Remove ads
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
শিলিগুড়ি মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি মহকুমা। শিলিগুড়ি পৌরসংস্থা এবং মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে এই মহকুমাটি গঠিত। উক্ত চারটি ব্লক ২২টি গ্রাম পঞ্চায়েত ও দুটি জনগণনা নগরে বিভক্ত। শিলিগুড়ি মহকুমার জনগণনা নগর দু'টি হল: বৈরাতিশাল ও উত্তর বাগডোগরা। শিলিগুড়ি মহানগরীতে এই মহকুমার সদর দপ্তরটি অবস্থিত।
শিলিগুড়ি মহকুমা | |
---|---|
মহকুমা | |
স্থানাঙ্ক: ২৬.৭২° উত্তর ৮৮.৪১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দার্জিলিং |
সদর দপ্তর | শিলিগুড়ি |
ভাষা | |
• দপ্তরীক | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লিউবি |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি |
ওয়েবসাইট | wb |
দার্জিলিং জেলায় রয়েছে চারটি মহকুমা:[১][২]
মহকুমা | সদর | ক্ষেত্রফল কিমি2 | জনসংখ্যা (২০১১) | গ্রামীণ জনসংখ্যা % (২০১১) | শহুরে জনসংখ্যা % (২০১১) |
---|---|---|---|---|---|
দার্জিলিং সদর | দার্জিলিং | ৯২১.৬৮ | ৪,২৯,৩৯১ | ৬১.০০ | ৩৯.০০ |
কার্শিয়াং | কার্শিয়াং | ৩৭৭.৩৫ | ১,৩৬,৭৯৩ | ৫৮.৪১ | ৪১.৫৯ |
মিরিক | মিরিক | ১২৫.৬৮ | ৫৭,৮৮৭ | ৮০.১১ | ১৯.৮৯ |
শিলিগুড়ি | শিলিগুড়ি | ৮০২.০১ | ৯,৭১,১২০ | ৫৫.১১ | ৪৪.৮৯ |
দার্জিলিং জেলা | দার্জিলিং | ২,২২৬.৭২ | ১৫,৯৫,১৯১ | ৫৭.৮৯ | ৪২.১১ |
শিলিগুড়ি এই মহকুমার একমাত্র মহানগর। মহকুমার গ্রামীণ এলাকা ২২টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এই গ্রাম পঞ্চায়েতগুলি মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত।[৩]
মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লকটি ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা (মাটিগাড়া-১, মাটিগাড়া-২, আঠারখাই, পাথরঘাটা ও চম্পাসারি) ও একটি জনগণনা নগর (বৈরাটিশাল) নিয়ে গঠিত।[৪] এই ব্লকে দু'টি থানা রয়েছে: শিলিগুড়ি ও মাটিগাড়া।[৪] ব্লকের সদর দফতর কদমতলায় অবস্থিত।[৫]
নকশালবাড়ি ব্লকটি ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা (নকশালবাড়ি, নিম্ন বাগডোগরা, উচ্চ বাগডোগরা, গোঁসাইপুর, হাতিঘিসা ও মণিরাম) নিয়ে গঠিত।[৪] এই ব্লকে দু'টি থানা রয়েছে: বাগডোগরা ও নকশালবাড়ি।[৪] ব্লকের সদর দফতর নকশালবাড়িতে অবস্থিত।[৫]
ফাঁসিদেওয়া ব্লকটি ৭টি গ্রাম পঞ্চায়েত এলাকা (ফাঁসিদেওয়া-বাঁশগাঁও, চটহাট-বাঁশগাঁও, বিধাননগর-১, বিধাননগর-২, ঘোষপুকুর, জলস-নিজামতাড়া ও হেটমুড়ি-সিঙ্ঘীজোড়া) নিয়ে গঠিত।[৪] এই ব্লকে একটিমাত্র থানা রয়েছে: ফাঁসিদেওয়া[৪] ব্লকের সদর দফতরও ফাঁসিদেওয়ায় অবস্থিত।[৫]
খড়িবাড়ি ব্লকটি চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা (খড়িবাড়ি-পানিশালি), রানিগঞ্জ-পানিশালি, বিন্নাবাড়ি ও বুড়াগঞ্জ) নিয়ে গঠিত।[৪] ব্লকে একটিমাত্র থানা রয়েছে: খড়িবাড়ি।[৪] ব্লকের সদর দফতরও খড়িবাড়িতে অবস্থিত।[৫]
২০০২ সালে পশ্চিমবঙ্গের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের সময় ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশ অনুযায়ী, শিলিগুড়ি পৌরসংস্থার ১ থেকে ৩০ নং এবং ৪৫ থেকে ৪৭ নং ওয়ার্ডগুলি নিয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র গঠিত হয়। উল্লেখ্য, শিলিগুড়ি পৌরসংস্থার অন্যান্য ওয়ার্ডগুলি জলপাইগুড়ি সদর মহকুমার অন্তর্ভুক্ত। ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত হয় ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র। মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিতং বনাঞ্চল, সেবক পার্বত্য বনাঞ্চল ও সেবক বনাঞ্চলের তিনটি গ্রাম কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়। মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের অবশিষ্ট অঞ্চল ও নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত হয় মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। শিলিগুড়ি মহকুমার এই চারটি বিধানসভা কেন্দ্রই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.