Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পর্যায় সারণীর ডি-ব্লক এর উপাদানগুলো সেইসকল গ্রুপের উপাদান নিয়ে গঠিত যাতে, সর্বোচ্চ শক্তির ইলেকট্রনগুলো d-অর্বিটালে অবস্থিত। ডি-ব্লক এলিমেণ্টগুলোকে অবস্থান্তর ধাতু বলা হয়ে থাকে। যদিও জিংক, ক্যাডমিয়াম এবং পারদ অবস্থান্তর ধাতুর অন্তর্ভুক্ত না। d-ব্লক মৌল সমুহ ৪০ টি। d-ব্লকভুক্ত মৌল গুলি অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়।
এবার ডি-ব্লক এ ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজের কোন উপাদান দুইটি অন্তর্ভুক্ত হবে - তার জন্য উপাদানগুলোর সর্ববহিঃস্থ ইলেকট্রনগুলোর বিন্যাস লক্ষ্য করতে হবে।
ল্যান্থানাম এর ইলেক্ট্রন বিন্যাস; La (৫৭) - [Xe] 5d1 6s2
অ্যাক্টিনিয়াম এর ইলেক্ট্রন বিন্যাস; Ac (৮৯) - [Rn] 6d1 7s2
তাহলে ল্যান্থানাম ও অ্যাক্টিনিয়াম উভয়ের ইলেক্ট্রন বিন্যাস এ সর্ববহিঃস্থ ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনের একটি ইলেকট্রন ডি-ব্লক এ অবস্থান করছে। তাই উপাদান দুইটি ডি-ব্লক এর অন্তর্ভুক্ত।
অনুরূপভাবে,
লুটিশিয়াম এর ইলেক্ট্রন বিন্যাস; Lu (৭১) - [Xe] 4f14 5d1 6s2
লরেনসিয়াম এর ইলেক্ট্রন বিন্যাস; Lr (১০৩) - [Rn] 5f14 7s2 7p1
তাই লুটিশিয়াম ও লরেনসিয়াম উভয়ের ইলেক্ট্রন বিন্যাস এ ইলেকট্রন এফ-ব্লক সম্পূর্ণ পূর্ণ করে ( যদিও এখানে, এফ-ব্লক এর ইলেকট্রন সর্ববহিঃস্থ ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন নয়)। তাই উপাদান দুইটি এফ-ব্লক এর অন্তর্ভুক্ত, ডি-ব্লক এর নয়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.