কঙ্গো জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কঙ্গো জাতীয় ফুটবল দল

কঙ্গো জাতীয় ফুটবল দল (ফরাসি: Équipe nationale de football du Congo) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কঙ্গোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কঙ্গোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কঙ্গোলীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৫ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৪ সালে, কঙ্গো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফরাসি কঙ্গোতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে কঙ্গো ক্যামেরুনকে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

দ্রুত তথ্য ডাকনাম, অ্যাসোসিয়েশন ...
কঙ্গো
Thumb
ডাকনামদিয়াব্লে রুজ রেড ডেভিল
অ্যাসোসিয়েশনকঙ্গোলীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচভালদো ফিলিয়ো
অধিনায়কআমুর লুসুকু
সর্বাধিক ম্যাচজোনাস বাহাম্বুলা (৫৬)
শীর্ষ গোলদাতাথিয়েভি বিফুমা (১৫)
মাঠকিন্তেলে পৌর স্টেডিয়াম
ফিফা কোডCGO
ওয়েবসাইটfecofoot.cg
Thumb
Thumb
Thumb
Thumb
প্রথম জার্সি
Thumb
Thumb
Thumb
Thumb
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১২ (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৪২ (সেপ্টেম্বর ২০১৫)
সর্বনিম্ন১৪৪ (সেপ্টেম্বর ২০১১)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৪৮ ১০ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৩৭ (জুলাই ১৯৭২)
সর্বনিম্ন১৩৩ (সেপ্টেম্বর ২০১১)
প্রথম আন্তর্জাতিক খেলা
ফরাসি কঙ্গো ৫–১ ক্যামেরুন
(ফরাসি কঙ্গো; ১৯৫৪)[]
বৃহত্তম জয়
 কঙ্গো ১১–০ চাদ 
(গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র; ২৮ মার্চ ১৯৬৪)
 কঙ্গো ১১–০ সাঁউ তুমি ও প্রিন্সিপি 
(গ্যাবন; ৭ জুলাই ১৯৭৬)
বৃহত্তম পরাজয়
 মালাগাসি প্রজাতন্ত্র ৮–১ কঙ্গো 
(মাদাগাস্কার; ১৮ এপ্রিল ১৯৬০)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ৭ (১৯৬৮-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৭২)
বন্ধ

৬০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কিন্তেলে পৌর স্টেডিয়ামে রেড ডেভিল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী ব্রাজাভিলে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভালদো ফিলিয়ো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্তাদ তিউনিসিয়েনের মধ্যমাঠের খেলোয়াড় আমুর লুসুকু

কঙ্গো এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে কঙ্গো অন্যতম সফল দল, যেখানে তারা ১টি (১৯৭২) শিরোপা জয়লাভ করেছে॥

মারেল মুকো, দেস্তিন মাকিতা, লুক-আর্সেন দিয়ামেসো, থিয়েভি বিফুমা এবং জোনাস বাহাম্বুলার মতো খেলোয়াড়গণ কঙ্গোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে কঙ্গো তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪২তম) অর্জন করে এবং ২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৪৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কঙ্গোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩৭তম (যা তারা ১৯৭২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
আরও তথ্য অবস্থান, পরিবর্তন ...
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১০অপরিবর্তিত  কেনিয়া১১৮১.৯২
১১১অপরিবর্তিত  মোজাম্বিক১১৮০.৭২
১১২অপরিবর্তিত  কঙ্গো১১৭৯.৮
১১৩অপরিবর্তিত  থাইল্যান্ড১১৭৬.৭৫
১১৪অপরিবর্তিত  আজারবাইজান১১৭৪.২২
বন্ধ
বিশ্ব ফুটবল এলো রেটিং
আরও তথ্য অবস্থান, পরিবর্তন ...
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪৬বৃদ্ধি  কোমোরোস১২৭৫
১৪৭বৃদ্ধি ১৬  গায়ানা১২৭৪
১৪৮হ্রাস ১০  কঙ্গো১২৭১
১৪৯হ্রাস  কিরগিজস্তান১২৬৮
১৫০হ্রাস ১৫  ফ্যারো দ্বীপপুঞ্জ১২৬৪
বন্ধ

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

আরও তথ্য ফিফা বিশ্বকাপ, বাছাইপর্ব ...
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪উত্তীর্ণ হয়নি
আর্জেন্টিনা ১৯৭৮১০
স্পেন ১৯৮২অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১০১০১৭
জার্মানি ২০০৬১২১২১৫
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪১৩
রাশিয়া ২০১৮১১১৬
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৬২২১১৩২৮৭৪৭৮
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.