মোজাম্বিক জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মোজাম্বিক জাতীয় ফুটবল দল

মোজাম্বিক জাতীয় ফুটবল দল (ইংরেজি: Mozambique national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মোজাম্বিকের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মোজাম্বিকের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৮০ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৭৫ সালের ২৫শে জুন তারিখে, মোজাম্বিক প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মোজাম্বিকে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মোজাম্বিক জাম্বিয়াকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

দ্রুত তথ্য ডাকনাম, অ্যাসোসিয়েশন ...
মোজাম্বিক
Thumb
ডাকনামওস মাম্বাস
অ্যাসোসিয়েশনমোজাম্বিকীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচলুইস গন্সালভেস
অধিনায়কজাইনাদিন জুনিয়র
সর্বাধিক ম্যাচতিকো-তিকো (৯৪)
শীর্ষ গোলদাতাতিকো-তিকো (৩০)
মাঠজিম্পেতো স্টেডিয়াম
ফিফা কোডMOZ
ওয়েবসাইটwww.fmf.co.mz
Thumb
Thumb
Thumb
প্রথম জার্সি
Thumb
Thumb
Thumb
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১১ (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৬৬ (নভেম্বর ১৯৯৭)
সর্বনিম্ন১৩৪ (জুলাই ২০০৫, সেপ্টেম্বর ২০০৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১১৫ ১৩ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৮৫ (সেপ্টেম্বর ১৯৮৫)
সর্বনিম্ন১৫১ (মার্চ ২০০৩)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মোজাম্বিক ২–১ জাম্বিয়া 
(মোজাম্বিক; ২৫ জুন ১৯৭৫)
বৃহত্তম জয়
 মোজাম্বিক ৬–১ লেসোথো 
(মোজাম্বিক; ১০ আগস্ট ১৯৮০)
 মোজাম্বিক ৫–০ দক্ষিণ সুদান 
(মোজাম্বিক; ১৮ মে ২০১৪)
বৃহত্তম পরাজয়
 জিম্বাবুয়ে ৬–০ মোজাম্বিক 
(সালিসবুরি, জিম্বাবুয়ে; ২০ এপ্রিল ১৯৮০)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ৪ (১৯৮৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৮৬, ১৯৯৬, ১৯৯৮, ২০১০)
বন্ধ

৪২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জিম্পেতো স্টেডিয়ামে ওস মাম্বাস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মোজাম্বিকের রাজধানী মাপুতুতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুইস গন্সালভেস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মারিতিমোর রক্ষণভাগের খেলোয়াড় জাইনাদিন জুনিয়র

মোজাম্বিক এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে মোজাম্বিক এপর্যন্ত ৪ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল।

তিকো-তিকো, চিকুইনিয়ো কঁদে, দোমিঙ্গুয়েস, দারিও মোন্তেইরো এবং জেরি সিতোয়ের মতো খেলোয়াড়গণ মোজাম্বিকের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মোজাম্বিক তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬৬তম) অর্জন করে এবং ২০০৫ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৩৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মোজাম্বিকের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮৫তম (যা তারা ১৯৮৫ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৫১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
আরও তথ্য অবস্থান, পরিবর্তন ...
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০৯অপরিবর্তিত  মাদাগাস্কার১১৮৭.৬৩
১১০অপরিবর্তিত  কেনিয়া১১৮১.৯২
১১১অপরিবর্তিত  মোজাম্বিক১১৮০.৭২
১১২অপরিবর্তিত  কঙ্গো১১৭৯.৮
১১৩অপরিবর্তিত  থাইল্যান্ড১১৭৬.৭৫
বন্ধ
বিশ্ব ফুটবল এলো রেটিং
আরও তথ্য অবস্থান, পরিবর্তন ...
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৩হ্রাস ১০  উগান্ডা১৩৬৮
১১৪হ্রাস  উত্তর কোরিয়া১৩৬৭
১১৫বৃদ্ধি ১৩  মোজাম্বিক১৩৬৬
১১৬হ্রাস ২৬  এস্তোনিয়া১৩৬৩
১১৭বৃদ্ধি  কুয়েত১৩৬২
বন্ধ

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

আরও তথ্য ফিফা বিশ্বকাপ, বাছাইপর্ব ...
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০পর্তুগালের অংশ ছিলপর্তুগালের অংশ ছিল
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
স্পেন ১৯৮২উত্তীর্ণ হয়নি
মেক্সিকো ১৯৮৬অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি১১
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০১২১০১০
ব্রাজিল ২০১৪১০
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৩৪১৮৩০৪৯
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.