বোরন শ্রেণি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বোরন শ্রেণি বলতে পর্যায় সারণির ১৩তম শ্রেণির মৌলগুলোকে বোঝানো হয়ে থাকে। পর্যায় সারণির বোরন (B), অ্যালুমিনিয়াম (Al), গ্যালিয়াম (Ga), ইন্ডিয়াম (In), থ্যালিয়াম (Tl), এবং ইউনুনট্রিয়াম (Uut) ইত্যদি মৌলের সমন্বয়ে এই শ্রেণিটি গঠিত হয়েছে। বোরন শ্রেণির মৌলগুলোর সর্বশেষ শক্তিস্তরে ৩টি করে ইলেকট্রন রয়েছে।[১]
বোরন শ্রেণির মৌলগুলোকে অপধাতু বলা হয়, তবে ইউনুনট্রিয়াম এ ক্ষেত্রে ব্যাতিক্রম, এই মৌলটি দুর্বল ধাতু দলের অন্তর্ভুক্ত। ইউনুনট্রিয়ামের দূর্বল ধাতুর বৈশিষ্টটি এখনও নিশ্চিত হওয়া যায়নি, এবং আপেক্ষিক প্রতিক্রিয়ার ফলে এই বৈশিষ্টটি প্রমাণিত না হওয়ার সম্ভাবনাও রয়েছে। অ্যালুমিনিয়াম প্রকৃতিতে বিপুল পরিমাণে পাওয়া যায়, এবং পৃথিবীর প্রাপ্ত ধাতুগুলোর মধ্যে এটি তৃতীয় অবস্থানে রয়েছে (প্রায় ৮.৩%)[২]
বৈশিষ্টসমূহ
অন্যান্য শ্রেণির মৌলগুলোর মত, এই শ্রেণির মৌলগুলোরও ক্ষেত্রেও তাদের ইলেকট্রন বিন্যাসের পরিবর্তনের সাথে সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর ক্রম পরিবর্তন লক্ষ্য করা যায়।
Z | মৌলিক পদার্থ | শক্তিস্তর |
---|---|---|
5 | বোরোন | 2, 3 |
13 | অ্যালুমিনিয়াম | 2, 8, 3 |
31 | গ্যালিয়াম | 2, 8, 18, 3 |
49 | ইন্ডিয়াম | 2, 8, 18, 18, 3 |
81 | থ্যালিয়াম | 2, 8, 18, 32, 18, 3 |
113 | নিহোনিয়াম | 2, 8, 18, 32, 32, 18, 3 |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.