Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উত্তর কোরিয়া জাতীয় ফুটবল দল (কোরীয়: 조선민주주의인민공화국 축구 국가대표팀; এছাড়াও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া জাতীয় ফুটবল দল এবং কোরিয়া ডিপিআর নামে পরিচিত[৬]) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উত্তর কোরিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উত্তর কোরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[৭] এই দলটি ১৯৫৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৬ সালের ৭ই অক্টোবর তারিখে, উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে উত্তর কোরিয়া চীনকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
ডাকনাম | চল্লিমা[১] | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | ইয়ুন জং-সু | ||
অধিনায়ক | জং ইল-গোয়ান | ||
সর্বাধিক ম্যাচ | রি মিয়ং-গুক (১১৮) | ||
শীর্ষ গোলদাতা | জং ইল-গোয়ান (২৬) | ||
মাঠ | কিম ইল-সুং স্টেডিয়াম | ||
ফিফা কোড | PRK | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১৬ (২১ ডিসেম্বর ২০২৩)[২] | ||
সর্বোচ্চ | ৫৭ (নভেম্বর ১৯৯৩) | ||
সর্বনিম্ন | ১৮১ (অক্টোবর–নভেম্বর ১৯৯৮) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১১৪ ৩ (১২ জানুয়ারি ২০২৪)[৩] | ||
সর্বোচ্চ | ১০ (জানুয়ারি ১৯৭০[৪]) | ||
সর্বনিম্ন | ১৩১ (জুন ২০১৯[৪]) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
উত্তর কোরিয়া ১–০ চীন (বেইজিং, চীন; ৭ অক্টোবর ১৯৫৬)[৫] | |||
বৃহত্তম জয় | |||
উত্তর কোরিয়া ২১–০ গুয়াম (তাইপেই, তাইওয়ান; ১১ মার্চ ২০০৫) | |||
বৃহত্তম পরাজয় | |||
পর্তুগাল ৭–০ উত্তর কোরিয়া (কেপ টাউন, দক্ষিণ কোরিয়া; ২১ জুন ২০১০) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ২ (১৯৬৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (১৯৬৬) | ||
এএফসি এশিয়ান কাপ | |||
অংশগ্রহণ | ৫ (১৯৮০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান (১৯৮০) | ||
এএফসি চ্যালেঞ্জ কাপ | |||
অংশগ্রহণ | ৩ (২০০৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (২০১০, ২০১২) | ||
ইএএফএফ ই-১ ফুটবল চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৪ (২০০৫-এ প্রথম) | ||
সেরা সাফল্য | তৃতীয় স্থান (২০০৫, ২০১৫) |
৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কিম ইল-সুং স্টেডিয়ামে চল্লিমা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াংয়ে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুন জং-সু এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিমিয়ংসুর আক্রমণভাগের খেলোয়াড় জং ইল-গোয়ান।
উত্তর কোরিয়া এপর্যন্ত ২ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা পর্তুগালের কাছে ৫–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে উত্তর কোরিয়া এপর্যন্ত ৫ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮০ এএফসি এশিয়ান কাপে চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা ইরানের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। এছাড়াও এএফসি চ্যালেঞ্জ কাপে উত্তর কোরিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (২০১০ এবং ২০১২) শিরোপা জয়লাভ করেছে।
রি মিয়ং-গুক, পাক ডু-ইক, জং ইল-গোয়ান, পাক সং-চল এবং পাক কোয়াং-রিয়ংয়ের মতো খেলোয়াড়গণ উত্তর কোরিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের নভেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৫৭তম) অর্জন করে এবং ১৯৯৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৮১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১০ম (যা তারা ১৯৭০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১৪ | আজারবাইজান | ১১৭৪.২২ | |
১১৫ | নামিবিয়া | ১১৬৮.৩৮ | |
১১৬ | উত্তর কোরিয়া | ১১৬৮.১২ | |
১১৭ | অ্যাঙ্গোলা | ১১৬৮.০৫ | |
১১৮ | টোগো | ১১৬৫.৭৪ |
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১২ | ১৫ | তাজিকিস্তান | ১৩৭৭ |
১১৩ | ১০ | উগান্ডা | ১৩৬৮ |
১১৪ | ৩ | উত্তর কোরিয়া | ১৩৬৭ |
১১৫ | ১৩ | মোজাম্বিক | ১৩৬৬ |
১১৬ | ২৬ | এস্তোনিয়া | ১৩৬৩ |
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
জাপানের অংশ হিসেবে | জাপানের অংশ হিসেবে | ||||||||||||||
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
কোরিয়ার অংশ হিসেবে | কোরিয়ার অংশ হিসেবে | ||||||||||||||
১৯৫০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
উত্তর কোরিয়ার অংশ হিসেবে | উত্তর কোরিয়ার অংশ হিসেবে | ||||||||||||||
১৯৫৪ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | |||||||||||||||
১৯৬৬ | কোয়ার্টার-ফাইনাল | ৮ম | ৪ | ১ | ১ | ২ | ৫ | ৯ | ২ | ২ | ০ | ০ | ৯ | ২ | |
১৯৭০ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৭৪ | উত্তীর্ণ হয়নি | ৬ | ১ | ৩ | ২ | ৫ | ৫ | ||||||||
১৯৭৮ | প্রত্যাহার | প্রত্যাহার | |||||||||||||
১৯৮২ | উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ১ | ১ | ৬ | ৬ | ||||||||
১৯৮৬ | ৪ | ১ | ২ | ১ | ৩ | ২ | |||||||||
১৯৯০ | ১১ | ৫ | ২ | ৪ | ১৩ | ৯ | |||||||||
১৯৯৪ | ১৩ | ৮ | ১ | ৪ | ২৪ | ১৮ | |||||||||
১৯৯৮ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
২০০২ | |||||||||||||||
২০০৬ | উত্তীর্ণ হয়নি | ১২ | ৪ | ২ | ৬ | ১৬ | ১৬ | ||||||||
২০১০ | গ্রুপ পর্ব | ৩২তম | ৩ | ০ | ০ | ৩ | ১ | ১২ | ১৬ | ৮ | ৬ | ২ | ২০ | ৭ | |
২০১৪ | উত্তীর্ণ হয়নি | ৬ | ২ | ১ | ৩ | ৩ | ৪ | ||||||||
২০১৮ | ৮ | ৫ | ১ | ২ | ১৪ | ৮ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | কোয়ার্টার-ফাইনাল | ২/২৩ | ৭ | ১ | ১ | ৫ | ৬ | ২১ | ৮২ | ৩৮ | ১৯ | ২৫ | ১১৩ | ৭৭ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.