শিলিগুড়ি মহকুমা

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

শিলিগুড়ি মহকুমা

শিলিগুড়ি মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি মহকুমা। শিলিগুড়ি পৌরসংস্থা এবং মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়াখড়িবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে এই মহকুমাটি গঠিত। উক্ত চারটি ব্লক ২২টি গ্রাম পঞ্চায়েত ও দুটি জনগণনা নগরে বিভক্ত। শিলিগুড়ি মহকুমার জনগণনা নগর দু'টি হল: বৈরাতিশালউত্তর বাগডোগরা। শিলিগুড়ি মহানগরীতে এই মহকুমার সদর দপ্তরটি অবস্থিত।

দ্রুত তথ্য শিলিগুড়ি মহকুমা, দেশ ...
শিলিগুড়ি মহকুমা
মহকুমা
Thumb
শিলিগুড়িতে মহানন্দা নদী
Thumb
স্থানাঙ্ক: ২৬.৭২° উত্তর ৮৮.৪১° পূর্ব / 26.72; 88.41
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদার্জিলিং
সদর দপ্তরশিলিগুড়ি
ভাষা
  দপ্তরীকবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লিউবি
যানবাহন নিবন্ধনডব্লিউবি
ওয়েবসাইটwb.gov.in
বন্ধ

মহকুমা

দার্জিলিং জেলায় রয়েছে চারটি মহকুমা:[১][২]

আরও তথ্য মহকুমা, সদর ...
মহকুমাসদর
ক্ষেত্রফল
কিমি2
জনসংখ্যা
(২০১১)
গ্রামীণ জনসংখ্যা %
(২০১১)
শহুরে জনসংখ্যা %
(২০১১)
দার্জিলিং সদরদার্জিলিং৯২১.৬৮৪,২৯,৩৯১৬১.০০৩৯.০০
কার্শিয়াংকার্শিয়াং৩৭৭.৩৫১,৩৬,৭৯৩৫৮.৪১৪১.৫৯
মিরিকমিরিক১২৫.৬৮৫৭,৮৮৭৮০.১১১৯.৮৯
শিলিগুড়িশিলিগুড়ি৮০২.০১৯,৭১,১২০৫৫.১১৪৪.৮৯
দার্জিলিং জেলাদার্জিলিং২,২২৬.৭২১৫,৯৫,১৯১৫৭.৮৯৪২.১১
বন্ধ

এলাকা

শিলিগুড়ি এই মহকুমার একমাত্র মহানগর। মহকুমার গ্রামীণ এলাকা ২২টি গ্রাম পঞ্চায়েতে বিভক্ত। এই গ্রাম পঞ্চায়েতগুলি মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়াখড়িবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত।[৩]

সমষ্টি উন্নয়ন ব্লক

Thumb

মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লক

মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লকটি ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা (মাটিগাড়া-১, মাটিগাড়া-২, আঠারখাই, পাথরঘাটা ও চম্পাসারি) ও একটি জনগণনা নগর (বৈরাটিশাল) নিয়ে গঠিত।[৪] এই ব্লকে দু'টি থানা রয়েছে: শিলিগুড়ি ও মাটিগাড়া।[৪] ব্লকের সদর দফতর কদমতলায় অবস্থিত।[৫]

নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক

নকশালবাড়ি ব্লকটি ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা (নকশালবাড়ি, নিম্ন বাগডোগরা, উচ্চ বাগডোগরা, গোঁসাইপুর, হাতিঘিসামণিরাম) নিয়ে গঠিত।[৪] এই ব্লকে দু'টি থানা রয়েছে: বাগডোগরা ও নকশালবাড়ি।[৪] ব্লকের সদর দফতর নকশালবাড়িতে অবস্থিত।[৫]

ফাঁসিদেওয়া সমষ্টি উন্নয়ন ব্লক

ফাঁসিদেওয়া ব্লকটি ৭টি গ্রাম পঞ্চায়েত এলাকা (ফাঁসিদেওয়া-বাঁশগাঁও, চটহাট-বাঁশগাঁও, বিধাননগর-১, বিধাননগর-২, ঘোষপুকুর, জলস-নিজামতাড়া ও হেটমুড়ি-সিঙ্ঘীজোড়া) নিয়ে গঠিত।[৪] এই ব্লকে একটিমাত্র থানা রয়েছে: ফাঁসিদেওয়া[৪] ব্লকের সদর দফতরও ফাঁসিদেওয়ায় অবস্থিত।[৫]

খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক

খড়িবাড়ি ব্লকটি চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা (খড়িবাড়ি-পানিশালি), রানিগঞ্জ-পানিশালি, বিন্নাবাড়ি ও বুড়াগঞ্জ) নিয়ে গঠিত।[৪] ব্লকে একটিমাত্র থানা রয়েছে: খড়িবাড়ি[৪] ব্লকের সদর দফতরও খড়িবাড়িতে অবস্থিত।[৫]

বিধানসভা কেন্দ্র

২০০২ সালে পশ্চিমবঙ্গের সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের সময় ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশ অনুযায়ী, শিলিগুড়ি পৌরসংস্থার ১ থেকে ৩০ নং এবং ৪৫ থেকে ৪৭ নং ওয়ার্ডগুলি নিয়ে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র গঠিত হয়। উল্লেখ্য, শিলিগুড়ি পৌরসংস্থার অন্যান্য ওয়ার্ডগুলি জলপাইগুড়ি সদর মহকুমার অন্তর্ভুক্ত। ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত হয় ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র। মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিতং বনাঞ্চল, সেবক পার্বত্য বনাঞ্চল ও সেবক বনাঞ্চলের তিনটি গ্রাম কার্শিয়াং বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়। মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের অবশিষ্ট অঞ্চল ও নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত হয় মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। শিলিগুড়ি মহকুমার এই চারটি বিধানসভা কেন্দ্রই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৬]

তথ্যসূত্র

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.