||||||||||||||||||||||||||||||||
• ১১৭৪–১১৯৪ | তুঘরিল তৃতীয় (শেষ)[৫][৬] | ||||||||||||||||||||||||||||||||||||
ইতিহাস | |||||||||||||||||||||||||||||||||||||
• তুঘরিল বেগ প্রতিষ্ঠা করেন | ১০৩৭ | ||||||||||||||||||||||||||||||||||||
১১৯৪ | |||||||||||||||||||||||||||||||||||||
আয়তন | |||||||||||||||||||||||||||||||||||||
আনু. ১০৮০[৮][৯] | ৩৯,০০,০০০ বর্গকিলোমিটার (১৫,০০,০০০ বর্গমাইল) | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
বর্তমানে যার অংশ | বর্তমান দেশসমূহ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.