Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ (পৃষ্ঠপোষকজনিত কারণে ২০২৩ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ নামেও পরিচিত)[১] হলো দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের দক্ষিণ এশীয় পুরুষ ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। এই আসরটি ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ২১শে জুন হতে শুরু হয়ে ৪ঠা জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।[২][৩][৪][৫]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ভারত |
তারিখ | ২১ জুন – ৪ জুলাই ২০২৩ |
দল | ৮ (২টি উপ-কনফেডারেশন থেকে) |
মাঠ | ১ (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ভারত (৯ম শিরোপা) |
রানার-আপ | কুয়েত |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৫ |
গোল সংখ্যা | ৩৮ (ম্যাচ প্রতি ২.৫৩টি) |
দর্শক সংখ্যা | ৯৩,৯৯৩ (ম্যাচ প্রতি ৬,২৬৬ জন) |
শীর্ষ গোলদাতা | সুনীল ছেত্রী (৫টি গোল) |
সেরা খেলোয়াড় | সুনীল ছেত্রী |
সেরা গোলরক্ষক | আনিসুর রহমান জিকো |
ফেয়ার প্লে পুরস্কার | নেপাল |
ভারত সাফ চ্যাম্পিয়নশিপের পূর্ববর্তী আসরের বিজয়ী, যারা ২০২১ সালে ফাইনালে নেপালকে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জয়লাভ করে।[৬][৭][৮][৯]
১৭ই অক্টোবর ২০২১ তারিখে, মালদ্বীপে অনুষ্ঠিত সাফ নির্বাহী কমিটির বৈঠকে শ্রীলঙ্কা প্রাথমিকভাবে এই আসর আয়োজনের আগ্রহ প্রকাশ করে।[১০] তবে ২১শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ফিফা শ্রীলঙ্কার ওপর নিষেধাজ্ঞা জারি করায় তারা এবং এই আসরের আয়োজক হওয়ার যোগ্যতা হারানোর পাশাপাশি অংশগ্রহণও করতে পারেনি।[১১]
পরবর্তীকালে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান যে, ২০২৩ সালের ২৯শে জানুয়ারি পর্যন্ত শুধু নেপালই আয়োজন হওয়ার জন্য আবেদন করেছে।[১২] তবে ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে বাহরাইনের মানামায় ৩৩তম এএফসি কংগ্রেসে সাফ সদস্যদের বৈঠকের পরে ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে, ভারতকে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম সংস্করণের আয়োজক হিসাবে ঘোষণা করা হয়।[১৩][১৪]
১৯ মার্চ ২০২৩ তারিখে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বেঙ্গালুরুকে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর আয়োজক শহর হিসাবে ঘোষণা করে।[১৫]
২১শে জানুয়ারি ২০২৩ তারিখে ফিফা ফুটবল শ্রীলঙ্কাকে বরখাস্ত করায় শ্রীলঙ্কা এই আসরে অংশগ্রহণ করতে পারেনি।[১১] সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে পশ্চিম এশীয় ফুটবল ফেডারেশন থেকে কুয়েত এবং লেবাননকে আমন্ত্রণ জানানোর পর তারা অতিথি দল হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।[১৬][১৭]
দল | অংশগ্রহণ | সেরা সাফল্য | র্যাঙ্কিংয়ে অবস্থান (২০ জুলাই ২০২৩ অনুযায়ী) |
---|---|---|---|
বাংলাদেশ | ১৩তম | চ্যাম্পিয়ন (২০০৩) | ১৮৯ |
ভুটান | ৯ম | সেমি-ফাইনাল (২০০৮) | ১৮৫ |
ভারত | ১৪তম | চ্যাম্পিয়ন (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১) | ১০০ |
মালদ্বীপ | ১২তম | চ্যাম্পিয়ন (২০০৮, ২০১৮) | ১৫৪ |
নেপাল | ১৪তম | তৃতীয় স্থান (১৯৯৩) | ১৭৪ |
পাকিস্তান | ১২তম | তৃতীয় স্থান (১৯৯৭) | ১৯৫ |
কুয়েত (আমন্ত্রিত অতিথি) | ১ম | অভিষেক | ১৪৩ |
লেবানন (আমন্ত্রিত অতিথি) | ১ম | অভিষেক | ১০১ |
সকল ম্যাচ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
বেঙ্গালুরু | |
---|---|
শ্রী কান্তিরাভা স্টেডিয়াম | |
১২°৫৮′১০.৯২″ উত্তর ৭৭°৩৫′৩৬.২৪″ পূর্ব | |
ধারণক্ষমতা: ২৬,৩৮০ | |
প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানটি ১৭ মে ২০২৩ তারিখে ১২:৩০ (আইএসটি)-এ ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।[১৮]
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কুয়েত | ৩ | ২ | ১ | ০ | ৮ | ২ | +৬ | ৭ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | ভারত (H) | ৩ | ২ | ১ | ০ | ৭ | ১ | +৬ | ৭ | |
৩ | নেপাল | ৩ | ১ | ০ | ২ | ২ | ৫ | −৩ | ৩ | |
৪ | পাকিস্তান | ৩ | ০ | ০ | ৩ | ০ | ৯ | −৯ | ০ |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | লেবানন | ৩ | ৩ | ০ | ০ | ৭ | ১ | +৬ | ৯ | সেমি-ফাইনালে উন্নীত |
২ | বাংলাদেশ | ৩ | ২ | ০ | ১ | ৬ | ৪ | +২ | ৬ | |
৩ | মালদ্বীপ | ৩ | ১ | ০ | ২ | ৩ | ৪ | −১ | ৩ | |
৪ | ভুটান | ৩ | ০ | ০ | ৩ | ২ | ৯ | −৭ | ০ |
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১ জুলাই ২০২৩ | ||||||
কুয়েত (অ.স.প.) | ১ | |||||
৪ জুলাই ২০২৩ | ||||||
বাংলাদেশ | ০ | |||||
কুয়েত | ১(৪) | |||||
১ জুলাই ২০২৩ | ||||||
ভারত (পে.) | ১(৫) | |||||
লেবানন | ০(২) | |||||
ভারত (পে.) | ০(৪) | |||||
এই প্রতিযোগিতায় ১৫টি ম্যাচে ৩৮টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৫৩টি গোল (১ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী)।
৫টি গোল
২টি গোল
১টি গোল
১টি আত্মঘাতী গোল
সেরা খেলোয়াড় | সর্বাধিক গোলদাতা | সেরা গোলরক্ষক | ফেয়ার প্লে |
---|---|---|---|
সুনীল ছেত্রী | সুনীল ছেত্রী (৫টি গোল) | আনিসুর রহমান জিকো | নেপাল |
২০২৩ সালে পুরস্কারের অর্থের পরিমাণ ঘোষণা করা হয়েছিল।[১৯]
অবস্থান | পরিমাণ (মার্কিন ডলার) |
---|---|
বিজয়ী | ৫০,০০০ |
রানার্স-আপ | ২৫,০০০ |
মোট | ৭৫,০০০ |
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ |
---|
ভারত নবম শিরোপা |
এই টেবিলে সমস্ত দলের চূড়ান্ত পরিসংখ্যান বিদ্যমান।
সূত্র:সাফ ২০২৩
দেশ | সম্প্রচারক | সূত্র. |
---|---|---|
বাংলাদেশ | টি স্পোর্টস | [২০] |
ভারত | ডিডি ভারতি, ডিডি স্পোর্টস, ফ্যানকোড | [২১][২২] |
কুয়েত | কুয়েত টেলিভিশন | [তথ্যসূত্র প্রয়োজন] |
লেবানন | এলবিসিআই | [২৩] |
মালদ্বীপ | আইসিই টিভি, ইয়েস টিভি | [তথ্যসূত্র প্রয়োজন] |
নেপাল | কান্তিপুর টেলিভিশন | [২৪] |
পাকিস্তান | জিও সুপার, এ স্পোর্টস | [তথ্যসূত্র প্রয়োজন] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.