দার্জিলিং জেলা
পশ্চিমবঙ্গের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পশ্চিমবঙ্গের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
দার্জিলিং জেলা (নেপালি: दार्जीलिङ जिल्ला) হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তর অংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈলশহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এই জেলার সদর শহর। কালিম্পং, কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর তিন প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র।
দার্জিলিং জেলা दार्जीलिङ जिल्ला | |
---|---|
পশ্চিমবঙ্গের জেলা | |
উপরে-বাম থেকে ঘড়ির কাঁটার দিকে: দার্জিলিং এর চা বাগান, দার্জিলিং হিমালয়ান রেল, ঘুম মঠ, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, শিলিগুড়ি এর দৃশ্য | |
পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
প্রশাসনিক বিভাগ | জলপাইগুড়ি |
সদরদপ্তর | দার্জিলিং |
মহকুমা | ৯ |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ১ |
• বিধানসভা আসন | ৬ |
আয়তন | |
• মোট | ২,০৯৩ বর্গকিমি (৮০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৫,৯৫,১৮৩ |
• জনঘনত্ব | ৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৯.৯২% |
• লিঙ্গানুপাত | ৯৭১ |
প্রধান মহাসড়ক | ১০ নং জাতীয় সড়ক, ১১০ নং জাতীয় সড়ক, ২৭ নং জাতীয় সড়ক, ৩২৭ নং জাতীয় সড়ক, ৩২৭বি নং জাতীয় সড়ক, ১২ নং রাজ্য সড়ক, ১২এ নং রাজ্য সড়ক, এশীয় মহাসড়ক ২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিকভাবে এই জেলা দুটি অঞ্চলে বিভক্ত - পার্বত্য অঞ্চল ও সমতল। এই জেলার গোটা পার্বত্য অঞ্চলটি বর্তমানে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন নামে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এক আধা-স্বায়ত্তশাসন সংস্থার এক্তিয়ারভুক্ত। এই এলাকা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ং মহকুমায় বিভক্ত। দার্জিলিং হিমালয়ের পাদদেশে অবস্থিত সমভূমিতে শিলিগুড়ি মহকুমা অবস্থিত। এই সমভূমি তরাই নামেও পরিচিত। এই জেলার উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহার রাজ্যের কিশানগঞ্জ জেলা, পূর্বে জলপাইগুড়ি জেলা ও পশ্চিমে নেপাল। ২০১১ সালের হিসেব অনুসারে, দক্ষিণ দিনাজপুর জেলার পরেই এই জেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যা-বহুল জেলা।[1] কিন্তু পরবর্তীতে এই জেলা থেকে কালিম্পং জেলা গঠনকালে বর্তমান দার্জিলিং জেলার জনসংখ্যা ২৩টি জেলার মধ্যে ২০তম৷ আয়তনের ভিত্তিতে জেলাটির স্থান ১৯তম৷ দার্জিলিংয়ের ডালিংসে অল্প পরিমাণে হেমাটাইট লোহা পাওয়া যায়।
দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ "দুর্জয় লিঙ্গ" থেকে। এর অর্থ " অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয় শাসন করে"।
মহকুমা | মহকুমা সদর | সমষ্টি উন্নয়ন ব্লক | পৌরসভা |
---|---|---|---|
দার্জিলিং সদর | দার্জিলিং | দার্জিলিং-পুলবাজার, রংলি-রংলিয়ট, জোড়বাংলো-সুকিয়াপোখরি |
দার্জিলিং |
মিরিক | মিরিক | মিরিক | মিরিক |
কার্শিয়াং | কার্শিয়াং | কার্শিয়াং | কার্শিয়াং |
শিলিগুড়ি | শিলিগুড়ি | মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ী, ফাঁসিদেওয়া |
শিলিগুড়ি পৌরসংস্থা |
জেলাটির তেইশটি জনগণনা নগর হলো -
দার্জিলিংয়ের উল্লেখযোগ্য নদ-নদী হলো:[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.