চতুর্থ পর্যায়ের মৌল বলতে সেই সকল মৌলিক পদার্থকে বোঝানো হয়, যেগুলো পর্যায় সারণির চতুর্থ সারিতে (পর্যায়ে) রয়েছে। পর্যায় সারণিতে মৌলগুলো একাধিক সারিতে বিন্যাস করা হয়েছে। প্রতিটি সারিতে মৌল সমূহের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বৈশিষ্ট্যগুলো ক্রমন্বয়ে পরিবর্তীত হতে থাকে। একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি হলে নতুন সারিতে অন্তর্ভুক্ত করা হয় মৌলগুলোকে। একই কলামের মৌলগুলো সাধারণত একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। চতুর্থ শ্রেণীতে পটাশিয়াম থেকে শুরু করে ক্রিপ্টন পর্যন্ত মোট আঠারোটি মৌল রয়েছে।

পর্যায়বৃত্ত প্রবণতা

মৌলসমূহের তালিকা

আরও তথ্য মৌলিক পদার্থ, শ্রেণী ...
মৌলিক পদার্থশ্রেণীইলেকট্রন বিন্যাস
১৯Kপটাশিয়ামক্ষার ধাতু[Ar] 4s1
২০Caক্যালসিয়ামমৃৎ ক্ষার ধাতু[Ar] 4s2
২১Scস্ক্যানডিয়ামঅবস্থান্তর ধাতু[Ar] 3d1 4s2
২২Tiটাইটানিয়ামঅবস্থান্তর ধাতু[Ar] 3d2 4s2
২৩Vভ্যানাডিয়ামঅবস্থান্তর ধাতু[Ar] 3d3 4s2
২৪Crক্রোমিয়ামঅবস্থান্তর ধাতু[Ar] 3d5 4s1 (*)
২৫Mnম্যাঙ্গানিজঅবস্থান্তর ধাতু[Ar] 3d5 4s2
২৬Feলোহাঅবস্থান্তর ধাতু[Ar] 3d6 4s2
২৭Coকোবাল্টঅবস্থান্তর ধাতু[Ar] 3d7 4s2
২৮Niনিকেলঅবস্থান্তর ধাতু[Ar] 3d9 4s1 (*)
২৯Cuকপারঅবস্থান্তর ধাতু[Ar] 3d10 4s1 (*)
৩০Znজিংকঅবস্থান্তর ধাতু[Ar] 3d10 4s2
৩১Gaগ্যালিয়ামPost-transition metal[Ar] 3d10 4s2 4p1
৩২Geজার্মেনিয়ামMetalloid[Ar] 3d10 4s2 4p2
৩৩Asআর্সেনিকMetalloid[Ar] 3d10 4s2 4p3
৩৪Seসেলেনিয়ামঅধাতু[Ar] 3d10 4s2 4p4
৩৫Brব্রোমিনহ্যালোজেন[Ar] 3d10 4s2 4p5
৩৬Krক্রিপ্টননিষ্ক্রিয় গ্যাস[Ar] 3d10 4s2 4p6
বন্ধ

(*) Exception to the Madelung rule

এস-ব্লক মৌলসমূহ

পটাশিয়াম

ক্যালসিয়াম

ডি-ব্লক মৌলসমূহ

স্ক্যান্ডিয়াম

টাইটানিয়াম

ভ্যানাডিয়াম

ক্রোমিয়াম

ম্যাঙ্গানিজ

আয়রন

কোবাল্ট

নিকেল

কপার

জিংক

পি-ব্লক মৌলসমূহ

গ্যালিয়াম

জার্মেনিয়াম

আর্সেনিক

সেলেনিয়াম

ব্রোমিন

ক্রিপ্টন

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.