শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ (পৃষ্ঠপোষকজনিত কারণে ২০২৩ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ নামেও পরিচিত)[১] হলো দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের দক্ষিণ এশীয় পুরুষ ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। এই আসরটি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ২১শে জুন হতে শুরু হয়ে ৪ঠা জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।[২][৩][৪][৫]
Remove ads
ভারত সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ববর্তী আসরের বিজয়ী, যারা ২০২১ সালে ফাইনালে নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জয়লাভ করে।[৬][৭][৮][৯]
Remove ads
আয়োজক নির্ধারণ
১৭ই অক্টোবর ২০২১ তারিখে, মালদ্বীপে অনুষ্ঠিত সাফ নির্বাহী কমিটির বৈঠকে শ্রীলঙ্কা প্রাথমিকভাবে এই আসর আয়োজনের আগ্রহ প্রকাশ করে।[১০] তবে ২১শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ফিফা শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা জারি করায় তারা এবং এই আসরের আয়োজক হওয়ার যোগ্যতা হারানোর পাশাপাশি অংশগ্রহণও করতে পারেনি।[১১]
পরবর্তীকালে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান যে, ২০২৩ সালের ২৯শে জানুয়ারি পর্যন্ত শুধু নেপালই আয়োজন হওয়ার জন্য আবেদন করেছে।[১২] তবে ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে বাহরাইনের মানামায় ৩৩তম এএফসি কংগ্রেসে সাফ সদস্যদের বৈঠকের পরে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে, ভারতকে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম সংস্করণের আয়োজক হিসাবে ঘোষণা করা হয়।[১৩][১৪]
১৯ মার্চ ২০২৩ তারিখে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বেঙ্গালুরুকে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর আয়োজক শহর হিসাবে ঘোষণা করে।[১৫]
Remove ads
অংশগ্রহণকারী দল
২১শে জানুয়ারি ২০২৩ তারিখে ফিফা ফুটবল শ্রীলঙ্কাকে বরখাস্ত করায় শ্রীলঙ্কা এই আসরে অংশগ্রহণ করতে পারেনি।[১১] সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে পশ্চিম এশীয় ফুটবল ফেডারেশন থেকে কুয়েত এবং লেবাননকে আমন্ত্রণ জানানোর পর তারা অতিথি দল হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।[১৬][১৭]
Remove ads
ভেন্যু
সকল ম্যাচ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
গ্রুপ পর্বের জন্য ড্র
প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানটি ১৭ মে ২০২৩ তারিখে ১২:৩০ (আইএসটি)-এ ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।[১৮]
গ্রুপ সারাংশ
Remove ads
রেফারি
- রেফারি
- সহকারী রেফারি
গ্রুপ পর্ব
গ্রুপ এ
গ্রুপ বি
উৎস: ত্রিবুনা
রেফারি: ক্রিস্টাল জন (ভারত)
Remove ads
নকআউট পর্ব
বন্ধনী
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১ জুলাই ২০২৩ | ||||||
![]() | ১ | |||||
৪ জুলাই ২০২৩ | ||||||
![]() | ০ | |||||
![]() | ১(৪) | |||||
১ জুলাই ২০২৩ | ||||||
![]() | ১(৫) | |||||
![]() | ০(২) | |||||
![]() | ০(৪) | |||||
সেমি-ফাইনাল
Remove ads
ফাইনাল
পরিসংখ্যান
গোলদাতা
এই প্রতিযোগিতায় ১৫টি ম্যাচে ৩৮টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৫৩টি গোল (১ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী)।
৫টি গোল
২টি গোল
মুবারাক আল-ফুনাইনি
শাবিব আল-খালিদি
খলিল বদর
হামজা মুহাম্মদ
হাসান মাতুক
শেখ মোরসালিন
রাকিব হোসেন
১টি গোল
তারিক কাজী
চেনচো গেইলশেন
শেরিং দর্জি
নওরেম মহেশ সিং
উদন্ত সিং
লালিয়ানজুয়ালা ছাংতে
ইদ নাসের আল-রাশেদী
হাসান আল-আনযি
খালিদ আল ইব্রাহিম
মুহাম্মাদ দাহাম
আলী আল হাজ্ব
আবদুল্লাহ আল-বালুশি
আলি আল হাজ
মেহদি জাইন
মুহাম্মাদ ওমর সাদেক
নাইজ হাসান
অঞ্জন বিষ্ট
আশীষ চৌধুরী
১টি আত্মঘাতী গোল
পুরস্কার
প্রাইজ মানি
২০২৩ সালে পুরস্কারের অর্থের পরিমাণ ঘোষণা করা হয়েছিল।[১৯]
বিজয়ী
দলের অবস্থানের চুড়ান্ত পরিসংখ্যান
এই টেবিলে সমস্ত দলের চূড়ান্ত পরিসংখ্যান বিদ্যমান।
সূত্র:সাফ ২০২৩
সম্প্রচার
আরও দেখুন
বহিঃসংযোগ
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- আরএসএসএসএফ-এ সাফ চ্যাম্পিয়নশিপ (ইংরেজি)
- ত্রিবুনা-এ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ (ইংরেজি)
- সকারওয়ে-এ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ (ইংরেজি)
- গ্লোবাল স্পোর্টস-এ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ (ইংরেজি)
- ইউএসপিএন-এ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ (ইংরেজি)
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads