শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

পর্যায় (পর্যায় সারণি)

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পর্যায় (পর্যায় সারণি)
Remove ads

রসায়নে পর্যায় সারণিতে পর্যায় (পিরিয়ড) হল কয়েকটি মৌলের সমষ্টি যা পর্যায় সারণিতে বাঁদিক থেকে ডানদিকে অনুভূমিক ভাবে অবস্থান করে।[] বর্তমানে ৭টি পর্যায় পর্যায় সারণিতে আছে। একটি পর্যায়ে অবস্থিত মৌলগুলির ধর্ম বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেহেতু সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হতে থাকে, কিন্তু ইলেকট্রনের কক্ষের সংখ্যা একই থাকে।

Thumb
পর্যায় সারণিতে বাঁদিক থেকে ডানদিকে সংখ্যাচিহ্নিত অনুভূমিক সারণি হল পর্যায়।
Remove ads

পর্যায়সমূহ

সারাংশ
প্রসঙ্গ

বর্তমান পর্যায় সারণির ১১৮ টি মৌল বিশিষ্ট এবং সাতটি পর্যায়ে বিভাজিত। পরবর্তীকালে আবিষ্কৃত কোন নতুন মৌল নতুন পর্যায় অর্থাৎ অষ্টম পর্যায়ে বসানো হবে। নীচে লাল রং এস-ব্লক, হলুদ রং পি-ব্লক, নীল রং ডি-ব্লক ও সবুজ রং এফ-ব্লককে চিহ্নিত করে।

১ম পর্যায়

আরও তথ্য শ্রেণি, ১ ...

এদের কেউই অষ্টক নিয়ম মেনে চলে না বরং দ্বৈত নিয়ম মেনে চলে। উভয়টি অবস্থানজনিত দ্বন্দ্ব লক্ষ্য করা যায়, হাইড্রোজেনের ক্ষেত্রে শ্রেণি ১ ও ১৭ এবং হিলিয়ামের ক্ষেত্রে শ্রেণি ২ ও ১৮।

২য় পর্যায়

আরও তথ্য শ্রেণি, ১ ...

৩য় পর্যায়

আরও তথ্য শ্রেণি, ১ ...

৪র্থ পর্যায়

আরও তথ্য শ্রেণি, ১ ...

৫ম পর্যায়

আরও তথ্য শ্রেণি, ১ ...

৬ষ্ঠ পর্যায়

আরও তথ্য শ্রেণি, ১ ...

সবুজ রং দ্বারা চিহ্নিত প্রতিটি মৌল এফ-ব্লক ভুক্ত ল্যান্থানাইড বা বিরল মৃত্তিকা মৌল

৭ম পর্যায়

আরও তথ্য শ্রেণি, ১ ...

সবুজ রং দ্বারা চিহ্নিত প্রতিটি মৌল এফ-ব্লক ভুক্ত অ্যাক্টিনাইড। সকলেই তেজস্ক্রিয় মৌল।

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads