নেপচুনিয়াম পর্যায় সারণীর অ্যাক্টিনাইড সিরিজের তথা গ্রুপ 3B এর অন্তর্গত একটি তেজস্ক্রিয় মৌল। প্রথম কৃত্রিমভাবে প্রস্তুতকৃত ট্রান্সইউরেনিয়াম মৌল হিসেবেও এর পরিচিতি রয়েছে। এটি রৌপ্য বর্ণের ধাতব পদার্থ।
উচ্চারণ | /nɛpˈtjuːniəm/ | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | silvery metallic | |||||||||||||||||||||||||
পর্যায় সারণিতে নেপচুনিয়াম | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
পারমাণবিক সংখ্যা | ৯৩ | |||||||||||||||||||||||||
গ্রুপ | এফ-ব্লক গ্রুপ (no number) | |||||||||||||||||||||||||
পর্যায় | পর্যায় ৭ | |||||||||||||||||||||||||
ব্লক | f-block | |||||||||||||||||||||||||
ইলেকট্রন বিন্যাস | [Rn] ৫f৪ ৬d১ ৭s২ | |||||||||||||||||||||||||
প্রতিটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা | 2, 8, 18, 32, 22, 9, 2 | |||||||||||||||||||||||||
ভৌত বৈশিষ্ট্য | ||||||||||||||||||||||||||
গলনাঙ্ক | 912±3 কে (639±3 °সে, 1182±5 °ফা) | |||||||||||||||||||||||||
স্ফুটনাঙ্ক | 4447 K (4174 °সে, 7545 °ফা) (extrapolated) | |||||||||||||||||||||||||
ঘনত্ব (ক.তা.-র কাছে) | alpha: 20.45 g·cm−৩[1] (০ °সে-এ, ১০১.৩২৫ kPa) accepted standard value: 19.38 g·cm−৩ | |||||||||||||||||||||||||
ফিউশনের এনথালপি | 5.19 kJ·mol−১ | |||||||||||||||||||||||||
বাষ্পীভবনের এনথালপি | 336 kJ·mol−১ | |||||||||||||||||||||||||
তাপ ধারকত্ব | 29.46 J·mol−১·K−১ | |||||||||||||||||||||||||
বাষ্প চাপ
| ||||||||||||||||||||||||||
পারমাণবিক বৈশিষ্ট্য | ||||||||||||||||||||||||||
তড়িৎ-চুম্বকত্ব | 1.36 (পলিং স্কেল) | |||||||||||||||||||||||||
আয়নীকরণ বিভব | ১ম: 604.5 kJ·mol−১ | |||||||||||||||||||||||||
পারমাণবিক ব্যাসার্ধ | empirical: 155 pm | |||||||||||||||||||||||||
সমযোজী ব্যাসার্ধ | 190±1 pm | |||||||||||||||||||||||||
বিবিধ | ||||||||||||||||||||||||||
কেলাসের গঠন | orthorhombic | |||||||||||||||||||||||||
তাপীয় পরিবাহিতা | 6.3 W·m−১·K−১ | |||||||||||||||||||||||||
তড়িৎ রোধকত্ব ও পরিবাহিতা | 1.220 µΩ·m (at 22 °C) | |||||||||||||||||||||||||
চুম্বকত্ব | paramagnetic[2] | |||||||||||||||||||||||||
ক্যাস নিবন্ধন সংখ্যা | 7439-99-8 | |||||||||||||||||||||||||
ইতিহাস | ||||||||||||||||||||||||||
নামকরণ | after planet Neptune, itself named after Roman god of the sea Neptune | |||||||||||||||||||||||||
আবিষ্কার | এডউইন মাটিসন ম্যাকমিলান এবং Philip H. Abelson (১৯৪০) | |||||||||||||||||||||||||
নেপচুনিয়ামের আইসোটোপ | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
এডুইন ম্যাটিসন ম্যাকমিলান (Edwin Mattison McMillan) এবং ফিলিপ হগ অ্যাবেলসন (Philip Hauge Abelson) নামক দুজন বিজ্ঞানী সর্বপ্রথম ১৯৪০ সালে নেপচুনিয়াম তৈরি করেন। তারা ইউরেনিয়ামের আকরিকের নিউট্রন আবেশিত ট্রান্সমিউটেশন বিক্রিয়ার (Neutron-induced Transmutation Reaction) মাধ্যমে এটি প্রস্তুত করেন। মূলত সাইক্লোট্রন নামক যন্ত্র থেকে উচ্চ দ্রুতিসম্পন্ন নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করার ফলে এটি উদ্ভাবনের সম্ভাবনা সৃষ্টি হয়।
ব্রিডার চুল্লীর মাধ্যমে ইউরেনিয়াম-২৩৮ থেকে প্লুটোনিয়াম তৈরির সময় উপজাত হিসেবে নেপচুনিয়াম উৎপাদিত হয়। এ ক্ষেত্রে সাধারণত প্লুটোনিয়ামের ১০০০ ভাগের ১ ভাগ নেপচুনিয়াম উৎপাদিত হয়।
এটি সাধারণত তিনটি কেলাস গঠন প্রদান করে। তবে কক্ষ তাপমাত্রায় আলফা-অর্থোরম্বিক গঠন দেখায়। রাসায়নিকভাবে সক্রিয় এ মৌলটির ধর্ম অনেকটা ইউরেনিয়াসের মতই। জলীয় দ্রবনে এটি বিভিন্ন আয়নের জন্য বিভিন্ন বৈশিষ্ট্যমূলক বর্ণ প্রদান করে। যেমন :
- Np3+ = হালকা পার্পল
- Np4+ = হালকা হলুদাভ সবুজ
- (NpO2)+ = সবুজাভ নীল
- NpO2+ = অ্যানায়নের উপর নির্ভর করে বর্ণহীন থেকে গোলাপী অথবা হলুদাভ সবুজের মধ্যে পরিবর্তনশীল
নেপচুনিয়ামের সকল আইসোটোপই তেজম্ক্রিয়। সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ হচ্ছে নেপচুনিয়াম-২৩৭ যার অর্ধায়ুকাল ২,১৪০,০০০ বছর। আর সবচেয়ে অস্থিতিশীল আইসোটোপ হচ্ছে নেপচুনিয়াম-২৩২ যার অর্ধায়ুকাল ১৩ মিনিট।
- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - প্রফেসর মো. মহির উদ্দিন, লায়লা মুসতারিন, ড. তানভীর মুসলিম, হাছিনা বেগম।
- উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র - ড. সরোজ কান্তি সিংহ হাজারী, হারাধন নাগ।
- ব্রিটানিকা বিশ্বকোষ (Encyclopedia Britannica)
- এডউইন ম্যাকমিলান
- ফিলিপ অ্যাবেলসন
- মৌলিক পদার্থ
- পর্যায় সারণী
- ট্রান্সইউরেনিয়াম মৌল
- তেজস্ক্রিয়তা
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.