ওগানেসন হলো একটি কৃত্রিম রাসায়নিক উপাদান, পর্যায়সারণীর সবচেয়ে ভারী মৌল। এটি একটি তেজস্ক্রিয় মৌল। এর পারমাণবিক সংখ্যা ১১৮। এর প্রতীক Og । এটা রাশিয়া এবং আমেরিকার বিজ্ঞানীদের প্রচেষ্টায় রাশিয়ার ডুবনা শহরে জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চ (JINR) ২০০২ সালে প্রথম শনাক্ত করে। ২০১৫ সালে, আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা এবং আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত পদার্থ সংস্থা যৌথভাবে একে নতুন চারটি মৌলের একটি বলে স্বীকৃতি দেয়। ২০১৬ সালের ২৮ নভেম্বর একে আনুষ্ঠানিক ভাবে নাম প্রদান করে।[11][12] রাশিয়ার বিজ্ঞানী এবং আবিষ্কারক দলের প্রধান ইউরি ওগানেসিয়ান এর নামে মৌলের নামকরণ করা হয়। এটা দ্বিতীয় মৌল, যার নামকরণ একজন জীবিত মানুষের নামে রাখা হয়, অন্য মৌলটি হল সিবোর্গিয়াম। [13]
উচ্চারণ | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পর্যায় সারণিতে ওগানেসন | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
পারমাণবিক সংখ্যা | ১১৮ | |||||||||||||||||||||||||
গ্রুপ | গ্রুপ ১৮; (নিষ্ক্রিয় গ্যাস) | |||||||||||||||||||||||||
পর্যায় | পর্যায় ৭ | |||||||||||||||||||||||||
ব্লক | পি-ব্লক | |||||||||||||||||||||||||
ইলেকট্রন বিন্যাস | [Rn] ৫f১৪ ৬d১০ ৭s২ ৭p৬ (predicted)[3][4] | |||||||||||||||||||||||||
প্রতিটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা | 2, 8, 18, 32, 32, 18, 8 (predicted) | |||||||||||||||||||||||||
ভৌত বৈশিষ্ট্য | ||||||||||||||||||||||||||
দশা | solid (predicted)[3] | |||||||||||||||||||||||||
স্ফুটনাঙ্ক | 350±30 K (80±30 °সে, 170±50 °ফা) (extrapolated)[3] | |||||||||||||||||||||||||
তরলের ঘনত্ব | m.p.: 4.9–5.1 g·cm−৩ (predicted)[5] | |||||||||||||||||||||||||
পরম বিন্দু | 439 কে, 6.8 MPa (extrapolated)[6] | |||||||||||||||||||||||||
ফিউশনের এনথালপি | 23.5 kJ·mol−১ (extrapolated)[6] | |||||||||||||||||||||||||
বাষ্পীভবনের এনথালপি | 19.4 kJ·mol−১ (extrapolated)[6] | |||||||||||||||||||||||||
পারমাণবিক বৈশিষ্ট্য | ||||||||||||||||||||||||||
জারণ অবস্থা | −1,[4] 0, +1,[7] +2,[8] +4,[8] +6[4] (predicted) | |||||||||||||||||||||||||
আয়নীকরণ বিভব | ১ম: 839.4 kJ·mol−১ (predicted)[4] ২য়: 1563.1 kJ·mol−১ (predicted)[9] | |||||||||||||||||||||||||
সমযোজী ব্যাসার্ধ | 157 pm (predicted)[10] | |||||||||||||||||||||||||
বিবিধ | ||||||||||||||||||||||||||
ক্যাস নিবন্ধন সংখ্যা | 54144-19-3 | |||||||||||||||||||||||||
ইতিহাস | ||||||||||||||||||||||||||
নামকরণ | after Yuri Oganessian | |||||||||||||||||||||||||
ভবিষ্যদ্বাণী করেন | Niels Bohr (1922) | |||||||||||||||||||||||||
আবিষ্কার | Joint Institute for Nuclear Research and Lawrence Livermore National Laboratory (2002) | |||||||||||||||||||||||||
ওগানেসনের আইসোটোপ | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
ওগানেসন জানা মৌল গুলোর মধ্যে সবচেয়ে বেশি পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর বিশিষ্ট। তেজস্ক্রিয় ওগানেসন খুবই অস্থায়ী এবং ২০০৫ এর আগ পর্যন্ত মাত্র ৪ টি সমস্থানিক আবিষ্কার হয়।[14]
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.