Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
২০০৫ সাফ গোল্ড কাপ বা ২০০৫ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপ ছিল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপের ষষ্ঠ সংস্করণ আসর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টটি দুটি শহর, ইসলামাবাদ এবং করাচিতে খেলা অনুষ্ঠিত হয়েছিল, করাচির পিপলস ফুটবল স্টেডিয়ামে গ্রুপ-পর্ব এবং ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে নক-আউট পর্ব এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্টটি ৭ ডিসেম্বর শুরু হয়েছিল এবং ১৭ ডিসেম্বর শেষ হয়েছিল।[১]
ফাইনালে বাংলাদেশ ২–০ গোলে হারিয়ে ভারত তাদের ৪র্থ শিরোপা জয় লাভ করেছিল। উভয় পক্ষই ১৯৯৯ সালের সংস্করণে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ভারত একই ফাইনাল নিয়ে বিজয়ী হয়েছিল এবং বাইচুং ভুটিয়া সেই ফাইনালেও গোল করেছিলেন।
মালদ্বীপের আহমেদ তারিক, আলি আশফাক এবং ইব্রাহিম ফাজিল ৩টি করে গোল করে তারা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন।[২]
দেশ | অংশগ্রহণ | সর্বশেষ সেরা সাফল্য | ফিফা র্যাঙ্কিং ডিসেম্বর ২০০৫ |
---|---|---|---|
পাকিস্তান (আয়োজক) | ৬ষ্ঠ | তৃতীয় স্থান ১৯৯৭ | ১৬৮ |
আফগানিস্তান | ২য় | গ্রুপ পর্ব (২০০৩) | ১৯৮ |
বাংলাদেশ | ৫ম | বিজয়ী (২০০৩) | ১৭০ |
ভুটান | ২য় | গ্রুপ পর্ব (২০০৩) | ১৮৯ |
ভারত | ৬ষ্ঠ | বিজয়ী (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯) | ১৩৫ |
মালদ্বীপ | ৪র্থ | রানার্স-আপ (১৯৯৭, ২০০৩) | ১৪৭ |
নেপাল | ৬ষ্ঠ | তৃতীয় স্থান (১৯৯৩) | ১৮১ |
শ্রীলঙ্কা | ৬ষ্ঠ | বিজয়ী (১৯৯৫) | ১৪৪ |
টুর্নামেন্টটি ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম এবং করাচির পিপলস ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।
ইসলামাবাদ | করাচি | |
---|---|---|
জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম | পিপলস ফুটবল স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৪৮,৮২০ | ধারণক্ষমতা: ৪০,০০০ | |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মালদ্বীপ | ৩ | ২ | ১ | ০ | ১১ | ১ | +১০ | ৭ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | পাকিস্তান (H) | ৩ | ২ | ১ | ০ | ২ | ০ | +২ | ৭ | |
৩ | আফগানিস্তান | ৩ | ১ | ০ | ২ | ৩ | ১১ | −৮ | ৩ | |
৪ | শ্রীলঙ্কা | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৫ | −৪ | ০ |
মালদ্বীপ | ৯–১ | আফগানিস্তান |
---|---|---|
আলি ১১' ফাজিল ২৭', ৪৫+২', ৬০' আশফাক ৩২', ৮৮' তারিক ৪৫+৩', ৪৬', ৮৬' |
প্রতিবেদন | মাকসুদ ৩৯' |
পাকিস্তান | ১–০ | আফগানিস্তান |
---|---|---|
ঈসা ৫৫' | প্রতিবেদন |
শ্রীলঙ্কা | ১–২ | আফগানিস্তান |
---|---|---|
করুনারত্নে ৮৫' | প্রতিবেদন | কাদামি ৩৫' গুলিস্তানি ৪১' |
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বাংলাদেশ | ৩ | ২ | ১ | ০ | ৬ | ১ | +৫ | ৭ | নকআউট পর্বে উত্তীর্ণ |
২ | ভারত | ৩ | ২ | ১ | ০ | ৬ | ২ | +৪ | ৭ | |
৩ | নেপাল | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৫ | −১ | ৩ | |
৪ | ভুটান | ৩ | ০ | ০ | ৩ | ১ | ৯ | −৮ | ০ |
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৪ ডিসেম্বর – ইসলামাবাদ | ||||||
মালদ্বীপ | ০ | |||||
১৭ ডিসেম্বর – ইসলামাবাদ | ||||||
ভারত | ১ | |||||
ভারত | ২ | |||||
১৪ ডিসেম্বর – ইসলামাবাদ | ||||||
বাংলাদেশ | ০ | |||||
বাংলাদেশ | ১ | |||||
পাকিস্তান | ০ | |||||
২০০৫ দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ড কাপ |
---|
ভারত চতুর্থ শিরোপা |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.