কার্শিয়াং

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কার্শিয়াংmap

কার্শিয়াং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।

দ্রুত তথ্য কার্শিয়াংKurseong, দেশ ...
কার্শিয়াং
Kurseong
শহর
Thumb
দৃশ্যমান টিভি টাওয়ার
ডাকনাম: The School Town[1]
স্থানাঙ্ক: ২৬°৫২′৪০″ উত্তর ৮৮°১৬′৩৮″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদার্জিলিং
জনসংখ্যা (২০০১)
  মোট৪০,০৬৭
ভাষা
  অফিসিয়ালবাংলা, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
বন্ধ
Thumb
কার্শিয়াংয়ে দার্জিলিং হিমালয়ান রেল স্টেশন

রাজনীতি

প্রশাসন

জনসংখ্যার উপাত্ত

Thumb
জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে কার্শিয়ং শহরের জনসংখ্যা হল ৪০,০৬৭ জন।[2] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৮৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৮% এবং নারীদের মধ্যে এই হার ৮০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কার্শিয়ং এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ৬% হল ৬ বছর বা তার কম বয়সী।

পরিবহন

কার্সিয়ংকে শিলিগুড়ি এবং দার্জিলিং এর মধ্যবর্তী স্থান হিসাবে বিবেচনা করা হয়। নিকটতম বিমানবন্দর হল বাগডোগরা বিমানবন্দর এবং নিকটতম প্রধান রেলওয়ে হাব হল নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ।

রেলওয়ে

মূল ব্রড গেজ বা মিটার গেজ লাইন না থাকলেও দার্জিলিং হিমালয়ান রেল এই শহরের প্রধান রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা। শিলিগুড়ি জংশন থেকে এই ট্রেন চড়া যায়। রেলপথে দুর্গম পার্বত্যাঞ্চল থাকায় শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় ৫০ কিমি। সময় লাগে প্রায় ৪ ঘণ্টা, অর্থাৎ ঘণ্টায় ১৩ কিমি গতিতে চলতে পারে।

সড়কপথে

কার্সিয়ং এবং শিলিগুড়ির মধ্যে তিনটি রাস্তা রয়েছে: জাতীয় সড়ক, পাংখাবাড়ি রোড এবং রোহিনী রোড।

কার্সিওং শিলিগুড়ি , দার্জিলিং এবং মিরিকের সাথে ভালভাবে সংযুক্ত । কার্সিয়ং থেকে দার্জিলিং, শিলিগুড়ি এবং মিরিক পর্যন্ত বেশ কিছু প্রিপেইড যানবাহন চলে৷ কিন্তু কালিম্পং এবং গ্যাংটকের সাথে কার্সিয়ং-এর কোনো শক্তিশালী পরিবহন সংযোগ নেই । কার্সিয়ং থেকে প্রতিদিন মাত্র দুটি গাড়ি গ্যাংটক এবং একটি কালিম্পং যান। পাংখাবাড়ি, আম্বুটিয়া , মহানদী, তিন্ধারিয়া, লাটপাঁচোরেও ট্যাক্সি চলে । উত্তরবঙ্গের রাজ্য বাসগুলিও দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং কারসিয়ং হয়ে NJP স্টেশনে চলে৷

দর্শনীয় স্থান

কার্সিয়ং অগণিত চা বাগান দ্বারা বেষ্টিত। এর মধ্যে রয়েছে ক্যাসেলটন , মাকাইবারি , আম্বুটিয়া এবং গুমটি , যার সবগুলোই পরিদর্শন করা যেতে পারে।

'দার্জিলিং টয় ট্রেন'-এর ট্র্যাকগুলি শহরের দৈর্ঘ্যে চলে, এবং স্টেশনটি শহরের নিউক্লিয়াস।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.