শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
অখিল নেপাল ফুটবল সংঘ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
অখিল নেপাল ফুটবল সংঘ (নেপালি: अखिल नेपाल फुटबल सङ्घ) হচ্ছে নেপালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর নেপালের ললিতপুরে অবস্থিত।
Remove ads
এই সংস্থাটি নেপালের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নেপাল জাতীয় লীগ, নেপাল নারী ফুটবল লীগ এবং আহা! গোল্ড কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে অখিল নেপাল ফুটবল সংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন কর্মা ছিরিং শের্পা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইন্দ্রমান তুলাধর।
Remove ads
কর্মকর্তা
- ২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads